আইবিএর প্রিপারেশন নেয়ার সময় আমি যখন মডেল টেস্ট দিচ্ছিলাম, তখন পরিচিত আইবিএর কিছু বড় ভাইদের সাথে মাঝে মধ্যেই প্রিপারেশন নিয়ে কথা বলতাম, আড্ডা দিতাম ।
এক বড় ভাইয়ের সাথে (তিনি তখন এক নামকরা কোচিংয়ের কোর্স কো-অরডিনেটর ছিলেন) আইবিএর সাক্সেস রেট নিয়ে কথা হয়েছিল ।
তাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনাদের সাক্সেস রেট কত ? ২০-২৫ % ?
উনি উত্তর দিয়েছিলেন, মাথা খারাপ !
আইবিএর মত এক্সামগুলোতে ৫% সাক্সেস রেটই অনেক !
Capstone Education বয়স প্রায় ৪ বছর পার হতে চলল ।
আল্লাহ্র অশেষ রহমতে বিভিন্ন ইনটেকে আমাদের সাক্সেস রেট ৫% থেকে শুরু করে ২০% পর্যন্ত রিচ করেছে । আলহামদুলিল্লাহ্ !
অনেক ভর্তি প্রত্যাশী আমাদের কাছে প্রশ্ন রাখেন যে, আপনাদের স্পেশালিটি কি ?
আইবিএর অনেক এক্স বড় ভাইরা, যারা আমাদের প্রস্তুতির সময় আমাদেরকে সাহায্য করেছেন তারা অনেক সময় মজা করে আবার অনেক সময় গর্ব করেই বলেন যে, আমাদের ছাত্ররা আমাদেরকেই ছাড়িয়ে যাচ্ছে !
আমরা কি অনেক ভালো পড়াই ? অনেক স্পেশাল কিছু আলাদাভাবে পড়াই ?
ওয়েল, ফ্র্যাঙ্কলী বলতে গেলে কিছু জিনিসের ভিন্নতা বা স্পেশালিটি তো থাকবেই তবে সেটা অনেক আহামরি লেভেলের ডিফারেন্ট না ।
কারণ সিলেবাস, কোর্স ম্যাটেরিয়াল ৬০-৬৫% সেইম ।
তাহলে পার্থক্যটা কোথায় ?
আমরা Capstone চালাই কারন আমাদের ভালো কিছু করতে ভালো লাগে ।
আইবিএর বিভিন্ন ব্যাচের কোয়ালিফাইড প্রায় ১৫-২০ জন ইন্সট্রাক্টর আমাদের এখানে ক্লাস নিলেও একাডেমিক এফেয়ার্স, লেকচার সাজানো থেকে শুরু করে মূল ব্যাপারগুলো এখনও আমরা ডিরেক্টররাই দেখি ।
১টা স্টুডেন্টকে যতভাবে সাহায্য করা যায়, আমরা তা করার চেষ্টা করি ।
আমাদের সার্ভিসগুলো এমনভাবে সাজানো হয়েছে, একজন শিক্ষার্থী প্রায় 24/7 আমাদের হেল্প দেশের যেকোন জায়গা থেকে পেতে পারবে ।
এত কিছুর পরও মাত্র ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত সাফল্যের দিকে যেতে পারছে । ৮০ জন সে জায়গায় যেতে পারছে না ।
আমাদের লক্ষ্য থাকে এই ৮০ জনকে সাহায্য করা ।
ক্লাসের শুরুর দিন থেকে আমরা সবার মাথায় এটা দেয়ার চেষ্টা করি যে, এখানে কোচিং এর মূল উদ্দেশ্য যেন নিজেকে নিজে ডেভেলোপ করা হয় ।
কোথাও চান্স পাওয়া বা কাউকে দেখায় দেয়া টাইপের কোন ব্যাপার যেন না থাকে ।
আইবিএতে চান্স সবাই পাবে না । ইউনিলিভারের বা জিপির চাকরী হয়ত সবাই পাবে না ।
বাট আপনি যদি এক্সিলেন্স অর্জন করতে পারেন , নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন তাহলে ভালো কিছু অর্জন করা জাস্ট সময়ের ব্যাপার ।
এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের আইবিএর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তির জন্য প্রতি বছর ১ টা ভালো হাইপ তৈরী হয় ।
অনেকেই এই আশায় ভর্তি হোন যে, এখান থেকে ক্লাস করলে বুঝি আইবিএ বা ভালো ১টা জব নিশ্চিত হয়ে যাবে ।
বা আপনার ১৬ বছরের গ্রামারের দুর্বলতা কেটে যাবে বা ম্যাথসে একবারে বস হয়ে যাবেন । অথবা একবারে প্রফেশনালদের মত লিখতে শুরু করবেন ।
ভাই এত সহজ না সব কিছু ।
১৬ বছরের গ্রামারের উইকনেস ৬টা ক্লাসে কাভার করে দেয়া, ২০ বছরের রাইটিং এর উইকনেস ২ ক্লাসে শলভ করে দেয়ার গ্যারান্টি ধোঁকাবাজি ছাড়া কিছুই না ।
আমরা আপনাকে রাস্তা দেখাবো, যতভাবে সাপোর্ট দেয়া যায় দিবো বাট আপনার উন্নতি তখনই হবে যখন সে রাস্তায় চলার জন্য অসম্ভব রকমের পরিশ্রম করবেন ।
প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চিন্তায় ও চেষ্টায় ব্যাস্ত থাকবেন । নিজেকে ১টা পর্যায়ে নিয়ে যাবার আগ পর্যন্ত ফোকাস ধরে রাখবেন এবং হাল ছাড়বেন না ।
মনে রাখতে হবে ১টা সিস্টেমেটিক প্রসেসকে দীর্ঘ সময় ধরে অধ্যবসায়ের সাথে ভালোভাবে অনুসরণ করলেই কেবল কাঙ্ক্ষিত উন্নতি আসবে ।
ইনশাআল্লাহ্ Capstone সেই সিস্টেম, সেই প্ল্যাটফর্ম তৈরী করেছে ।
বাট এখান উন্নতি তখনই সম্ভব যখন এই সিস্টেম অনুসরণ করার জন্য নিরলস চেষ্টা আপনি চালিয়ে যাবেন ।
ইংরেজীতে ১টা প্রবাদ আছে, কঠোর পরিশ্রম ট্যালেন্টকে ১০ বারের মধ্যে ৮ বারই হারিয়ে দেয় ।
আমাদের ৪ বছরের অভিজ্ঞতায় অনেক দুর্বল ব্যাক গ্রাউন্ডের ছেলে-মেয়েদের আইবিএ সহ ভালো ভালো জায়গায় চান্স পেতে দেখেছি ।
আবার খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের ছেলে-মেয়েদের এখনও স্ট্রাগল করে যেতে দেখছি জাস্ট সিনসিয়ারিটি ও পরিশ্রমের তারতম্যের কারণে ।
আপনি কোন পক্ষ নিচ্ছেন সে সিদ্ধান্ত আপনার !
হ্যাপি প্রিপেয়ারিং !
0 Comments
Leave a comment