১। ফুল মার্কস পাওয়ার চেষ্টা না করা
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন । আপনার ব্যাসিক এবং প্রস্তুতি খুব বেশী ভালো না হলে এটা প্রায় অসম্ভব । ধরেন, আপনি Capstone এর মক টেস্টে এরাউন্ড ৫০% মার্কস পাচ্ছেন । আপনার জন্য এই মুহুর্তে এচিভেবল টার্গেট হচ্ছে ৬০% মার্কস পাওয়া । সো সিমিলারলি যারা ৬০% পাচ্ছেন তারা আর বাড়তি ১০% টার্গেট করুন । দ্যাটস ইট !
২। ভোকাবের পেছনে বেশী সময় নষ্ট করবেন না
এই শেষ সময়ে অনেক ভোকাব শিখতে চাওয়াটা একটা স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার । কারন, ভোকাব মনে রাখার রিটেশনরেট খুব কম । আপনি যা মুখস্ত করবেন তার ৬০% হয়ত মনে রাখতে পারবেন না । সো বেটার হচ্ছে, আপনি নেটে এভেইলেবেল হাই-ফ্রিকোয়েন্সী ওয়ার্ড লিস্টগুলো দেখুন , আর প্রচুর পরিমানে ইংরেজী বই, নিউজ পেপার, আর্টিকেল রিডিং পড়ুন ।
৩। কোন প্রশ্ন একবার না মিললে সেটা ছেড়ে দেয়ার অভ্যাস তৈরী করুন
ধরেন, আপনি একটা ম্যাথ করছেন । সেটা কোন কারনে প্রথমবার মিললো না । কিন্তু ম্যাথটা আপনার খুবই পরিচিত । আপনার মনে হচ্ছে আর একবার ট্রাই করলে মিলে যাবে । কোনভাবে এই ভুলটা করবেন না । প্রথমবার না মিললে অন্য প্রশ্নে চলে যান । যদি প্রয়োজন মনে করেন তাহলে সবকিছু এন্সার করার পর আবার ব্যাক করেন । বিশেষ করে যারা Capstone এ মক দিচ্ছেন তারা অবশ্যই এটা এনশিউর করবেন এবং এই অভ্যাসটা তৈরী করেন ।
৪। OMR এর বৃত্ত ভরাট করার সময় সতর্কতা অবলম্বন করুন
আপনি সিরিয়ালি ১ থেকে ৮ নম্বর পর্যন্ত এন্সার করলেন । ৯,১০ বাদ রাখলেন । এরপর ১১,১২,১৩ করলেন । কিন্তু দেখলেন আবার ১৪,১৫,১৬ পারছেন না কিন্তু ১৭ পারছেন । কিন্তু OMR এ ১৭ এর এন্সারটা ১৪-তে ফিল-আপ করে ফেললেন। এরপর ১৮,১৯ এর এন্সারও ১৫,১৬ তে বসালেন । আপনারতো ৩ মার্ক গেলই প্লাস ভুল এন্সারের জন্য আরো .৭৫ গেল । সো মোটের উপর ৩.৭৫ চলে গেল । এটা কিন্তু আপনার চান্স পাওয়া বা না পাওয়ার জন্য অনেক বড় ফ্যাক্টর হয়ে দাড়াতে পারে । সো OMR ফিল-আপ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন ।
৫। মক টেস্টে করা ভুলগুলোর প্রতি বিশেষ নজর দিন
মক টেস্টের অন্যতম বড় সুবিধা হচ্ছে এটি আপনার উইকনেস বের করতে অনেক বেশী সাহায্য করে । ধরেন, আপনি মক টেস্ট-১ এর যে টপিকের ম্যাথে ভুল করছেন । মক টেস্ট-২,৩ এও দেখবেন একই টপিকের ম্যাথে ভুল করছেন । সো ঐ স্পেসিফিক টপিকটায় বাড়তি গুরুত্ব দিন। সেইম কথা ইংলিশের গ্রামার ইস্যুতেও প্রযোজ্য ।
৬। নতুন করে কোন কিছু শুরু না করা
ধরেন, আপনি পারমিউটেশন, কম্বিনেশন পারেন না । বাট এই মুহুর্তে হাতে সময় আছেন মাত্র ১৫-১৬ দিন। এখন যদি নতুন করে শিখতে যান তাহলে ধরা খাবেন । দেখা যাবে, এটা শিখতে যাওয়ার ঠেলায় নতুন যা পারেন সেটাও ভুলে যাবেন ।
0 Comments
Leave a comment