আমি ছিলাম আইবিএর ৪৬ ব্যাচের। আমাদের সময় প্রথম জুন ইনটেকে ভর্তি নেয়া শুরু হয় । যেহেতু হঠাৎ করেই এই ইনটেক নেয়া হয়েছিল, কোন কোচিং আমাদের জন্য মক ভাইবা এরেঞ্জ করেনি।
তাই আমার এক ফ্রেন্ড আর টিউশনির স্টুডেন্টকে টিচার বানিয়ে নিজেই নিজের মক ভাইবার এরেঞ্জ করেছিলাম !
রেসাল্টের পরে আমার হাতে ৩ দিন সময় ছিল। এই সময়ের মাঝে নিজের ফ্লুয়েন্সি বাড়ানো এবং যতটা সম্ভব নির্ভুল রাখার প্র্যাকটিস করেছিলাম।
বাসায় আব্বুর সাথে নিয়মিত ইংরেজীতে কনভার্সেশন চালিয়ে গিয়েছিলাম। ভাইভা টিপস সিরিজের ২য় পর্বে কমন প্রশ্নগুলোর একটা লিস্ট দিয়েছি আমরা।
সেই প্রশ্নগুলোর এন্সার বের করে একদম মুখস্থ না করে মাথায় রেখেছিলাম। কারণ ওই প্রশ্নগুলো করলে আমি যদি মুখস্থ বলি, সেটা একটা বাজে ইম্প্রেশন দিতে পারে ভাইভা বোর্ডে।
ভাইভার দিনে টাইমলি (এই জিনিষটা মাথায় ভালভাবে রাখবেন। এখানে ব্লান্ডার করলে এরপরে সমস্যায় পরবেন) যেয়ে বসে থাকলাম।
আমার আগে ২ জন ছিল (তাদের কারো হয়নি) একজনের বেলায় ৫ মিনিট আরেকজনের বেলায় প্রায় ১০ মিনিটের মত সময় নিয়েছিল। এরপর আমাকে ডাকল।
পারমিশন নিয়ে ঢুকে সালাম দিলাম। তারা বসতে বললেন। বোর্ডে ৫ জন ছিলেন, এর মধ্যে একজন শুরুর সময়েই বেড়িয়ে যান।
এরপর সাধারণ সূচনামুলক কিছু জিজ্ঞাসা। আমাদের ব্যাচে লাস্ট কাগজের ফর্ম ফিলাপ করা হয়েছিল।
সেখানে আমি এচিভমেন্ট, এক্টিভিটিস এর কিছু ঘর কেন খালি রেখেছিলাম সেগুলো নিয়ে জিজ্ঞেস করেছিলেন এক ম্যাডাম।
বললেন যে তোমার কি কোন এচিভমেন্ট নাই? তখন বোর্ড স্কলারশিপ, ভার্সিটিতে থাকার সময়ে কি করেছি সেগুলো নিয়ে বললাম।
আরেক ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলেন একাউন্টিং থেকে একটা টপিক (আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং)।
উনি ভেবেছিলেন আমরা একাউন্টিং পড়ে এসেছি। তখন উনাকে জানালাম যে আমরা একাউন্টিং এর বদলে ইকনমিক্স পার্ট ২ পড়েছি।
এরপরে শুরু হল কিছু অফসাইড টাইপের প্রশ্ন। তারা আমাকে প্রোজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন করা শুরু করলেন।
এটা নিয়েই তারা বিভিন্ন দিক থেকে জানতে চাইছিলেন।আমিও আমার মত যেটা পারি সেটার এন্সার দেয়ার চেষ্টা করছিলাম।
একবার প্রশ্ন করলেন, ধর এই বিল্ডিংটা বানাবা তাহলে প্রথমে কি করতে হবে ? সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক টার্ম জানা ছিল।
সেই হিসেবে বললাম আগে এই বিল্ডিং এর সয়েল টেস্ট করতে হবে এবং পাইলিং করতে হবে। এরপর তারা অন্যদিকে গেল।
যেমন অবসরে কি করি, আমি কি হতে চাই এরকম।
এর আগে বলেছিলাম যে, এক স্যার আমি ঢোকার সময়েই বের হয়ে যান। উনি আবার আমার ভাইভার শেষদিকে আসেন।
আমার দেশের বাড়ি কুমিল্লা দেখে উনি জিজ্ঞাসা করেন যে ভাষা আন্দোলনে কুমিল্লার একজন শিক্ষাবিদ বেশ ভাল ভূমিকা রেখেছিলেন। তার নাম কি?
It was a shocker for me!! আমি জানিনা বলার পরে উনি বলেন যে, আমি ধীরেন্দ্রনাথ শম্ভু নামটা জানি কিনা।
আমি উনার নাম শুনেছিলাম কিন্তু সে যে কুমিল্লার সেটা জানা ছিলনা।
এই ছিল আমার ইন্টারভিউ অভিজ্ঞতা। আমার মনে হয় প্রায় ১০ মিনিটের মত ছিলাম বোর্ডে। খুব একটা আশাবাদী ছিলাম না আমি।
কারণ আমার মনে হয়েছিল যে হয়তোবা আমি ঠিকমত এন্সার করতে পরিনি বা তাদেরকে বোঝাতে পারিনি।
বাট আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল।
actually we had a good conversation. এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে তারা যেন আপনার সাথে কথা বলতে গিয়ে বোরড ফিল না করে।
the show must go on বলে একটা কথা আছে।
so the interview must go on.
আমার মতে ৪ টা জিনিষ খুব ভাইটাল ফ্যাকটর হিসেবে কাজ করে
১। Attitude: কোনসময় আপনার কথায় বা কোনভাবে যেন Arrogance বোঝা না যায়।
২। Responsiveness: তারা যেরকম প্রশ্নই করুকনা কেন you have to respond well
৩। Smartness: কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে you must have to be smart
৪। আপনাকে খেয়াল রাখতে হবে যে, আপনাকে প্রতিটা প্রশ্ন যেন আপনার কমফোর্ট জোনের মধ্যে করা হয়। কোনভাবেই যেন আপনার উইকনেসের দিকে যেতে না পারে ।
————————————————————–
আইবিএর ৬২ ইনটেকের মক ভাইভাতে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন । সেশনটি আইবিএতে রিটেনে উত্তীর্ণ সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশা-আল্লাহ । কোন ফি লাগবে না এবং Capstone এর ছাত্র বা ছাত্রী হওয়াও ম্যান্ডাটরি না । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করে রাখুন
https://forms.gle/xxv26uSgLQxg3g2u6
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ—– ( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ—-(২,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ—–( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment