আইবিএ এমবিএর এক্সাম কিছুদিন আগেই শেষ হল । অনেকেই নতুন ইনটেকের জন্য ভর্তি প্রস্তুতি শুরু করে দিয়েছেন ।
অনেকেই ১টা দীর্ঘমেয়াদি প্রস্তুতির জন্য গাইডলাইন চাচ্ছেন ।
আমি এই আর্টিকেলে দীর্ঘমেয়াদি প্রস্তুতির জন্য ১টা পূর্নাংগ গাইডলাইন তুলে ধরার চেস্টা করেছি ।
সাথে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট ম্যাটেরিয়ালের লিংক দিয়ে দিয়েছি ।
ইনশা-আল্লাহ এই গাইডলাইন শুধু আইবিএ না বরং বাংলাদেশ ব্যাংকের এডি, সব ধরনের জব এক্সাম, ইভিনিং এমবিএ, বিআইবিএমসহ প্রায় ধরনের এক্সামের প্রস্তুতি কভার করবে ।
IBA Exam এর জন্য প্রিপারেশন ক্ষেত্রে প্রথমে নিজের Strong and Weak Zone Identify করা সবচেয়ে জরুরী।
সেক্ষেত্রে আগের বছরের প্রশ্ন দেখে নিজের অবস্থান যাচাই করেন।
যদি কোন সেকশনে একদমই কম মার্ক পান তাহলে চিন্তিত হইয়েন না।
কারন আপনি মাত্রই প্রস্তুতি শুরু করেছেন।এখনও যে সময় হাতে আছে, সে সময় প্রোপারলী কাজে লাগালে এবং ফোকাসড থাকলে আইবিএর রিটেনে কোয়ালিফাই করে ভাইভা ফেস করবেন ইনশাল্লাহ।
এখন আসুন জেনে নেই কোন পার্ট কিভাবে এবং কি কি বই + অনলাইন সাইট ফলো করবেন ।
EANGLISH:
Basic Grammar এ ডেভেলপ করার জন্য Cliffs Toefl পরতে পারেন।Reading skill ডেভেলপ করার জন্য প্রতিদিন ২/৩ আর্টিকেল পরেন ।
www.thedailystar.net
www.entrepreneur.com/magazine.
Sentence Completion:
এই অংশে ভালো করতে হলে প্রতিদিন ইংরেজী আর্টিকেল পড়ার বিকল্প নেই।
আপনাকে চেস্টা করতে হবে যত দ্রুত সম্ভব বাক্যের অর্থটা ভালোভাবে বোঝা। এক্ষেত্রে অনেক সময় লেংথি ফ্রেজের কারনে অর্থ বোঝাটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে Google করেন।
যে বই অনুসরণ করতে পারেন-
GRE big book, Barron’s SAT(6 model tests )
বিগ বুকের লেভেলটা একটু এডভান্সড । সো প্রথমে বারবার ভুল হলে ঘাবড়ে যাবেন না ।
অনলাইন সাইট
Sentence correction:
Manhattan GMAT Sentence Correction বইটি পড়তে পারেন।Really helpful.
বই-
Barron’s Sat (6 model tests),Barron’s new GMAT(3 sample tests),
অনলাইন সাইট:
Error detection:
এই পার্ট থেকে প্রতি বছরই ৪/৫ টা প্রশ্ন আসে।বেশির ভাগ সময়ই ইংরেজি আর্টিকেল থেকে লাইন দেয়া হয়।
তাই যখন ইংরেজি আর্টিকেল যখন পড়বেন গ্রামার usage ভাল করে খেয়াল করবেন।
বইঃ
Barron’s SAT (6 model tests),
Gruber’s SAT,
Barron’s 2400 SAT (pdf available)
অনলাইন সাইট-
Phrasal verbs & Idioms:
এই অংশের প্রশ্ন একটু কঠিন হয়। Idioms সাধারণত কমন পরে না।
তবে প্র্যাকটিস করার সময় idioms এর অর্থ ভালো ভাবে খেয়াল করলে guess করতে পারবেন।
বই :
English Grammar and Compositions by Wren and Martin
অনলাইন সাইট : http://examtimequiz.com/english-aptitude-test-on-idioms-and-phrases/
Reading Comprehension:
রিডিং স্কিল ভাল থাকলে খুব সহজেই আপনি এই সেকশনে ২/৩ মার্ক তুলে ফেলতে পারবেন ।
আর ভালোভাবে প্র্যাকটিস করলে পুরো ৫ মার্ক পাওয়াই সম্ভব ।
বই…………………
Barron’s Sat (6 model tests), Barron’s new GMAT(3 sample tests)
Vocabulary:
ইংরেজী আর্টিকেল পড়ার সময় Unknown Words নোট করতে পারেন।
Barron’s high word list নিচের লিস্ট থেকে ডাউনলোড করে মুখস্ত করতে পারেন ।
Barron’s 333+ 800 High Frequency Word List. (pdf),
http://www.majortests.com/ এর ১৫০০ ওয়ার্ড।
বেশির ভাগ ক্ষেত্রে দেখবেন যেই ওয়ার্ড ইংরেজী আর্টিকেল এ ব্যবহার করা হয় তাই আসে।
Word usage:
এই অংশের প্রশ্ন একটু কঠিন। এখানে একটি ওয়ার্ড এর বিভিন্ন ব্যাবহার জানতে হয়।
তবে খেয়াল করলে দেখবেন খুব কমন ওয়ার্ডগুলোই পরীক্ষায় আসে।
এক্ষেত্রে Word Smart (1&2) বই এর কমন ওয়ার্ডগুলি ভালো করে দেখুন।
Writings:
রেগুলার ইংরেজী আর্টিকেল পড়লে লিখার সময় ভালো ভালো লাইন +অনেক পয়েন্ট চলে আসে ।
এই ক্ষেত্রে ফিক্সড কোন বই পড়ার চেয়ে রিডিং হ্যাবিটের উপর বেশী জোর দিন ।
ধরুন, আপনাকে বলা হল, বাংলাদেশের টেলিযোগাযোগ খাত নিয়ে লিখতে ।
সো এখানে ভাল মার্ক পেতে চাইলে আপনাকে এই সেক্টরের মার্কেট সাইজ কত তা জানতে হবে, কি পরিমান লোক এই সেক্টরে কাজ করে তা জানতে হবে, সরকার এই খাত থেকে কি পরিমান রাজস্ব পায় ইত্যাদি অনেক কিছু আপনাকে জানতে হবে ।
তার মানে, আপনার যদি নিয়মিত পড়ার অভ্যাস না থাকে তাহলে এখানে যোগ করার মত কোন তথ্যই দিতে পারবেন না ।
Math:
প্রথমে Barron’s SAT, India bix থেকে অনুশীলন করে বেসিক কনসেপ্ট ঠিক করেন।
তারপর সরাসরি GMAT Club থেকে অনুশীলন করতে পারেন।
Math Section এর প্রশ্ন সাধারণত Inequalities, number system, percentage, overlapping set, Time and distance work rate,
ratio, mixture, series, probability, average, Age, remainders, Pricing,
mixture, series, probability, average, Age, remainders, Pricing, DATA SUFFICIENCY থেকে আসে।
Problem solving এর জন্য GMAT Club 600, then 700 level অনুশীলন করতে পারেন।
Link: https://gmatclub.com/forum/gmat-ps-question-directory-by-topic-difficulty-127957.html#p1048252.
Data Sufficiency:
Official GMAT থেকে প্রথমে অনুশীলন করতে পারেন। তারপর GMAT Club থেকে অনুশীলন করেন।
LINK: https://gmatclub.com/forum/ds-question-directory-by-topic-and-difficulty-128728.html
ম্যাথে ভালো করতে হলে রেগুলার ৫০ টা ম্যাথ অনুশীলন করেন। ৪-৫ মাস এভাবে রেগুলার অনুশীলন করলে Competitive Exam-এ এই সেকশনই আপনার comfort zone হবে ইনশাল্লাহ।
Analytical part:
বইঃ GRE big book থেকে Puzzle দেখতে পারেন ।
Capstone Education এর ফেসবুক গ্রুপে 200 Puzzle Pdf নামে ১টা ফাইল আপলোড করা আছে । এই ফাইলে ২০০ টা পাজল এবং এর বিস্তারিত সমাধান দেয়া আছে । এই পাজলগুলো শলভ করলে আর কিছু লাগবে না ইনশা-আল্লাহ ।
Critical Reasoning Official GMAT থেকে প্র্যাকটিস করতে পারেন। তবে অফিসিয়াল জিম্যাটের CR বেশ কঠিন । আইবিএতে এত কঠিন আসবে না ।
আইবিএর বিবিএ এবং এমবিএর আগের বছরের প্রশ্ন থেকে CR দেখলেই হয়ে যাবে ইনশা-আল্লাহ ।
শেষ কিছু কথা…………………..
আমি কিছুদিন আগে যমুনা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনী হিসেবে কর্মরত ছিলাম ।
গেল ২ মাসে দুটি সরকারী প্রথম শ্রেণী জবের জন্য রেকোমেন্ডেড হয়েছি ।
একটি হচ্ছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার । আরেকটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এসিস্ট্যান্ট ম্যানেজার ।
এটা বলার আর অপেক্ষা রাখে না যে, আইবিএর প্রস্তুতি নেয়ার ফলে আমাকে আলদাভাবে আর জবের জন্য কোন প্রিপারেশন নেয়া লাগেনি ।
বিশেষ সকল জব এক্সামের মূল চ্যালেঞ্জ ম্যাথ, ইংলিশ আর রাইটিং সেকশনটি পুরোপুরি কভার হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ্ ।
ফলে আমি বলব, আইবিএর প্রস্তুতিই ভালোভাবে নিন । অন্য প্রস্তুতিগুলো এমনি হয়ে যাবে ইনশা-আল্লাহ ।
আর যদি মনে করেন, বাসায় পড়াশোনার বাইরেও নিয়মিত চর্চা আর ভালো গাইডলাইনের মধ্যে থাকতে চান তাহলে Capstone এর আইবিএ এমবিএ এবং জব প্রিমিয়ামের স্পেশাল রেগুলার কোর্সেও অংশ নিতে পারেন ।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি এই স্পেশাল কোর্সে এডমিশন নিয়েছিলাম অনার্সে থাকা অবস্থায় ।
Capstone ১টা ইউনিক সুবিধা দেয় আর সেটি হচ্ছে কারন, লাইফ-টাইম স্টুডেন্টশীপ ।
অর্থাৎ, আপনার দরকার হলে কোর্সটা পরবর্তীতে আবারো ফ্রি রিপিট করতে পারবেন।
আমিও কোর্সটা রিপিট করেছিলাম । এর ফলে প্রায় সব ধরনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠার সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ্।
তবে এটাও মাথায় রাখবেন কোন কোচিং আপনাকে চান্স পাওয়ায় দিবে না ।
শুধু গাইডলাইন দিবে আর সমস্যাগুলো সমাধানের ব্যাবস্থা করবে ।
আপনি যদি এফোর্ট না দেন, ডেডিকেশন না দেখান তাহলে ১০টা কোচিং করেও কোন লাভ হবে না ।
এডমিশন টেস্টে বসার আগে অবশ্যই mock test দেন। এতে Time management &Confidence Level boost up হয়।
টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে মক টেস্টের কোন বিকল্প নাই ।
আমার জন্য Capstone Education এর মক টেস্টগুলো অনেক বেশী হেল্পফুল ছিল ।
এই ছিল আমার তরফ থেকে প্রস্তুতির সাজেশন । যদি কাজে লাগাতে পারেন তাহলে বেশ উপকারে আসবে ইনশা-আল্লাহ ।
সবার জন্য দোয়া এবং শুভ কামনা থাকলো 🙂
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬৩ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৬০ জনের মত।
গত ৭ ইনটেকে কোইয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর অধিক।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
বর্তমানে আমাদের যে স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে
-
আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
অনলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
-
আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
অনলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
-
IELTS প্রিমিয়াম ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
Recent Comments