আগামী ৩০ নভেম্বর আইবিএর ৬০ ইনটেকের এক্সাম । আশা করি সবার প্রস্তুতি পুরোদমে চলছে ।
আজকের আর্টিকেলটি মুলত এক্সাম হলে নিজেকে এফিসিয়েন্ট রাখার উপর কিছু ইফেক্টিভ সাজেশন নিয়ে !
১। ইন্সট্রাকশন ভালোভাবে পড়ুন
সালমান বেশ কয়েকবার আইবিএ সহ বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে । তাই সে উত্তরপত্রের ইন্সট্রাকশনগুলো পড়ে দেখার দরকার মনেই করলো না !
সো প্রশ্ন পাবার সাথে সাথেই সে উত্তর দেয়া শুরু করে দিল । ইন্সট্রাকশন আর পড়েও দেখলো না ! অথচ, ইন্সট্রাকশনে ১টা ছোট পরিবর্তন এসেছিল ।
ওএমআর শিট কলম দিয়ে পূরণ করতে বলা হয়েছে । অথচ এর আগে পেন্সিল দিয়ে ভরাট করলেও চলতো !
কিন্তু ইন্সট্রাকশন ম্যানুয়াল ভালোভাবে না পড়াতে সালমানের চোখে এই ব্যাপারটি এড়িয়ে গেল । ফলে সে বরাবরের মত পেন্সিল দিয়েই বৃত্ত ভরাট করে চলে আসলো ।
তাই ইন্সটাকশন ম্যানুয়াল ভালোভাবে পড়ে এক্সাম শুরু করুন । কোন প্রিনোশন নিয়ে এক্সাম হলে যাবেন না । রুলে কিছু চেঞ্জ আসলে কিছু করার আর থাকবে না ।
২। পুরো প্রশ্ন আগে থেকে খুটিয়ে খুঁটিয়ে পড়তে যেয়ে টাইম নষ্ট করবেন না।
সুমাইয়া বেশ কয়েক বছর পর আবার কম্পিটিটিভ এক্সাম দিতে বসলো । তাই সে মনযোগ দিয়ে আগা-গোড়া পুরো প্রশ্ন দশ মিনিট ধরে পড়লো !
এরপর তার পছন্দ মত ১টা সেকশন উত্তর করতে বসলো ! কিছুক্ষন পর এক্সামিনার বললো আর পাঁচ মিনিট সময় আছে । সুমাইয়ার তখন হুঁশ ফিরলো !
এত তাড়াতাড়ি কিভাবে সময় কেটে গেল ? অথচ তার অনেক কিছু উত্তর দেয়ার বাকী ছিল !
ইনভিজিলেটর যখন তার এন্সার স্ক্রিপ্ট নিয়ে যাচ্ছে তখন সে তার টার্গেট এন্সার থেকে বহু দূরে !
অথচ জাস্ট দশ মিনিট সময় বাড়তি পেলে আরো কমপক্ষে ৬-৭টি প্রশ্ন এন্সার করে আসতে পারতো !
মোরাল অফ দ্যা স্টোড়ি ইজঃ
কম্পিটিটিভ এক্সামে প্রতিটি মুহুর্ত মহা মূল্যবান । তাই প্রতিটি সেকেন্ড বাঁচানোর দিকে ফোকাস করা উচিত ! পুরো প্রশ্ন আগে থেকে বসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কিছু নেই । যেটা শলভ করবেন শুধু সেটা দেখলেই হবে !
৩। কোন সেকশন আগে উত্তর দিবেন তা আগে থেকেই ঠিক করে রাখুন
আল-আমীন প্রথমবার আইবিএতে পরীক্ষা দিতে গিয়েছে । কিন্তু প্রশ্ন পেয়ে সে কনফিউসড । কোন পার্ট আগে এন্সার করবে ডিসাইড করতে পারছে না ।
এভাবে ভাবতে ভাবতে প্রায় ৫ মিনিট খেয়ে গেল । এক্সামের শুরুটাই হল নার্ভাসভাবে । যার প্রভাব বাকী সময়ের উপরও পড়লো !
তাই কোন অংশ উত্তর করবেন আগে থেকেই ঠিক করে নিন । বিশেষ করে পরীক্ষার আগে মডেল টেস্টে অংশ নেয়ার সময় এ ব্যাপারটাতে ভালোভাবে এক্সপেরিমেন্ট করুন ।
কোনদিন আগে ম্যাথ দিন, কোনদিন আগে ইংলিশ আর কোনদিন আগে এনালাইটিক্যাল শুরু করুন ।
এতে করে বুঝে যাবেন আপনার শক্তির জায়গা আসলে কোন অংশটা !
সে অনুযায়ী এক্সামে এন্সার করুন ।
৪। সিরিয়ালী উত্তর দিয়ে যেতে হবে এমন কোন কথা নেই
নুসাইবার স্ট্রেংথ হচ্ছে ম্যাথ । প্রায় প্রতিটি মডেল টেস্টে সে ম্যাথে হাইয়েস্ট পেয়েছে । তাই প্রশ্ন পাবার সাথে সাথেই ম্যাথ এন্সার করা শুরু করে দিল !
কিন্তু একি !
ম্যাথগুলো এত লেংথী কেন ?
প্রথম ৭-৮ ম্যাথ করতেই তো ১৫-২০ মিনিট চলে গেল !
বাকীগুলো আর করবে কখন ?
প্রথম ১৫টা ম্যাথ যতক্ষনে নুসাইবা শেষ করেছে, ততক্ষনে প্রায় ৩৫ মিনিট চলে গেছে ! বাধ্য হয়ে নুসাইবা অন্য ১টা সেকশনে চলে গেল ।
অথচ, ১৬-২৫ নাম্বার ম্যাথগুলো খুবই ইজি ছিল ।
এগুলো করতে নুসাইবার ৫-৭ মিনিটের বেশী লাগতো না !
কিন্তু শুরুতেই স্টাক হয়ে যাওয়াতে বাকীগুলো পড়ে দেখার সুযোগই সে পেল না !
আইবিএতে এরকম প্রায়ই হয় । এক সিরিয়ালী টানা কয়েকটা ম্যাথ অনেক কঠিন বা লেংথী থাকে ।
এন্সারগুলোও অনেক বেশী কনফিঊসিং থাকে ! তাই না পারলে পটাপট স্কিপ করে যেতে হবে !
৫। ১টা ১টা করে বৃত্ত ভরাট না করে সবগুলো বৃত্ত একসাথে ভরাট করুন
আবীর আগেরবার অল্পের জন্য ধরা খেয়েছে । তার মতে টাইম ম্যানেজমেন্ট প্রপারলী করতে না পারাতে সে ধরা খেয়েছে ।
এবার Capstone Education এ ক্লাসে ও মক টেস্ট দেয়ার সময় ভাইয়ারা বলে দিয়েছে ১টা ১টা করে বৃত্ত ভরাটা না করে সেকশন ওয়াইজ একবারে বৃত্ত ভরাট করুন ।
এর ফল আবীর হাতেনাতে পেল ! দেখা গেল যে তার ৭-৮ মিনিট সময় বেঁচে গিয়েছে । খুব ভালোমত রিল্যাক্সডভাবে সে সবগুলো এন্সার করে আসলো ।
আপনারাও এই ট্যাকটিস এপ্লাই করে দেখতে পারেন ।
তবে খুব খেয়াল রাখতে হবে । এভাবে কিন্তু উল্টা-পাল্টা ভরাট করে ফেলার ১টা রিস্ক থেকে যায় ।
তাই মক টেস্টের সময় এই ব্যাপারটা ভালোভাবে প্র্যাকটিস করে নিন !
৬। মডেল টেস্টকে মূল পরীক্ষার মর্যাদা দিন
কিশোর আর তার কয়েক বন্ধু এক সাথে Capstone Education এ ভর্তি হয়েছিল । মক টেস্টের সময় শুধুমাত্র কিশোর খুব সিরিয়াসলি প্রতিটা মকে এটেন্ড করেছিল ।
পুরো ২ ঘণ্টা ধৈর্য্য বসে সে টেস্টগুলো দিয়েছে । অথচ তার বন্ধুরা কেউ ১ ঘণ্টার মধ্যে, কেউবা দেড় ঘণ্টার মধ্যে এক্সাম দিয়ে বের হয়ে যেত !
ফলে কিশোরা বাদে ওর প্রায় সব বন্ধুই আন্ডার প্রিপেয়ারড অবস্থায় এক্সাম দিতে গেল !
এর ফলে বন্ধুদের অনেকেরই এক্সাম হলে নার্ভাস ব্রেক ডাউন হয়েছিল ।
কিত্নু একমাত্র কিশোরই ধৈর্য্য ধরে পুরো এক্সাম শেষ করে আসতে পারলো !
৭। সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুন
ফাতেমা ইংলিশে প্রচন্ড ভালো । সে আগের বছরের প্রশ্ন ধরে প্রায় সবগুলোই টপিকই খুব ভালোভাবে দেখে এসেছে । কিন্তু এনালজি সে ভালোভাবে দেখেনি ।
কারন এনালজি লাস্ট কয়েকটা ইনটেক ধরে আর আইবিএতে আসছে না ।
কিন্তু এক্সামের দিন প্রশ্ন হাতে পেয়েই চক্ষু ছানাবড়া হয়ে গেল !
একী !
প্রথম ৫টা প্রশ্নই তো এনালজি থেকে চলে এসেছে !
তা অবশ্যই অবশ্যই সারপ্রাইজের জন্য রেডি থাকুন !
আপনার এক্সপেকটেশনের বাইরে অনেক কিছুই এক্সামে হতে পারে !
আশা করি উপরের টিপসগুলো আপানাদের ভালো লেগেছে । ইনশা-আল্লাহ আরো সাজেশন নিয়ে আমরা দ্রুতই আরো কিছু আর্টিকেল পাবলিশ করবো 🙂
আইবিএর ৬২ ইনটেকের জন্যও Capstone এর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি শুরু হয়ে গিয়েছে । ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য Capstone দেয় লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হলে পরবর্তীতে ফ্রি ক্লাস করা যাবে ।
এছাড়াও ব্যাসিককে আরো ভালো করার জন্য দেয়া হচ্ছে ফ্রি-ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ।
এই স্পেশাল ব্যাচগুলো থেকেই কিন্তু আইবিএতে কত ৬ ইনটেক ধরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং বর্তমানে প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থী আজ আইবিএতে পড়ছে ।
এই ব্যাচগুলোতে ৩০ নভেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
যারা সুইডেনে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
পান্থপথ ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/R44t5cycMRvG8sLZ2
মৌচাক ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/JH0zwXmBIda6VVKq1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
Recent Comments