ইন্টারের সময় ম্যাক্সিমামের ম্যাচুরিটি লেভেল কম থাকে । অনেকে বুঝে উঠতে পারে না কি করবে । ধরেন কেউ ঢাবি টার্গেট করে প্রিপারেশন নেয়া শুরু করলো এবং কোন কারনে সেটায় চান্স পেলো না । ৭০% ক্ষেত্রে এরপর আর কেউ লেখাপরায় মন বসাতে পারে না এবং নিজের পছন্দের জায়গায়ও এডমিশন নিতে পারে না ।
সে সময় যে কাধে হাত রেখে কিছু সাত্ননাসুচক কথা যেমনঃ কোন সমস্যা নাই, ভার্সিটি কোন ম্যাটার না, যে জায়গায় আসো সেটা ভালমত শেষ করো এবং নিজের স্কিল বাড়াতে থাকো, দেখবা ৪ বছর পর ঢাবিতে চান্স পাওয়া তোমার বন্ধুর সাথে তোমার খুব ১টা ডিফারেন্স নাই, এমন লোক পাওয়া যায় না ।
ফলে ভার্সিটি লাইফের চার বছর অনেকর জন্য জাহান্নাম হয়ে যায় । প্রতি মুহূর্তে সে ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে, তার উপর চারপাশের মানুষের খোচাতো আছেই । কনফিডেন্স লেভেল অনেক নিচে নেমে যায় ।
এ জন্য ভার্সিটি পাশ করার পর অনেকে ঘুরে দারাতে চায় । তবে খুব কম মানুষই সেটা পারে । এর কারন আপনি ১০০টা দিতে পারেন তবে আলটিমেটলি দোষটা নিজের । কারন এটা আপনার লাইফ । আপনার সাক্সেস-ফেইলুরের জন্য আপনি দায়ী, অন্য কেউ না ।
তাই এ সময় আসলে কোন এক্সকিউজ চলে না । আপনি এখন আর বাচ্চা না । চোখ-কান খোলা রাখতে না পারলে, নিজের ইচ্ছা-ইমোশনকে কন্ট্রোল করে ক্যারিয়ারে ফোকাস করতে না পারলে সারা জীবন ঐ তিন নাম্বার হাতটাই দেখায় যেতে হবে ।
আপনি কেমনে ভুলে যান, যে অনেকে আপনাকে গুড ফর নাথিং বলছে, আপনি কিভাবে ভুলে যান ইন্টারে আপনার সাথেই লেখাপড়া করে, এক কাপড়ে সারাজীবন ক্লাস করে আজকে দামি গাড়ি হাকায় বেড়াচ্ছে, আপনি কেমনে ভুলে যান আপনার বাবা-মা আপনার পরিচয় দিতে গিয়ে লজ্জা পায় ?
এটা আপনার ওর্থ প্রুফ করার লাস্ট চান্স, কাউকে দেখানোর জন্য না, নিজেকে ফিরে পাবার এই সুবর্ন সুযোগ আপনি আর পাবেন না, এরপরও কি আপনাকে মোটিভেট করা লাগবে ? এরপরও আপনি পড়াশোনায় মন বসাতে পারেন না । যদি না পারেন তাহলে আপনার সম্পর্কে মানুষ যে ধারনাগুলো করসে সেটাই সঠিক ।
অনেকেই টেক্সট করে ভাই এত পড়া ভালো লাগে না, কোন সর্ট-কাট নাই ? বা পড়তে গেলে ধৈর্য রাখতে পারি না । কেউ বা বলে, পড়ায় মন বসে না । তাদের জন্য এই লেখা । স্যরি, সব সময় আদর-সোহাগ টাইপের লেখা আসে না । কখনও কখনও পিছনে বাড়ি মারারও দরকার আছে !
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন
3 Comments
Wasib Saikat June 16, 2016
100% true
Roman Rom June 16, 2016
right u r
Shwapnobaaz Rawchy June 16, 2016
ffeling bari!
Leave a comment