অনেকেই আছে যারা IBA MBA admission test বলতে কেবল MCQ part কেই বুঝে এবং Descriptive Written English part কে খুব একটা গুরুত্ব দেয় না।
কিন্তু তাদের অধিকাংশই Written part এ প্রয়োজনীয় cut-off mark তুলতে না পারার কারনেই Viva তে সিলেক্ট হয় না।
কিছু simple guideline follow করলে অবশ্যই Written part এ ভাল করা সম্ভব।
এর জন্য প্রচুর reading এর বিকল্প নেই।
নিয়মিত ইংলিশ নিউজপেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
যাদের বই পড়ার অভ্যাস আছে তারা ইংলিশ স্টোরি বা নভেল পড়তে পারেন।
এছাড়া Readers digest, Times magazine সহ অনেক ধরনের ম্যাগাজিন নীলক্ষেতে পাওয়া যায়। এগুলো কিনে পড়তে পারেন।
Reading Habit গড়ে তুলতে পারলে আপনার যে যে সুবিধা হবে সেগুলো হলঃ
১) Vocabulary বাড়বে। আমার মতে Vocabulary build up এর জন্য সবচেয়ে effective way হচ্ছে Reading।
আমি vocabulary build up এর জন্য কখনও কোন বই নিয়ে মুখস্থ করি নাই বরং Reading এর through তেই নতুন নতুন word শিখতাম।
২) প্রচুর Reading এর মাধ্যমে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে Insight বাড়বে ।
অনেক বিষয়ে আপনার understanding বাড়বে যা আপনার লেখাকে প্রাণবন্ত ও informative করতে সাহায্য করবে এবং এতে নিঃসন্দেহে আপনার লেখার মান improve করবে।
৩) আপনার মধ্যে গুছিয়ে লেখার প্রবণতা বাড়বে এবং grammatical mistake করার প্রবণতা কমে আসবে।
৪) Language & Communication section এর Reading Comprehension (5-6 marks) part টা আপনার কাছে solve করা সহজ হয়ে যাবে।
পরীক্ষায় ভাল করতে হলে অবশ্যই আপনার লেখার Quality improve করতে হবে এবং সেটা করার জন্য Reading এর পাশপাশি নিয়মিত লেখার অভ্যাসও গড়ে তুলতে হবে।
এতে সুবিধাগুলো হলঃ
১) নিয়মিত লেখা ও তা check করার মাধ্যমে বানান ভুল করার প্রবণতা কমে আসবে যার importance অনেক অনেক বেশি।
কারও লেখা যতই সুন্দর হোক না কেন বানান ভুল থাকলে নিঃসন্দেহে তা লেখার মানকে খারাপ করবে এবং examiner এর কাছে পরীক্ষার্থী সম্পর্কে একটা negative impression create হবে।
২) IBA MBA admission পরীক্ষায় Time একটা important factor এবং Written part এ ৩০ মিনিটের মধ্যে একটা Essay/Argumentative writing (১৫-২০ মার্ক) এবং একটা Thematic writing/Story writing (১০ মার্ক) লিখতে হয়।
নিয়মিত লেখার practice না থাকলে এই সময়ের মধ্যে ২টা লেখা cover করা খুবই tough। তাই প্রতিদিনই time set করে কিছু না কিছু লেখার চেষ্টা করুন।
একটা সুন্দর উপায় হল নিজের একটা Diary create করে সেখানে সারাদিন আপনার কেমন কাটল বা এমন কোন topic যা আপনার কাছে interesting মনে হয় সেটা নিয়ে প্রতি রাতে ১০-১৫ মিনিট বসে লিখুন।
এরপর লিখাটা নিজেই check করুন অথবা কোন friend/family member দের দ্বারা check করিয়ে নিন। প্রথম দিকে ভুল হবেই। এতে লজ্জার কিছু নেই।
ভুল থেকেই তো মানুষ শিখে তাই না?
তাই আজকে থেকেই mcq এর পাশাপাশি written এর preparation ও শুরু করে দিন।
সবাইকে শুভ কামনা
Recent Comments