আইবিএর ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা অনেক লেখাই এখন পর্যন্ত প্রকাশ করেছি । এ আর্টিকেলটি লিখেছেন IBA এর ৫৭ ইনটেকে কোয়ালিফাই করা তুষার খান ।
অনেকেই জানতে চেয়েছেন কিভাবে প্রিপারেশন নিবেন। আমি আমার গল্প বলার চেষ্টা করবো
২০১২ সালের ডিসেম্বরে বিবিএ ফাইনাল দিলাম। ভাবলাম আইবিএতে একবার চেষ্টা করা যাক। যা ভাবা তাই কাজ। নীলক্ষেতে গিয়ে আইবিএ(এমবিএ) এর গাইড বই কিনে আনলাম।
দুই একদিন বই উল্টেপাল্টে দেখলাম। হঠাৎ মাথায় ভুত চাপলো সিএ করবো। একটা সিএ ফার্মে জয়েন করে ফেললাম। তিন মাস পরে বুঝলাম এই কর্ম আমার দ্বারা সাধন হবেনা।
সিএ ফার্ম বাদ। তারপর কিছুদিন হেসেখেলে কাটাতেই এমবিএ এর সার্কুলার হলো। একবন্ধুর কাছ থেকে শুনে word smart বইটা কিনলাম ভোকাবুলারির জন্য।
এগুলো একটু দেখেই পরীক্ষার হলে যাওয়ার চিন্তা করলাম। পরীক্ষার আগের রাতে হলের এক ছোটভাই বললো, ভাই big book পড়েছেন? পড়বো কোত্থেকে? নামই শুনিনি। ওই রাতেই প্রথম এই বইয়ের নাম শুনলাম।
পরীক্ষা দিলাম আর স্বাভাবিকভাবেই ডাব্বা মারলাম। পরীক্ষায় পাজল কিছুই পারিনি। ম্যাথ আর ইংলিশ অল্প কিছু পারলাম।
পরের বার (ডিসেম্বর ২০১৩) প্রিপারেশন মোটামুটি নিয়ে হলে গেলাম। পরীক্ষা দিলাম মোটামুটি। কিন্তু বিধি বাম। এবারো হলোনা।
আইবিএ এর কথা ভুলে আমার ডিপার্টমেন্টের রেগুলার এমবিএ টেনে টুনে চালাতে লাগলাম।
এর মধ্যে
1. word smart
2. saifurs math
3. gre math bible
4. gmat review ( practiced grammar, math, critical rasoning frm this book)
5. gre big book (puzzle, vocab frm here)
6. cliff’s toefl
এই বইগুলা মোটামুটি পড়ে ফেললাম। আসল কাজ দিসে এগুলাই। তারপর আমার ডিপার্টমেন্ট (এমআইইএস, ঢাবি) থেকে এমবিএ শেষ করে বাংলাদেশ ব্যাংকে জয়েন করলাম ২০১৫ এর মে মাসে।
কিছুদিন আগে ভাবলাম আইবিএ তে আরেকবার চেষ্টা করা যাক। সার্কুলার হলো। এপ্লাই করলাম। এবার IBA MBA প্রশ্ন ও সমাধান বইটা কিনে যাস্ট গত তিন ব্যাচের প্রশ্ন সলভ করলাম।
আর কোন প্রিপারেশন নেইনি এবার। অন্য কোন বইও দেখিনি। মাথায় ছিলো এমসিকিউ তে তিন সেকশনেই মোটামুটি ভালো করার চেষ্টা করবো।
এবারের অভিজ্ঞতা:
MCQ:
প্রথমেই দাগালাম এনালাইটিক্যাল (আমার স্ট্রং জোন)।
১৪ টা কনফিডেন্টলি আন্সার করলাম। ম্যাথ দিলাম ১৮ টা। ইংলিশ এ খারাপ করলাম। ১৬ টা দিলাম তাও অনেকগুলাই সিউর না। ভাবলাম হয়তো এখানেই ধরা খাবো।
রিটেন:
জাস্ট শুদ্ধ গ্রামার মেনে সহজ ভাষায় লিখেছি। কোন কঠিন বাক্য গঠনের চেষ্টা করিনি।
ভাইবা:
রিটেনে টিকে নিজেই অবাক হয়েছি। আশা করিনি টিকবো।
ভাইবা বোর্ডে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকলাম। তারপর–
there were 5 members in the viva board including director sir.
sir: have a seat.
me: thank u sir.
sir: give me ur information sheet.
-I passed it gently.
sir: have u seen me before?
me : no sir.
sir: it seems that u know me.
me: no sir (I was smiling)
sir: I see.. u r frm DU. which department?
me: sir, management information systems.
sir: ur cgpa in mba is 3.25. how do u evaluate it? is it good or bad?
me: sir I think it’s average.
sir: are u currently employed?
me: yes sir, I m serving Bangladesh Bank.
sir: when did u get in there?
me: sir, 25th may 2015.
sir: u already have an MBA degree. why do u need another?
me: sir my previous MBA was in MIS. As a central banker, I think I should have some knowledge in finance. so I need an MBA degree in finance.
sir: u’ve studied some basic course on finance in bba and mba..we are going to offer the same. so what will be ur value addition here?
me: sir, yes u r right. I’ve studied some courses on finance. but I think I will get opportunity to explore some arear of finance which I haven’t explored yet.
sir: your job description says that u don need knowledge on finance. (I work in human reesource department) me: u r right. currently I dont need. but bb rotates employees from one dept to another on a regular basis. so I will need knowledge on finance in some other departments of BB.
sir: what are the entry positions in bb?
me: we generally recruit employees against 3 designations. these are Assistant Director, Officer and C/D category stuff.
sir: if anyone joins as officer how far (position) can he go?
me: if govt wants he can be Governor one day.
sir: what about assistant director?
me: if govt wants he can be a governor too.
board members were saying that they (DG and Governor) are politically chosen.
sir: do u think that IT, MIS or IS can help getting competitive advantage?
me: Obviously helps sir.
sir: explain how.
me: explained.
sir: so what is competitve advantage?
me: explained.
sir: that makes sense.
sir: best of luck.check result on 21th December.
me: thank u sir.
assalamulaikum.
viva board was friendly and I was confident.
আমি উপরে উল্লিখিত বই গুলোই পড়েছি। এগুলাই এনাফ মনে হয়েছে আমার কাছে। আর, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশী গুরুত্বপূর্ণ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
0 Comments
Leave a comment