আইবিএ এমবিএর সার্কুলার প্রকাশিত হয়েছে, এক্সাম ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ। এই ১ মাসে যেভাবে IBA MBA এর প্রস্তুতি নেয়া যায় টা নিয়েই আজকের আর্টিকেল।
প্রথমত……………
১। আগের বছরের প্রশ্ন শলভের জন্য প্রতিদিন ২ ঘণ্টা করে সময় রাখুন । ভুল হওয়া প্রশ্নগুলো উত্তরসহ আলাদা শিটে টুকে রাখুন । আগের বছরের প্রশ্ন ব্যাংক অর্ডার করতে পারেন এই লিঙ্ক থেকে
২। ক্লিফস টোফেলের গ্রামার পার্ট কমপক্ষে ২ বার শেষ করুন । এরপর সেন্টেন্স কারেকশন আর এরোর ডিটেকশনগুলো ব্যারন’স স্যাট থেকে দেখুন ।
৩। রিডিং কম্প্রিহেনশন আইবিএ বিবিএ এবং এমবিএ আগের বছরের প্রশ্নগুলো শলভ করুন ।
৪। ফিল ইন দ্যা ব্ল্যাঙ্কস আইবিএ বিবিএ, এমবিএর আগের বছরের প্রশ্নগুলো থেকে দেখুন । এরপর ক্লিফস টফেল এবং ব্যারন’স স্যাট শলভ করুন ।
৫। ভোকাবের জন্য ব্যারন’স স্যাটের হাই ফ্রিকোয়েন্সী ৪০০ ওয়ার্ড দেখুন ।
৬। নিয়মিত ইংরেজী নিউজপেপারগুলো পড়ুন । নিউজপেপার থেকে সরাসরি ভোকাব কমন পড়ে যাওয়ার নজির আইবিএতে আছে ।
ম্যাথ
১। সবার আগে আইবিএ বিবিএ, এমবিএ আগের বছরের প্রশ্ন শলভ করুন এবং ভুল হওয়া ম্যাথগুলো আলাদা শিটে টুকে রাখুন ।
২। গত ৭-৮ ইনটেকে যে টপিকের ম্যাথগুলো আসছে সেগুলোর ১টা আলাদা তালিকা তৈরী করুন ।
৩। অফিসিয়াল জিম্যাট এবং ব্যারন’স স্যাটের ম্যাথ পুরোপুরি শেষ করে ফেলুন ।
৪। ডাটা সাফিসিয়েন্সীর জন্য অফিসিয়াল জিম্যাটের ডাটা সাফিসিয়েন্সী চ্যাপ্টার ভালোভাবে শেষ করুন ।
৫। কনসেপ্ট ক্লিয়ার করে আগান । যে টপিকগুলো একবারেই মাথায় ঢুকেছে না, সেগুলো এভোয়েড করুন ।
এনালাইটিক্যাল এবিলিটি
১। পাজলের জন্য জাস্ট জিআরই বিগ বুক অথবা Capstone এর গ্রুপের ফাইল সেকশন থেকে 200 Puzzle Pdf ফাইলটা ভালো ভালোভাবে শেষ করুন ।
২। ক্রিটিক্যাল রিসোনিং এর জন্য বিবিএ এমবিএ আগের বছরের প্রশ্ন ভালোভাবে শেষ করুন ।
রাইটিং
১। আইবিএ বিবিএ, এমবিএ আগের বছরের প্রশ্নগুলো থেকে প্রতিদিন ১টি করে ইনটেক বাছাই করে সে রাইটিং টপিকগুলো লিখুন ।
২। স্পেলিং মিস্টেক আর কমন গ্রামাটিক্যাল মিস্টেক চেক করে সেগুলো ইম্প্রুভ করুন ।
৩। নিয়মিত নিউজ পেপার পড়ে দেশ ও বিশ্বের আলোচিত ঘটনা, টেকনোলোজিগুলো সম্পর্কে আপ-টু-ডেট থাকুন ।
৪। এছাড়াও Capstone এর অফিসিয়াল YouTube চ্যানেলটি দেখতে পারেন ।
https://www.youtube.com/channel/UCVTPaFDFmx4Jl33V1XYxekA
শেষ কথা
১। ১০০% উত্তর দেয়ার চিন্তাও করবেন না ।
২। এই এক মাসে কোন স্টাডি ব্রেক নিবেন না । একটি নির্দিষ্ট রুটিন কঠোরভাবে অনুসরণ করুন ।
৩। মাথা ঠাণ্ডা রাখতে শিখুন ।
৪। সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুন । এমন অনেক প্রশ্ন আসতে পারে যা আসতে পারে বলে আপনি চিন্তাও করেন নি ।
৫। আইবিএতে চান্স পেতেই হবে এরকম ধারনা ঝেরে ফেলে দিন ।
৬। প্রিপারেশনের পুরো সময়টা উপভোগ করুন ।
৭। টাইম ম্যানেজমেন্ট এই সময়টায় ১টা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় । ভালো প্রিপারেশন থাকা সত্বেও টাইম ম্যানেজমেন্টে ভালো না হলে আটকায় যাবেন ।
তাই ১টা প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্টে বারবার মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট ঠিক করুন ।
Capstone-এ মডেল টেস্টের জন্য রেজিস্ট্রেশন চলছে । আপনার পছন্দের টাইম স্লট পেতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন । রেজিস্ট্রেশন লিংক
অফলাইনে ৪টা ব্রাঞ্চে ৩ সময়ে পরীক্ষা দিতে পারবেনঃ সকাল ১০টা থেকে ১২টা, দুপুর ৩টা থেকে ৫টা অথবা সন্ধ্যা ৬:৩০ থেকে ৮:৩০ ।
অনলাইনে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে পরীক্ষা দিতে হবে।
অফলাইন মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করুন
https://www.capstonebd.com/services/iba-mba-special-mock-test/
অনলাইন মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করুন
https://www.capstonebd.com/services/iba-bba-special-mock-test-online/
যেকোন প্রয়োজনে কল করুন 016 3031 3031, 01972 277 866
————————————————————-
২০২৩ সেশনের চাকরীর পরীক্ষা এবং আইবিএ এমবিএর জন্য স্পেশাল ব্যাচে ভর্তি চলছে।
অক্টোবরের ২য়-৪র্থ সপ্তাহের মধ্যে কোর্স শুরু করার প্ল্যান। যারা আগ্রহী তারা দ্রুত আসন কনফার্ম করুন।
👉 কাদের জন্য এই কোর্সটিঃ
✅ যারা IBA, NSI, দুদক, বাংলাদেশ ব্যাংকের প্রিলি-রিটেন-ভাইভার প্রস্তুতি এক কোর্সে সেরে ফেলতে চান ।
✅যারা একটা সন্মানজনক, সৎ জীবিকার স্বপ্ন দেখেন এবং এর জন্য যথাসাধ্য পরিশ্রম করার জন্য প্রস্তুত আছেন ।
✅যারা আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিজের ক্যারিয়ার সেট করে ফেলার প্ল্যান করছেন ।
✅যারা ফোকাসড, ডেডিকেটেড এবং স্মার্ট গাইডলাইন চান ।
👉 Capstone আপনাদের কি অফার করছেঃ
✅ এই ব্যাচের ক্লাসগুলো নিবেন সেরাদের সেরারা । যদি আরেকটু ভেঙ্গে বলি, ক্লাসগুলো নিবেনঃ
🔵 আইবিএ গ্রাজুয়েট
🔵 বিসিএস ক্যাডার
🔵 বাংলাদেশ ব্যাংক এডি/ডিডি
🔵 খ্যাতনামা কর্পোরেটগুলোর ১ম শ্রেনীর কর্মকর্তাগন ।
✅ Capstone টানা ৯ ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে
✅ Capstone থেকে সাম্প্রতিক সময়ে বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকেও কোয়ালিফাই করেছে ।
✅এই কোর্সে থাকছে লাইফটাইম স্টুডেন্টশীপ । ফলে আপনি পরেরবার কোনরকম ফি ছাড়াই কোর্স বিনামূল্যে রিপিট করতে পারবেন ।
✅ থাকছে স্টাডিরুম ফ্যাসিলিটি । ফলে আপনি আমাদের অফিসে বসেই সারাদিন লেখাপড়া করতে পারবেন ।
অফলাইন এবং অনলাইন দু’ জায়গাতেই পুরোদমে ভর্তি চলছে ।
অফলাইনে ক্লাস শিডিউলঃ
পান্থপথ:
👉রবি-মঙ্গল-বৃহস্পতি বিকাল ৪টা-৬টা
মৌচাকঃ
👉শুক্র-শনিবার বিকাল ৩টা-৭টা
মিরপুর:
👉শুক্র-শনিবার সকাল ৯টা-১টা
চট্টগ্রাম:
👉শুক্র-শনিবার সকাল ৯টা-১টা
অনলাইনে ক্লাস শিডিউলঃ
✳️ শনি-সোম-বুধ রাত আটটা থেকে দশটা
যারা ভর্তি হতে চান তারা নিচের লিংক থেকে সরাসরি আসন কনফার্ম করুন ⤵️
(SSLCOMMERZ এর মাধ্যমে সম্পুর্ণ নিরাপদ পেমেন্ট । বিকাশ, রকেট, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন)
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/4wn2u43f
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/4kmhefsz
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/53eezy48
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/495f575m
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
3 Comments
কবি প্রাচীন নয়ন June 17, 2019
আপনারা কোর্স ফি উল্লেখ করেন না কেন?
admin June 20, 2019
https://www.capstonebd.com/iba-mba-special-regular-program/
Md.Naimur Rahman October 30, 2019
rajshahi te ki branch ace…?
Leave a comment