বিআইবিএম দেশের শীর্ষ ব্যাকিং ইন্সটিটিউশন । ব্যাকিং সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ১টি আদর্শ জায়গা হচ্ছে বিআইবিএম । এখানে বছরে দুইবার ভর্তি নেয়া হচ্ছে । এই আর্টিকেলে বিআইবিএম সম্পর্কে যাবতীয় তথ্য দেয়ার চেষ্টা করা হয়েছে ।
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন
১। প্রশ্নের ধরন কেমন ?
::: MCQ + Written assessment+VIVA
২। Exam Duration কত ?
::: MCQ( 1.5 hr), Written Assessment(1hr)
৩। Mark Distribution কিভাবে ?
::: English Proficiency(40), Mathematics & Analytical Ability (50), General Knowledge & Current Financial, National & International Affairs: (10)
৪। কি কি টপিকের উপর প্রশ্ন আসে ?
::: English:
Antonym, Synonym, Analogy, Substituting In a Single Word, Sentence Correction, sentence Completion, Comprehension etc.
Mathematics & Analytical Ability:
Arithmetic, Algebra, Geometry, Tables , Graphs ,Critical Reasoning , Data sufficiency etc.
Written Assessment:
1. Essay————————————————— 25
2. Answering from a Large Reading Comprehension—- 7.5
3. Precise/Argument writing ——————————–10
4. Translation Into English——–7.5
৫। MBM course duration কত ?
:::: ২ বছর ।
৬। Total credit hour কত?
::: 66 (60 course, 3 credit for viva-voce, 3 credit for internship)
৭। ক্লাস টাইমিং কখন ?
:::Timing :
1. Day: 10 am to 1:30pm
2. Evening : After 6 pm
৮। খরচ ?
::: আনুমানিক ২.৫ লক্ষ টাকা ।
৯। BIBM এ পরীক্ষা দিতে কি Job Experience লাগে ?
:: নাহ । দরকার নেই ।
১০। BIBM থেকে পাশ করে কোন সেক্টরে চাকরী পাওয়া যাবে ?
:: BIBM ব্যাংক ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউট গুলোর জন্য খুব মানানসই । অনেকে এখানে পড়তে থাকা অবস্থাতেও বিভিন্ন ব্যাংকে অফার পেয়ে যান ।
১১। কারা এখানে পরীক্ষা দিতে পারবেন ?
:: পাবলিক, প্রাইভেট বা ন্যাশনালের যে কেউ পরীক্ষা দিতে পারবেন ।
১২। BIBM এ পরীক্ষা দেয়ার মিনিমাম যোগ্যতা কি ?
:: minimum ১৬ বছরের স্কুলিং হতে হবে । অর্থাৎ, যে কোন পাবলিক, প্রাইভেট বা ন্যাশনাল ভার্সিটি থেকে ন্যূনতম অনার্স বা ৪ বছরের কোর্স পাশ করতে হবে । SSC, HSC & HONS এ কমপক্ষে একটি প্রথম শ্রেণী থাকতে হবে । অনার্সে দ্বিতীয় শ্রেণী বা CGPA 2.75 পেতে হবে ।
১৩। পরীক্ষা বছরে কয় বার এবং কখন হয় ?
:: ২ বার: মে এবং নভেম্বর । মে-তে পার্ট টাইম এবং নভেম্বরে ফুল টাইম ।
১৪। appeared certificate দিয়ে কি পরীক্ষা দেয়া যায় ?
:: BIBM এর ভায়বাতে কোন সার্টিফিকেট দেখাতে হয় না . শুধু অ্যাডমিট কার্ড দেখালেই চলে.
0 Comments
Leave a comment