আমি আইবিএতে প্রথম ট্রাই করি ৫৯ ইনটেকে, সেবার হয় নাই । তখন প্রায় ১ মাসের একটা ভালো প্রিপারেশন ছিলো,কিন্তু আমারে রাইটিং পার্টটা খারাপ হয়েছিলো ঐবার।
প্রচুর কাটাকাটি হয়েছিলো,আর অগোছালো ছিলো রাইটিং টা। নাইলে বাদ বাকি এম সি কিউ ভালোই হয়েছিলো মোটামুটি ।
৬০-তম ইনটেকে ২ মাসের মত সময় পেয়েছিলাম। ঐটুকুতেই ১তা ভালো প্রস্তুতি নিয়েছিলাম।
আমার মতে ইংলিশ এর ভালো রিডিং হ্যাবিট থাকলে ২ মাস মোর দ্যান এনাফ ।
আর এখন আইবিএর জন্য মোটামুটি ৩-৪ থেকে মাসের মত সময় আছে। সো একটু গুছায় স্মার্টলি প্রস্তুতি নিলে এটা মোর ড্যাং গুড এনাফ।
এইটা আমার একন্তই নিজের প্রিপারেশন নিয়ে লিখছি।
আপনার এভাবে পড়তে হবে কোন কথা নাই কিন্তু। দরকার হয় নিজের কমফোর্ট জোন খুজে নিয়ে সেভাবেই প্রিপারেশন নিন ।
আরেকটা বিষয়,
আইবিএর প্রস্তুতি আমার সকল ধরনের সরকারি চাকরির ম্যাথ এবং ইংরেজি সেকশনের প্রস্তুতি খুব ভালোভাবে কভার করে দিয়েছিল। যেকোন জব এক্সামের আগে আমার অন্তত ম্যাথ আর ইংলিশ নিয়ে তেমন কোন প্যারা নিতে হয়নি।
বিসিএসেও বেশ ভালো একটা হেল্প পেয়েছিলাম।
সো আপনাদের যাদের সরকারি চাকরির ইচ্ছা আছে, এই প্ল্যানটা তাদেরও বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ।
এবার আসি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম……………
ইংলিশ –
রিডিং এর কোন অল্টারনেট নাই —
Economist , NY times, Guardian, Dialy start এগুলা থেকে রেগুলার রিডিং পড়েন ।
আর পড়ার সময় বড় বড় সেন্টেন্স গুলা এনালাইসিস করে পড়েন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ এগুলা ধরার ট্রাই করেন ,অনেক কাজে দিবে ।
Barrons 333 -লাগবেই – নিচে ফাইল গুলা দিয়ে দিলাম
vocabulider – এই বইটা দেখতে পারেন ভালই ,প্লাস বইয়ের রাইটার এর ভিডিও গুলাও youtube এ পাবেন।
আসলেই ভোকাব খালি মুখস্থ করে কুল কিনারা পাবেন না। আর এইটাই প্রিপারেশন এর একমাত্র লেংথী পার্ট। কিছু স্ট্রেটেজী আমি ফলো করসিলাম যা ভালোই কাজে দিছে। নিচে দিলাম –
https://www.vocabulary.com/ — এইটা বেস্ট।
এইখানে যে কোন ওয়ার্ড এর খুব ডিটেইলস দেয়া থাকে ,প্লাস ঐ ওয়ার্ড গুলা আসলেই কি বোঝায় এবং ভালো ভালো নিউসপেপার গুলাতে কিভাবে ইউস হয় ঐটাও দেয়া থাকে ।
সময় নিয়ে প্রতি ওয়ার্ড পড়বেন এবং বিভিন্ন আর্টিকেল এ কিভাবে ইউছ হচ্ছে দেখে নিবেন। এতে করে আপনার রিডিং হ্যাবিটও অনেক ডেভেলপড হবে ।
এইখানে লিস্ট ও বানানো যায় নিজের মতো করে ,যা থেকে পরে রিভাইছ করতে পারবনে।
এছাড়া নিচের ওয়েবসাট গুলো ও দেখতে পারেন –
https://www.wordnik.com/
https://www.etymonline.com/
https://mnemonicdictionary.com/ – (এই ওয়েবসাইট টা বেশ হেল্পফুল)
এইবার একটা ভিন্ন বিষয় নিয়ে বলি ,যা থেকে প্রতিবার ৩/৪ টা প্রশ্ন আসেই এবং যা নিয়ে অনেক কনফিউসড হতাম আমি ।
homonym/homophone/homograph
এইটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ,যাদের বলা হয় notoriously confusing words . নিচে কিছু লিঙ্ক দিলাম যা থেকে মোটামুটি টপিক টা ক্লিয়ার হয়ে যাবে।
https://www.vocabulary.com/articles/chooseyourwords/ — এইটা অবশ্যই দেখা লাগবে
https://blog.oxforddictionaries.com/2015/10/08/31-commonly-confused-words/
https://www.grammarly.com/blog/commonly-confused-words/
http://www.gingersoftware.com/english-online/spelling-book/confusing-words
এমন আরো অনেক সাইট আছে। এগুলা অবশ্যই অবশ্যই দেখে যাবেন ।
আমার নিজের একটা নোট আছে হাতে বানানো ,সম্ভব হলে আপলোড দিবো।
গ্রামার নিয়ে সব আগের কথাই –
** গ্রামারে প্র্যাকটিস এর উপর কিছু নাই। তবে কি কি ভুল করছেন মার্ক করে রাখুন,কারন ঐ একই ভুল আপনি আবার করবেন ।
– Cliffs TOEFL — ৬ টা প্র্যাকটিস টেস্ট আর ৫/৬ টা মিনি টেস্ট
-Barron’s SAT PDF (link given below ) – ৬ টা মডেল টেস্ট থেকে error finding, sentence correction, text completion
-Official Gmat -14 edition – sentence correction, চাইলে reading comprehension ও করতে পারেন
-Grammar focus pdf ( link given below ) – এইটা অবশ্যই দেখবেন,এর পর SAT এর প্র্যাকটিস টেস্ট গুলো করবেন
কিছু প্র্যাকটিস ওয়েবসাইট
http://www.cracksat.net/sat/old-sat-practice-tests.html
https://www.majortests.com/sat/
http://www.lofoya.com/Verbal-Test-Questions-and-Answers/Sentence-Completion/intro
http://www.lofoya.com/Verbal-Test-Questions-and-Answers/Sentence-Correction/intro
গ্রামার ভাই প্র্যাকটিস উপর কিছু নাই, সময় নিয়ে করেন আর ভুল গুলো মনে রাখেন ।
ম্যাথ —
IBA এর ম্যাথ গুলো সহজ শুধু টাইম কনজিউমিং। ক্যাল্কুলেশন দ্রুত করতে পারলে ২৩/২৪ টা ম্যাথ এমনিতেই পারবেন । প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো খুব ভালো করে করেন আর কিছু সাইট এর লিঙ্ক দিলাম ঐ গুলা থেকে করেন। এই সাইট গুলা থেকে হুবুহু ম্যাথ তুলে দেয়
-Math Q bank –
-previous year questions –
https://www.examveda.com/mcq-question-on-arithmetic-ability/
http://www.sawaal.com/aptitude-reasoning/quantitative-aptitude-arithmetic-ability-questions-and-answers.html
এনালাইটিক্যাল –
GRE bigbook – 27 model tests
200 puzzle pdf
Drive link –
https://drive.google.com/open?id=1xSac8TYKcSkoFe7YXP5mRXuJOwEF01oN
কোচিং করবো কি করবো না ?
আমি Capstone Education-এ ক্লাস করেছিলাম । আমার জন্য এটা হেল্পফুল ছিল । অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পেরেছিলাম ।
আপনি যদি মনে করেন আপনার ১টা ভালো গাইডলাইন দরকার, কারো আন্ডারে থেকে নিজের ভুলগুলো শুধরে নেয়া দরকার তাহলে কোচিং করবেন ।
এছাড়াও ভাইয়ারা আমাকে ছোট-খাট অনেক ভুল ধরায়ও দিয়েছিলেন ।
তবে চান্স পেতে হলে কোচিং করতেই হবে এমনটা ম্যান্ডাটরি না ।
কোচিং না করেও অনেকে চান্স পায় । তবে আপনার জন্য কোচিং লাগবে কি লাগবে এটা নির্ভর করতেছে আপনি নিজে কতটুকু স্মার্টলি প্রিপারেশন নিচ্ছেন ।
সর্বশেষ কিছু কথা –
IBA তে অনেকেই কোয়ালিফাই করে না শুধুমাত্র টাইম ম্যানেজম্যান্ট এর জন্যে। বেশী খাইতে যাইয়েন না ,সব গুলো সেকশন এ কাট মার্ক্স এর ব্যাপার টা মাথায় রাখবেন ।
মক টেস্ট মাস্ট । টেস্ট গুলো দেয়ার সময় প্রতিদিন কি কি ভুল করছেন মার্ক করে রাখুন যা খুব ইম্পরটেন্ট ।সিরিয়াসলী মক গুলা দেন আর রাইটিং পার্টটা সিরিয়াসলী দিয়েন ।
রাইটিং এ সাবজেক্ট – ভার্ভ মাথায় রাখবেন,বড় সেন্টেন্স দরকার নাই , কাটাকাটি ছাড়া সহজ শব্দে প্রতিদিন প্র্যাকটিস করেন ।
আগের বছরের রাইটিং টপিক গুলা দেখে দেখে প্র্যাকটিস করেন । গ্রুপে রাইটিং নিয়ে অন্যদের টিপস গুলা দেখতে পারেন ।
এইটা সম্পূর্ন আমার প্রিপারেশন নিয়ে লিখেলাম । ওয়েবসাইটে আরও অনেক স্টাডি ম্যাটেরিয়াল আছে,পড়াতে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ।
এছড়াও Capstone Education এর YouTube Channel-এ অনেক সাজেশন পাবেন ইনআল্লাহ্
আর অবশ্যই প্রে টু অলমাইটি আল্লাহ্ ( ভাগ্যের মাইর বড় মাইর )
আমার জন্যে দোয়া করবেন( বেশী বেশী )
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬৫ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৬ জনের মত।
গত ১০ ইনটেকে কোইয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা ৩২০ এর অধিক।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
এছাড়া এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংক, NSI, বেপজা, পূবালী ব্যাংক, বাখারাবাদ গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১১০০+ পদের সার্কুলার আছে।
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ১,০০০+ পদের বেশী সার্কুলার এই মুহুর্তে চলমান আছে।
এছাড়া আইবিএর এডমিশন টেস্টেরও আর খুব বেশী বাকী নেই।
যারা এসকল জব এক্সামগুলোতে বসতে চান এবং সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আইবিএ এডমিশন টেস্ট স্ট্যান্ডার্ডের প্রস্তুতি নেয়া শুরু করুন।
কারন, বর্তমানে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের ৯ম এবং ১০ম গ্রেডের জব এক্সামগুলো আইবিএ পরিচালনা করে থাকে। এগুলোর মধ্যে আছে পেট্রোবাংলা, গ্যাস ফিল্ডস, এনএসআই, দুদক, বেজা, বেপজা, বিসিক সহ প্রায় সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো।
এছাড়া দেশের অধিকাংশ প্রাইভেট ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ট্রেইনী, প্রবেশনারী অফিসার বা অফিসার লেভেলের এক্সামগুলো আইবিএ-ই পরিচালনা করে থাকে।
আর এই এক্সামগুলোতে ভালো করতে হলে অবশ্যই আইবিএ স্ট্যান্ডার্ডের প্রস্তুতি গ্রহণ করা উচিত।
আর এ লক্ষ্যে দেশে আমরা সম্পুর্ণ ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্স। এই কোর্সটির লেকচার কনটেন্ট সমসাময়িক জব এক্সামগুলোর প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী নতুন করে সাজানো । ফলে এ কোর্স থেকে শিক্ষার্থীরা জব এক্সামগুলোর জন্য একটি আদর্শ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
এই কোর্সে আপনাদের জন্য থাকছেঃ
📌লাইফ-টাইম স্টুডেন্টশীপ
📌ফ্রি কোর্স বুকস
📌স্টাডিরুম ফ্যাসিলিটি
📌ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস
📌সেরা ইন্সট্রাক্টর
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
যেকোন দরকারে কল করুন 016 3031 3031
Recent Comments