আগেই বলে নিই, এই পুরা লেখাটাই আমার ব্যক্তিগত প্রিপারেশনের ভিত্তিতে লেখা …
অনেকে হয়তো এর চেয়ে কম বই পড়ে, কম প্রাকটিস করে কিংবা বেশি বই পড়ে, বেশি প্রাকটিস করে অথবা অন্য স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে থাকতে পারেন … আমি আমার মত করে লিখলাম !!
আমার কালেকশনের যাবতীয় বইপত্রের ডাউনলোড লিংকঃ-
https://drive.google.com/open…
(Grammar and Vocabulary এর আলাদা ফোল্ডার করা আছে)
IBA MBA ADMISSION TEST এর ENGLISH section এ মূলত বেশ কিছু টাইপের প্রশ্ন থাকেঃ
1) Sentence Correction:
এই টাইপের প্রশ্নে একটা Sentence দেয়া থাকে, যেটার কিছু অংশ অথবা পুরোটাই Underline করা থাকে … আপনাকে পুরো Sentence টা পড়ে এরপর বুঝতে হবে যে Underlined অংশটুকু ঠিক আছে, নাকি ভুল আছে !!
যদি মনে হয় Underlined অংশটুকু ঠিক, তাহলে অপশন A সিলেক্ট করবেন … যদি মনে হয় যে ভুল, তাহলে বাকি ৪ টা অপশন পড়ে আপনাকে বুঝতে হবে যে কোনটা ঠিক … সেটাই আনসার !!
প্রথমত, Sentence Correction এর জন্য আপনাকে Grammar এর যাবতীয় Rules জানতে হবে … কখন কোথায় Singular, Plural হয়, কোন Tense বসে, Parallelis ইত্যাদি ইত্যাদি … এবং সেটাও যথেষ্ট না !!
অনেক ক্ষেত্রে এমন অপশন থাকে, যেটা Grammatically Correct, কিন্তু অনেক বড় বাক্য, অযথা কিছু শব্দের ব্যবহার আছে … এটাকে বলে Redundancy … দুটো বাক্য Grammatically Correct হলে, যেটাতে Redundancy বেশি, সেটা ভুল … পুরো ব্যাপারটা প্রাকটিসের … প্রাকটিস করতে করতে বিষয়টা আয়ত্বে আসবে !!
যা যা পড়বেনঃ
1. CLIFF’S TOEFL
এই বই এর 39-151 Page এ গ্রামারের যত রুলস আছে সব পড়বেন এবং সাথে Exercise, Quiz, Test সব সলভ করবেন … আনসার বইতেই দেয়া আছে !!
2. GMAT CLUB GRAMMAR BOOK (PDF only)
এখানেও Grammar এর Rules আর Exercise দেয়া আছে … পড়বেন, সাথে সলভ করবেন
3. A Hundred 700+ SC Questions (PDF only)
এখানে ১০০ টা ৭০০+ লেভেলের Sentence Correction Questions দেয়া আছে … সলভ করবেন … প্রাকটিসের উপরে কিছু নাই
4. OFFICIAL GMAT REVIEW (Any Edition)
এখানে ১০০ এর বেশি Sentence Correction এবং তার ব্যাখ্যাসহ আনসার দেয়া আছে … সল্ভ করবেন
5. Previous Years’ IBA Questions
MUST SOLVE THIS
** এছাড়া অনলাইনে Majortests থেকে প্রাকটিস করতে পারেনঃ
http://www.majortests.com/gmat/sentence_correction.php
এখানে ৮ টা টেস্ট আছে, সলভ করলে কাজে দিবে
GMAT Club এর Forum থেকেও প্রাকটিস করতে পারেন
আরেক ধরণের প্রশ্ন থাকেঃ
2) Error Finding
এখানে একটা বাক্যের ৫ টা শব্দ/অংশের নিচে Underline করা থাকবে এবং A, B, C, D, E অপশন লেখা থাকবে … আপনাকে Identify করতে হবে কোন Underline করা অংশে ভুল আছে ..
. ধরা যাক, বাক্যের একটা অংশে had gone হবে, কিন্তু প্রশ্নে went লেখা এবং তার নিচে underline করা … তার মানে ঐ অংশে ভুল আছে, ঐ অংশের corresponding অপশনই হবে আনসার
যা যা পড়বেনঃ
আগের সবই … সাথে Barron’s SAT থেকে Error Finding Practice করতে পারেন … এছাড়া অনলাইনে majortests থেকেও প্রাকটিস করতে পারেন
http://www.majortests.com/sat/grammar.php
3) Sentence completion/ Fill in the gaps/ Choose where the correct form of the word is used/ Vocabulary:
এগুলা সোজা বাংলায় Vocabulary based questions … এবং মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় এই Vocab নিয়েই !!
ভাই Vocab নিয়ে কি করবো ?? ৩০০০ শব্দ কিভাবে মুখস্ত করবো ?? কোন বই পড়বো ?? ২০০০ টা শব্দ পড়লে কি কমন পাবো ??
সত্যি কথা হলো, পৃথিবীতে শব্দের অভাব নাই … ২০০০, ৩০০০, ৫০০০ যত শব্দই পড়েন, যত বইই পড়েন, কেউ আপনাকে ১০০% কমনের গ্যারান্টি দিতে পারবে না …
কমন পড়লেও সেটার অর্থ বা প্রয়োগ যে আপনি জানবেন, এমনও না … তাহলে কি করা যায় ??
READING HABIT বাড়ান
READING HABIT বাড়ান
READING HABIT বাড়ান
ইংরেজি গল্পের বই পড়েন, মুভি দেখেন, সিরিয়াল দেখেন, ম্যাগাজিন পড়েন … Everything will help you to build your vocab
Harry Potter, Sherlock Holmes এই বইগুলা নীলক্ষেত থেকে কিনে এনে পড়া শুরু করেন …
যেসব শব্দ বুঝবেন না, সার্চ দিয়ে অর্থ বুঝে নেন … Daily Star পড়েন, Reader’s Digest পড়েন … ANYTHING you like … এগুলার কোন নির্দিষ্ট লিস্ট নাই …
কোন বই, কোন পত্রিকা, কোন ম্যাগাজিন পড়বেন, কোন মুভি দেখবেন, সেটা একান্তই আপনার ইচ্ছা … এগুলার সাজেশন চাইয়েন না প্লিজ
ক্রিকেট খেলা দেখতে দেখতে ইংরেজি ধারাভাষ্য শুনেন … হুট করে ধারাভাষ্যকার বললেনঃ That’s a scintillating shot by Tamim Iqbal …
আপনি বুঝে গেলেন, Scintillating মানে Brilliant বা Skillful বা Positive একটা adjective এটা … এভাবে সবকিছুই কাজে দিবে … গৎবাঁধা কতগুলো শব্দ পাগলের মত মুখস্ত করাটা খুব বাজে স্ট্র্যাটেজি !!
তবুও যদি মুখস্ত করে পড়তে চান, গ্রুপ ওয়ার্ড পড়েন … A B C D এভাবে Alphabatically পড়ার চেয়ে একটা শব্দের ১০-১২ টা Synonym পড়া ভালো … যেমনঃ
Insult মানে অপমান করা … এর বাকি Synonym হলোঃ
offend, affront, abuse, slight, disparage, discredit, libel, slander, malign, defame, denigrate, impugn, slur, revile, calumniate
এভাবে পড়ার জন্য খুব ভালো একটা বই Vocabuilder … নীলক্ষেতে পাবেন … সাথে এই ভিডিওগুলো কাজে দিবেঃ
https://www.youtube.com/playlist…
প্রায় ২০ টা ভিডিও আছে এখানে … ৩-৪ মাস ধরে প্রত্যেকদিন খালি একটা বা দুইটা করে ভিডিও দেখবেন আর শুনবেন … বারবার দেখবেন, শুনবেন …
দেখতে দেখতেই হাজারের বেশি ওয়ার্ড এর অর্থ মাথায় গেথে যাবে, ট্রাস্ট মি
এছাড়া সবার উপরে দেয়া লিংকে Word Smart, 333 High Frequency Word সহ বেশ কিছু ভোকাবের বই দেয়া আছে … যে কোনটা পড়তে পারেন
Majortests এর 1500 Word List ও দেয়া আছে, প্রতিদিন সেটাও পড়তে পারেন
যে যেভাবে পড়ে মনে রাখতে পারেন, সেটা নিজস্ব ব্যাপার … তবে Reading Habit, Listening Habit এগুলার উপরে কিছু নাই
আমি মুখস্ত করে Vocab পড়তে পারি নি … কিন্তু ছোটবেলা থেকে Reading Habit ছিল দেখে অনেক word এর মিনিং বুঝতাম বা guess করতে পারতাম … সেটাই কাজে দিয়েছে …
আর 58th and 59th Intake এ খুব কঠিন এবং খুব বেশি Vocab based প্রশ্ন আসে নি … তাই এটা নিয়ে এত প্যানিকড হওয়ার কিছু নেই
4) COMPREHENSION
এটা নিয়ে বেশি কিছু বলার নেই … মোটামুটি সাইজের একটা Comprehension/Passage থাকবে … সেটার উপর 4/5 টা প্রশ্ন থাকবে …
Reading Habit ভালো থাকলে এই অংশে তাড়াতাড়ি আনসার করতে পারবেন
সবার আগে একটা Admission Guide থেকে বিগত ১০-১৫ বছরের প্রশ্ন সল্ভ করলেই আইডিয়া পেয়ে যাবেন, এরপর বিভিন্ন বই পড়ে আর প্রাকটিস করে প্রিপারেশন নিলেই হবে
MATH PREPARATION নিয়ে আরেকদিন পোস্ট করবো !!
এই গাইডলাইন কারো কাজে আসলেই লেখা সার্থক !!
সবার জন্য শুভ কামনা
——————–
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education টানা ৭ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
এই মুহুর্তে আমরা আইবিএ ও জব রিলেটেড ২ ধরনের কোর্স অফার করছিঃ
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
0 Comments
Leave a comment