লেখাপড়ার ফোকাস কেন ধরে রাখতে পারছি না ?
১টা প্রশ্নের উত্তর দিন তো, কোন পেশার মানুষ সবচেয়ে বেশী ফোকাসড থাকে ? উত্তর হচ্ছে সামরিক বাহিনীর লোকজন ।
কারন ? তাদের চারপাশে ১টা প্রপার এনভায়রণমেন্ট আছে ।
তাদের সব কিছু এমনভাবে সেটা করা যে, তাদের আনফোকাসড হবার কোন সুযোগই নেই !
সো ১টা লক্ষ্য অর্জনে চারপাশে প্রোপার পরিবেশ তৈরী করা খুব জরুরী । আপনি কাদের সাথে মিশছেন, কতটুক সময় নেটে ব্যায় করছেন বা টিভি দেখছেন এসব অনেক বেশী ম্যাটার করে ।
আরেকটা এক্সাম্পল দেই । আমাদের দেশে ছেলেদের মধ্যে কত পারসেন্ট ফ্যাশন সচেতন ? কতজন জিমে যায় ? কতজন লেটেস্ট মডেলের শার্ট-প্যান্ট পড়ে ? ২০-৩০% এর উপর নাম্বারটা এক্সিড করার কথা না ।
এবার মেয়েদের দিকে তাকান । কত পারসেন্ট মেয়ে সাজ-গোজ, পোশাক-আশাক বা বাহ্যিক লুকের ব্যাপারে কন্সার্ন ? উত্তর ৭০-৮০% বেশী হওয়া উচিত ।
এখন যদি বলি কেন, তাহলে উত্তর হচ্ছে আমরা চারপাশের কালচার-এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত । ছেলেরা ছোটবেলা থেকেই দেখে আসছে ৮০% ছেলে লুক নিয়ে কন্সার্ন্ড না । অন্যদিকে মেয়েরা দেখেছে উল্টাটা । সো…………
এনি ওয়ে, লং স্টোরি শর্ট, আইবিএ / বিসিএস যেটার প্রিপেরেশনই নেন কেন, চারপাশে প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন । যেন প্রতিটি জিনিস আপনাকে আপনার লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং আপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যেতে থাকে ।
সো ফোকাসড থাকলে চাইলে প্রথমেই আপনার জীবনের অপ্রয়োজনীয় খাত গুলো খুঁজে বের করুন এবং সেগুলো নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিন ।
মহানবী(সা) এর খুব সুন্দর ১টা হাদিস আছে । তিনি বলেছেন,
“একজন মুমিন কখনও অন্যের জিনিস নিয়ে মাথা ঘামাবে না । “
অনেকেই তিন-চারটা টার্গেট নিয়ে বসে থাকেন ।
যেমনঃ মাল্টি ন্যাশনালে চাকরীর টার্গেট, পাশাপাশি ব্যাবসার টার্গেট, উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবার টার্গেট আবার দেশেই ভালো জায়গা থেকে মাস্টার্স করার টার্গেট ।
ভাই, আপনি সুপার হিউম্যান না । এত কিছু এক সাথে সম্ভব না । ২-১টা লক্ষ্য এক সাথে নিন । এর বেশী না ।
সেসব ফ্রেন্ড সার্কেলদের সাথে চলুন যারা আপনার মতই কোন কিছু নিয়ে কাজ করছে । ফেসবুকে সেসব গ্রুপেই ঢুঁ মারুন যেখানে আপনার লক্ষ্য রিলেটেড আলোচনা হচ্ছে ।
লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রিলেটিভদের বাসাতেও বেছে বেছে যান ।
সোজা কথা নিজের চারপাশে ১টা বলয় তৈরী করে ফেলুন যেন কিছুতেই আপনি আনফোকাসড না হতে পারেন ।
১টা প্রোপার এনভায়রনমেন্ট তৈরী করা ছাড়া যেভাবেই চেস্টা করেন না কেন, কোন লাভ আল্টিমেটলী হবে না !
হ্যাপি প্রিপেয়ারিং !
আপনি কি আইবিএসহ, JOB, EMBA, BIBM, JU EMBA এর জন্য ১টা প্রোপার এবং সলিড প্রস্তুতি নিতে চাচ্ছেন ?
পাশাপাশি স্পোকেনটাকেও শানিয়ে নিতে চাচ্ছেন ?
তাহলে Capstone Education আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে !
Capstone Education এর স্পেশাল ব্যাচগুলো থেকে শুধুমাত্র ২০১৭ এর ডিসেম্বর ইনটেকেই আইবিএর এমবিএতে রিটেনে কোয়ালিফাই করেছে প্রায় ৩২ জন !
শুধু তাই নয়, Capstone Education গত ৪ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
আইবিএ এমবিএর জুন ২০১৮ এর স্পেশাল ব্যাচে ক্লাস করতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
আর যারা JOB এবং এমবিএ দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য রয়েছে Capstone এর সময়োপযোগী কোর্স MBA + All JOB Solution.
এই ব্যাচগুলোর অন্যতম বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ
একবার ভর্তি হয়ে জব কনফার্ম না হওয়া পর্যন্ত এখানে ক্লাস করা যাবে, কোন ধরণের এডিশনাল ফি দিতে হবে না ।
এছাড়া দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য থাকবে ফ্রি ব্যাসিক ডেভেলোপমেন্ট ক্লাস ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
Recent Comments