আমি শেখ রেজা হায়দার। এবার আইবিএ এমবিএ ৬৬-তম ব্যাচে চান্স পেয়েছি । আজ আমি আমার আইবিএ প্রিপারেশনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো।বলে রাখা ভালো যে আপনার প্রিপারেশনে কতটুকু সময় লাগবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
ইংলিশ –
রিডিং এর কোন অল্টারনেট নাই-
Economist, Guardian, Dialy start এগুলা থেকে রেগুলার রিডিং পড়েন ৷
আর পড়ার সময় বড় বড় সেন্টেন্স গুলা এনালাইসিস করে পড়েন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ এগুলা ধরার ট্রাই করেন,অনেক কাজে দিবে ।
Word smart লাগবেই । আসলেই ভোকাব খালি মুখস্থ করে কুল কিনারা পাবেন না। সময় নিয়ে প্রতি ওয়ার্ড পড়বেন এবং বিভিন্ন আর্টিকেল এ কিভাবে ইউছহচ্ছে দেখে নিবেন। এতে করে আপনার রিডিং হ্যাবিটও অনেক ডেভেলপড হবে ।
notoriously confusing words এর জন্য
https://www.vocabulary.com/articles/chooseyourwords / — এইটা অবশ্যই দেখা লাগবে
** গ্রামারে প্র্যাকটিস এর উপর কিছু নাই। তবে কি কি ভুল করছেন মার্ক করে রাখুন,কারন ঐ একই ভুল আপনি আবার করবেন ।
– Cliffs TOEFL – ৬ টা প্র্যাকটিস টেস্ট আর ৫/৬ টা মিনি টেস্ট
-Barron’s SAT 23rd edition – ৬ টা মডেল টেস্ট থেকে error finding, sentence correction, text completion
– Official GMAT – sentence correction, চাইলে reading comprehension ও করতে পারেন
– College Board SAT – error finding sentence correction, text completion করতে পারেন
-The Official Guide for GMAT- error finding, sentence correction, text completion পড়তে পারেন
– -Capstone IBA MBA Previous Year Q Bank থেকে আগের বছরের প্রশ্ন গুলো শলভ করতে পারেন
কিছু প্র্যাকটিস ওয়েবসাইট
http://www.cracksat.net/sat/old-sat-practice-tests.html
https://www.majortests.com/sat/
ম্যাথ
সম্প্রতি আইবিএ গণিতের অংশটুকু কঠিন করে তুলেছে। আমি লক্ষ্য করেছি, দীর্ঘ এবং জটিল সমস্যা, একটু ঘেঁটানো হিসাব, আর সময় নষ্ট করায় এমন প্রশ্নেরকারণে এই অংশটি অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অংশে ভালো করতে হলে দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ: গভীরভাবেবোঝা এবং প্রচুর অনুশীলন।
যে ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই লাগবে
-Capstone IBA MBA Previous Year Q Bank
GMAT official guide
GRE 5LB
Saifur’s Math
কিছু প্র্যাকটিস ওয়েবসাইট
GMAT club
Examveda
যদি আরো ম্যাথ করতে চান তাহলে এই ম্যাটেরিয়ালস গুলো দেখতে পারেন
Aggarwal’s quantitative aptitude
NOVA’S GMAT.
Khairul’s advance Math.
Geometry for competitive exam.
এনালাইটিক্যাল –
আমার কাছে বেশ সহজই লাগে হালকা প্র্যাকটিস করলে এই অংশ থেকে ভালই নাম্বার তুলতে পারবেন যেখান থেকে প্র্যাকটিস করবেন
GRE big book – 27 model tests for puzzle
GMAT club website for data sufficiency & critical reasoning
GMAT official guide for data sufficiency & critical reasoning
The Official Guide for GMAT for data sufficiency & critical reasoning
রাইটিং–
আইবিএ রিটেনে খুবই কঠিন তেমন কোন টপিক দেয় না। সাধারণ টপিক দিয়ে থাকে । শুধু এটা মনে রাখবেন বড় সেন্টেন্স এর দরকার নাই । রিচ ভোকাবুলারিও লাগবে না । কিন্তু একই ওয়ার্ড বারবার না লেখাটাই ভালো । কাটা ছেঁড়া করবেন না আর ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস করে তুলুন practice এর মাধ্যমে।
আগের বছরের রাইটিং টপিক গুলা দেখে দেখে প্র্যাকটিস করেন । গ্রুপে রাইটিং নিয়ে অন্যদের টিপস গুলা দেখতে পারেন ।
এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথায়
কোচিং করবো কি করবো না ?
আমি Capstone Education-এর জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল ব্যাচের স্টুডেন্ট ছিলাম । আমার জন্য এটা হেল্পফুল ছিল । অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পেরেছিলাম ।
আপনি যদি মনে করেন আপনার ১টা ভালো গাইডলাইন দরকার, কারো আন্ডারে থেকে নিজের ভুলগুলো শুধরে নেয়া দরকার তাহলে কোচিং করবেন ।
এছাড়াও ভাইয়ারা আমাকে ছোট-খাট অনেক ভুল ধরায়ও দিয়েছিলেন ।
তবে চান্স পেতে হলে কোচিং করতেই হবে এমনটা ম্যান্ডাটরি না ।
কোচিং না করেও অনেকে চান্স পায় । তবে আপনার জন্য কোচিং লাগবে কি লাগবে এটা নির্ভর করতেছে আপনি নিজে কতটুকু স্মার্টলি প্রিপারেশন নিচ্ছেন ।
সর্বশেষ কিছু কথা
—
মনে রাখবেন আইবিএ পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে এবং সেই সাথে প্রশ্ন ছেড়ে দেয়ার মানসিকতা তৈরি করতে হবে ।
মক টেস্ট দিবেন এবং নিজের ভুলগুলোকে মার্ক করে রাখবেন তাহলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন ।
মনে রাখবেন আইবিএ কোন ইনস্টিটিউশন না এটা একটা লাইফ স্টাইল। আর এই লাইফস্টাইলটা পেতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, সাথে একটু কৌশলীও হতে হবে।
এইটা সম্পূর্ন আমার প্রিপারেশন নিয়ে লিখেলাম । ওয়েবসাইটে আরও অনেক স্টাডি ম্যাটেরিয়াল আছে,পড়তে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ।
আর আমার জন্যে দোয়া করবেন।
শুভ কামনা 🙂
———————-
২০২৪ সালের সরকারী চাকরি যেমন পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, NSI, দুদকসহ IBA এর প্রস্তুতির জন্য আবারো স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে।
ক্লাসগুলো পরিচালনা করবেন বিসিএস, ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডিসহ আইবিএ গ্রাজুয়েটরা।
Capstone টানা ১১ ইনটেক ধরে আইবিএ এমবিএসহ জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে । এই ৬৬ ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৪ জন ।
যারা পরবর্তী জব প্রিমিয়াম + আইবি এমবিএ স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন ।
সীমিত সময়ের জন্য অফলাইনে ১,০০০ টাকা এবং অনলাইনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় থাকছে।
এছাড়া থাকছে ফ্রি স্পোকেন & কমিউনিকেশন কোর্স !
ডিসকাউন্ট পেতে কুপন কোড এপ্লাই করুনঃ OFF1000 (অফলাইন) এবং ON500 (অনলাইন)
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment