বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক স্নাতক পর্যায়ের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোনটি সেটি নিয়ে বিতর্ক হতে পারে। তবে স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যে যে আইবিএ এর এমবিএ সবচেয়ে প্রতিযোগিতামূলক সেই নিয়ে কোন সন্দেহ নেই বললেই চলে।
আইবিএর এমবিএ এমন একটি প্লাটফর্ম যেখানে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই রুমে বসে ক্লাস করে।
আমার ব্যাচের কথাই ধরিনা কেন, আমার ক্লাসে দুইজন সিআর (Class representatives) আছে। একজন বুয়েটের ছাত্র, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
তাছাড়া দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এমন কি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়েরও ছাত্র আছে।
ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট, কেমিস্ট , বিবিএ, সোশ্যাল সাইন্স, ম্যাথ, পিজিক্স, ইকোনমিক্স, ইংলিশ, অনার্স ইত্যাদি বেকগ্রাউন্ড হতে আসা ছেলে মেয়েরা আছে আইবিএর এমবিএ প্রোগ্রামে।
যদি বলা হয় আইবিএর ভর্তি পরীক্ষায় সফল হবার জন্য কোনগুলো factors বেশি কাজ করে, ব্রড সেন্সে বলবো মূলত পাঁচটি factors বেশি প্রভাব রাখে। সেগুল হল 1) Determination, 2) Basic, 3) Preparation, 4) Exam time strategy এবং ৫) Luck…
1) Determination
আপনারা যে এই গ্রুপ অনুসরণ করছেন, আইবিএতে ভর্তি হবার জন্য কি করা কি পড়া লাগবে জানতে চাচ্ছেন সেটা আপনাদের determination এরই অংশ।
সেই determination কে আরো বাড়াতে হবে এবং যথাযথভাবে কাজে লাগাতে হবে। যারা aspirant তাদেরকে বলতে চাই Do not dream to get in IBA but be determined to get in IBA.
আইবিএতে ভর্তি হবার জন্য determined হতে হবে, dreamer না হলেও চলবে। Dream আপনি শুয়ে শুয়েও দেখতে পারেন, কিন্তু determination আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে বাধ্য করবে।
আইবিএ তে ভর্তি হবার আপনার সম্ভাবনা কত তা অনেকটাই নির্ভর করে আপনার degree of determination এর উপর। Let your determination to pay the price. Strong determination will pave the way for you to get in IBA.
2) Basic
অনেকেই আছে যারা ২/৩/৪ দিনের বা খুব বেশি হলে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েই আইবিএতে সুযোগ পায়।
আমি এক ভাইয়াকে চিনি, জিনি বুয়েট থেকে সিএসই করেছেন, তিনি কোনরকম প্রস্তুতি না নিয়েও প্রথম প্রচেষ্টায় আইবিএ তে সুযোগ পান।
প্রশ্ন জাগে এত কম প্রস্তুতি নিয়ে কিভাবে তারা সুযোগ পান? উত্তর আর অন্য কিছু না, সেটি হল Basic.
তারা তাদের কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে নিজেকে এমন ভাবে প্রস্তুত করেছেন যার কারণে তাদের ম্যাথ এবং ইংরেজির বেসিক অনেক আগে থেকেই শক্ত।
এক কথায় বলা যায় বেসিক ভালো না হলে আইবিএ তে চান্স পাবার কোন সম্ভাবনাই নেই। যাদের ইংরেজি এবং ম্যাথ এর বেসিকে, বিশেষ করে ইংরেজির বেসিক দুর্বল তাদের জন্য আইবিএর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করাই ভালো হবে।
নিজের বেসিক শক্ত করা সাধারনত খুব লম্বা সময়ের প্রসেস। তবে নিয়ম মাফিক ও কার্যকর ভাবে নিজেকে প্রস্তুত করলে মাসখানেক এর ব্যবধানেও নিজের বেসিক জ্ঞান ভালো করা সম্ভব।
তবে কত দ্রুত নিজের বেসিক শক্ত করা সম্ভব সেই ক্ষমতা এক ব্যক্তি হতে অন্য ব্যক্তি ভিন্ন হবে। এর জন্য আপনাকে কোঠর এবং নিয়মমাফিক অনুশীলন করতে হবে।
3) Preparation
একদম ছোটবেলা থেকেই শুনে আসছি, বার্ষিক পরীক্ষা হোক, বৃত্তি পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, অনার্সের ফাইনাল পরীক্ষা হোক কিংবা বিসিএস পরীক্ষাই হোক, কেও যদি শুনে পরীক্ষা দেয়া হবে তখন যেই প্রশ্নটি করবে সেটি হল, প্রস্তুতি বা preparation কেমন?
বেসিক ভালো না হলে আপনাকে তা কোঠর প্রস্তুতির মাধ্যমে পূরণ করতে হবে। আবার বেসিক ভালো হলেও আইবিএ তে আসন নিশ্চিত করার জন্য নিয়মিত প্রস্তুতি নিতে হবে।
এজন্য আপনাদের রুটিন করে প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে ভালো হবে প্রস্তুতিজনিত লক্ষ্য নির্ধারণ করে এগোনো। ভালোভাবে প্রস্তুতি যেন নেয়া যায় সেজন্য প্রয়োজনীয় উপকরণও সাথে রাখতে হবে।
প্রস্তুতি যে শুধু GMAT, GRE, SAT এর মোটা মোটা বই কিংবা Mentors বা Saifur’s এর গাইড বইয়েই সীমাবদ্ধ থাকবে তা নয়।
নিজের লাইফস্টাইল এমনভাবে সাজাতে হবে যেন সেখান থেকেও ভালো প্রস্তুতি হয়ে যায়। ইংরেজি গল্প/উপন্যাসের বই পরতে হবে, ইংরেজি সংবাদপত্র পরতে হবে, ম্যাগাজিন পরতে হবে।
পারলে হিন্দি কিংবা বাংলার বদলে ইংরেজি সিনেমা ও টিভি শো দেখতে হবে। বিবিসি সিএনএন শুনতে হবে (তাদের খবর বিশ্বাস না করলেও চলবে, তবে শুনতে হবে)।
আমিতো ভার্সিটি লাইফ থেকেই নিজের ইংরেজি শক্ত করার জন্য সাথে বিনোদন পাবার জন্য বিগ ব্যাং থেউরি, হাও আই মিট ইয়র মাদার, ফ্রেন্ডস, শারলক, মডার্ন ফেমেলি, হাউজ, গেম অফ থ্রন্স, ডাউনটন অ্যায়বে, বোস্টন লিগাল, মঙ্ক, দ্যা সিম্পসন্স, ফেমিলি গাই থেকে শুরু করে জিমি কিম্মেল লাইভ, টুনাইট উইথ জে লেনো, টপ গিয়ার ইত্যাদি দেখতাম।
নিয়মিত সিএনএন ও বিবিসি শুনতাম। কম বেশি ইংরেজি পেপার পড়তাম। নীলক্ষেত থেকে পুরানো টাইমস, ফরচুন, ইকনমিক্স, ফরবস, গিটার ওয়ার্ল্ড ইত্যাদি ম্যাগাজিন কিনে পড়তাম। Believe me those helped me a lot.
ফেসবুকে স্ট্যাটাস দিলে ইংলিশে দেবার চেষ্টা করবেন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেষ্টফ্রেন্ড, ক্লাসফ্রেন্ড, স্কুলফ্রেন্ড, ফেসবুকফ্রেন্ড, হুদাইফ্রেন্ড যাদের সাথেই চ্যাট করেন না কেন ইংলিশে চ্যাট করবেন।
অবসর সময় ইন্টারনেট থেকে বিভিন্ন ব্রেইন তিজার সল্ভ করলে ভালো। ম্যাথ কে কোন পড়া হিসেবে না ধরে গেইম হিসেবে ধরতে হবে।
এই গ্রুপের নিয়মিত বিভিন্ন অংক, ইংরেজি প্রবলেম সল্ভ করার চেষ্টা করবেন। আর কোন বই সল্ভ করেন বা না করেন, আইবিএর question bank অবশ্যই একাধিকবার সল্ভ করবেন।
4) Exam time strategy
আপনার বেসিক জতই ভালো হোক, preparation ও যতই ফাটাইয়া নেন, পরীক্ষার সময় যদি গুবলেট করে ফেলেন তবে সবই জলে যাবে।
আমার আইবিএ এমবিএ এর প্রথম ভর্তি পরীক্ষার কথাই বলি, প্রথমে ইনলিশ সেকশনে হাত দিয়েছিলাম, ভালই হইসিল খারাপ না।
তারপর গেসি ম্যাথ সেকশনে, সেখানেও মোটামোটি ভালই করসি, সেখানে অবশ্য মাত্রাতিরিক্ত সময় দিসি। তারপর যখন এনালাইটিকাল সেকশনে আসলাম তখন দেখি হাতে আছে মাত্র ৬ কি ৭ মিনিট।
মনে হয় ৮ টার মতো দাগাইসিলাম। পরীক্ষা দিয়েই যা বুঝার বুঝে গেসি, এনালাইটিকালের জন্যই হবে না। এবং সে জন্যই হয় নাই।
তারপর নিজে থেকেই একটা কৌশল সাজিয়ে ফেলি যে, সবসময় ম্যাথ সবার শেষে দেব। এভাবে কৌশল দাড়া করাই…ইংলিশ (২৫)>এনালাইটিকাল(২৫)>ম্যাথ(৪০)।
নিজের সুবিধা মতো Exam time strategy নির্ধারণ করার জন্য আপনাকে মূল পরীক্ষার আগে একাধিক মডেল টেস্ট দিতে হবে। এর মাধ্যমে আপনি টাইম ম্যানেজমেন্ট করা শিখবেন, situation handle করা শিখবেন।
এখানে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, কখনই সবগুল প্রশ্ন দাগাবার দিকে যাবেননা। যদি ম্যাথ ও ইংলিশ সেকশনে ২৫ টার মত ঠিকমতো দাগাতে পারেন তাহলে এনাফ, বলা যায় more than enough. ১০০% উত্তর দিতে কখনই যাবেননা, never ever.
5) Luck
যেই পরীক্ষায় আপনাকে একটি আসনের জন্য কম করে হলেও ৩০ জনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে সেই পরীক্ষায় ভাগ্য বা LUCK অনেক বড় factor.
আমি অনেক Aspirant কে দেখেছি, হয়তোবা তারা ম্যাথ বা ইংরেজিতে আমার চেয়ে কন অংশে কম না কিংবা আমার চেও ভালো, কিন্তু তারা পারেনি আমি পেরেছি। অনেককে দেখেছি যারা ৩/৪ বার ভাইভা দিয়েও টিকতে পারেননি।
বলাই বাহুল্য যে এই luck জিনিসটা আমাদের হাতে নেই। তারপরও উচু মাত্রার প্রতিযোগিতামূলক পরীক্ষায় luck এর প্রভাব অনস্বীকার্য।
এ ক্ষেত্রে আমি এটুকুই বলতে পারি, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন।
Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।
সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে ।
আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল ক্রাশ ব্যাচে ভর্তি হতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন ।
আইবিএ এমবিএ 60 Intake এর Early স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
IBA BBA স্পেশাল মডেল টেস্টে অংশ নেয়ার জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
0 Comments
Leave a comment