স্টুডেন্টদের সুবিধার জন্য Capstone Education এর সন্মানিত শিক্ষকমণ্ডলী এবং আইবিএর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রস্তুতিগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্ । আজ ছাপা হচ্ছে আইবিএর ৫৬ ইনটেকের ছাত্র এবং Capstone Education এর ম্যাথ ইন্সট্রাক্টর প্রীতম দাসের প্রস্তুতিমূলক নির্দেশনা ।
—————–
* প্রথমেই মেনে নিন আপনি অ্যাডমিশন টেস্টে কখনো শতভাগ সঠিক উত্তর দিতে পারবেন না আর তার প্রয়োজন ও নেই
* নিজের Strength আর Weakness গুলোকে চিন্হিত করে ফেলুন। ধরুন আপনি English এ দুর্বল তো আপনার টার্গেট হওয়া উচিৎ পরীক্ষায় কোনরকমে কাট অফ মার্ক নিশ্চিত করা। তবে Weakness এর উপরে Concentrate করতে যেয়ে যেন আপনার শক্তির জায়গাটা যেন দুর্বল না হয়ে যায়।
* Regularity মেইন্টেইন করুন। আপনি প্রতিদিন কত ঘন্টা পড়বেন সেটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করে। তবে নিয়মিত চর্চা না করলে আপনি কখনো কাঙ্খিত সাফল্য পাবেন না।
* মূল লক্ষ্য কে মাথায় রেখে ছোট ছোট টার্গেট সেট করুন আর তা অর্জনের জন্য শতভাগ ঢেলে দিন।
প্রিপারেশনের জন্য যে যে বই ফলো করেছি (ক্রমানুসারে) –
ম্যাথ:
1. Barron’s SAT
2. Official GMAT
3. Nova’s GRE Math Bible
4. Previous year’s questions of IBA, BIBM, Bank etc
ইংলিশ:
1. Cliffs TOEFL
2. Barron’s SAT
3. Official GMAT
4. GRE Big Book
5. Wordsmart 1 & 2 (for vocab)
6. Previous year’s questions
অ্যানালিটিকাল:
1. GRE Big Book (puzzle)
2. Official GMAT (Critical Reasoning & Data Sufficiency)
মূলত Official GMAT আর GRE Big Book এর ২৭ টি টেস্ট আমাকে সব থেকে বেশি হেল্প করেছে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে।
আমি সব মিলিয়ে প্রিপারেশনের জন্য ১০০ দিনের ও কম সময় পেয়েছিলাম। গড়ে প্রতিদিন ৭ ঘন্টা করে পড়তাম। যেহেতু এটাই ছিল আমার ফার্স্টটাইম তাই খুব বেশি প্রেশার নিই নি। শুধু ডিটারমাইন্ড ছিলাম যে পরীক্ষায় নিজের সর্বোচ্চ টা দেব।
পরীক্ষায় আমি ম্যাথ ১৯, ইংলিশ ২৩, অ্যানালিটিকাল ১৫ টা উত্তর করেছিলাম। ম্যাথ নিয়ে পরীক্ষার পর অনেক ভয়ে ছিলাম যদিও পরীক্ষার আগে এটাই ছিল আমার ভরসা ।
সর্বশেষ লক্ষ্যে স্থির থেকে যুদ্ধে ঝাপিয়ে পড়ুন। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয় এটা মেনে নিন। আগামি কয়েক মাস আড্ডা, ঘোরাফেরা, ঘুম স্যাক্রিফাইস করে কঠিন পরিশ্রম করুন। সাফল্য আপনাকে ধরা দিতে বাধ্য ।
0 Comments
Leave a comment