অনেকেই জানতে চান আইবিএতে পড়ার সুবিধাগুলো কি কি । কেনইবা আইবিএ এত ডিমান্ডিং । এটা কি শুধু একাডেমিক এক্সিলেন্সের কারণে ?
আসলে একাডেমিক এক্সিলেন্স ছাড়াও আইবিএতে পড়ার অনেক সুবিধা আছে । নিচে ৭টি পয়েন্ট তুলে ধরা হচ্ছে ।
১। কর্পোরেট ব্রান্ড
আইবিএ দেশের সেরা কর্পোরেট ব্রান্ড । খ্যাতনামা কর্পোরেট হাউসগুলোর প্রথম পছন্দ থাকেন আইবিএর শিক্ষার্থীরা । এজন্য পাশ করার আগেই ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে জব অফার পেয়ে থাকেন ।
২। শক্তিশালী অ্যালামনি বেস
দেশের সেরা এল্যামনি বেস আইবিএর । কর্পোরেট হাউসগুলোর দিকে তাকান । রেপুটেড প্রতিষ্ঠানগুলোর এমডি, সিইওদের শতকরা ৮০ ভাগের উপর আইবিএতে পড়াশোনা করেছেন । স্বাভাবিকভাবেই তাই আইবাইটরাই হবেন তাদের প্রথম পছন্দ । এ সম্পর্কে আমাদের আর্টিকেল দেশের বিখ্যাত এক্স-আইবাইটগন পড়ে দেখতে পারেন ।
৩। দেশের সেরা শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার সুযোগ
এটাকে আমার আইবিএর সবচেয়ে বড় সুবিধা মনে হয় । আইবিএর সিলেকশন ক্রাইটেরিয়া অনেক কম্পিটিটিভ এবং ফেয়ার । যার ফলে দেশের সেরা মেধাবীরাই এখানে পড়ার সুযোগ পান । এরা একেকজন একেক দিকে দক্ষ থাকেন ।
কারো কারো ম্যানেজারিয়াল স্কিল অনেক ভালো, কেউ আবার মার্কেটিং এ অনেক ভালো, কেউ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট খুব ভালো বুঝবে আবার কেউ কেউ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব ভালো বুঝবে ।
সো তাদের সংস্পর্শে এসে আপনি সেই স্কিলগুলো শেখার এক চমৎকার সুযোগ পাবেন ।
৪। দেশের সেরা ফ্যাকাল্টিদের লেকচার থেকে শেখার সুযোগ
আইবিএর অধিকাংশ শিক্ষক দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর সাথে কোন না কোনভাবে জড়িত । ফলে তাদের ক্লাসগুলোতে দেশের জব মার্কেট ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার এক দারুণ সুযোগ পাবেন ।
এছাড়াও দেশের শীর্ষ পদে কর্মরত সাবেক এবং বর্তমান অনেকেই এখানে ক্লাস নিয়ে থাকেন । উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ ব্যাংকের এক্স-গভর্নর ফরাস উদ্দিন স্যারের কথা ।
এছাড়াও গেস্ট ফ্যাকাল্টি হিসেবে অনেকেই পাবেন । আমাদের এইচ আর এমের ১টা কোর্সে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে এসেছিলেন সিটি.এন.এর সাবেক কান্ট্রি ডিরেক্টর মামুনুর রশিদ স্যার ।
৫। জব সিকিউরিটি
আইবিএ থেকে পাশ করে কেউ বেকার বসে আছেন, এটা খুবই রেয়ার । নেহাত কপাল খারাপ না হলে চাকরী নিয়ে অন্তত আপনাকে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ্ ।
৬। জব লাইফের দরকারি স্কিলগুলো শেখার সুযোগ
আমাদের এডুকেশন সিস্টেমে ব্যাবহারিক জ্ঞানের চেয়ে থিউরী শেখানোর দিকে বেশী ফোকাস করা হয় । ফলে অধিকাংশ ছেলে-মেয়ে জব লাইফে গিয়ে সাফার করে । আইবিএ এদিক থেকে ব্যাতিক্রম ।
আপনাকে অনেক ফিল্ড অয়ার্ক করতে হবে, অসংখ্য প্রেজেন্টেশন দিতে হবে । ফলে জাব লাইফের দরকারি স্কিলগুলো ছাত্রজীবনেই শিখতে থাকবেন । জবে ঢুকে তেমন কোন সমস্যা ফেস করবেন না ইনশাআল্লাহ ।
৭। নেটওয়ার্কিং
হরেক রকম ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ের সমাবেশ আইবিএতে ঘটে । আবার সিনিয়ার ভাইয়া-আপুরাও অনেক ভালো ভালো জায়গা থেকে এসে থাকেন ।
১টা উদাহরণ দেই, আইবিএতে চান্স পাবার পর পর আবার কেউ কেউ বিসিএসেও ভালো ক্যাডার পেয়ে যায় । লাস্ট ৩-৪ টা বিসিএসে কমপক্ষে ২ জন জন ফাস্ট বয় আইবিএর ।
এবার ৩৫ বিসিএসে প্রথম দশ জনের ৩-৪ আইবিএর । সো জব লাইফ ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রে আপনি আইবাইট হবার ফ্যাসিলিটি পাবেন ।
ইনফ্যাক্ট Capstone Education এর সাবেক ভার্বাল ইন্সট্রাক্টর ওয়ারিসুল ইসলাম গত ৩৫ তম বিসিএসে সন্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন ।
Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।
সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে ।
আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল ক্রাশ ব্যাচে ভর্তি হতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন ।
আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল মডেল টেস্টে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন
আইবিএ এমবিএ 60 Intake এর Early স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
IBA BBA স্পেশাল মডেল টেস্টে অংশ নেয়ার জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
0 Comments
Leave a comment