প্রথমেই সবাইকে শুভকামনা ১৬ তারিখের পরিক্ষার জন্য । আমি আমার বাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ শেয়ার করছি ।
১. এই মূল্যবান সময়ে নতুন কিছু না শেখাই ভাল।
২. Time management skill ভাল করার চেষ্টা করেন। প্রতি ব্যাচ এ অনেক মেধাবি শিক্ষার্থীই কাঙ্ক্ষিত আইবিএ এর বাধা পার করতে পারে না শুধু এই skill এর অভাবে ।
৩. একটি বিশেষ সেগমেন্ট এ ৮০% থেকে ১০০% টার্গেট করার চেয়ে সব গুলা সেগমেন্ট এ আগে ৬০% নিশ্চিত করার টার্গেট করুন।
৪. মানসিকভাবে তৈরি থাকবেন অনাকাঙ্খিত প্রশ্ন মোকাবেলা করার জন্য। প্রশ্ন কঠিন হলে পরিক্ষা হল এ ঘাবড়ানোর কিছু নেই কারন সেটা সবার জন্যই কঠিন হবে।
৬. পরিক্ষার আগে লম্বা একটা ভালো ঘুম নিতান্তই জরুরি।
৭. আইবিএ তে ভর্তি হতেই হবে এমন Attitude নিয়ে ভুলেও পরিক্ষার হল এ যাবেন না। বিশ্বাস করেন এটা শুধু আপনার টেনশন এ বাড়াবে।
৮. একটা ২ ঘণ্টার এক্সাম আপনার সঠিক যোগ্যতা যাচাই করার জন্য পর্যাপ্ত না। তাই এক্সাম কেমন হতে পারে, আপনার ভাগ্য সহায়ক হবে কি হবে না এসব নিয়ে ভাবা যাবে না।
শুধু মাথায় রাখবেন এই ২ ঘণ্টা শুধুই আপনার, নিজের সেরা টা দিয়ে আসেন। Chance হবে কি হবে না সেটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে নির্ভার থাকুন।
আইবিএ পরীক্ষা দেয়ার সাহস সবার হয় না,(আমি ৫৩ তম ব্যাচ এ পরীক্ষা দেই নি শুধু সাহস ছিল না অথবা নিজেকে আইবিএ এর জন্য পর্যাপ্ত যোগ্য মনে করিনি বলে) পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা আপনাদের যোগ্যতার প্রমান দিয়েছেন। তাই আমার মতে আপনারা সবাই জয়ী 🙂
Shezan Rahman
IBA MBA 54th Batch
0 Comments
Leave a comment