টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্টঃ
দ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটাই এক্সট্রাওর্ডিনারি আর অ্যাভারেজদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। IBA ভর্তি পরিক্ষায় এমন কঠিন কোন কিছুই আসে না যা তোমরা পারবে না৷
কিন্ত ক্লক প্রেশার তোমাকে কম্ফোর্ট জোন থেকে বের করে দিবে। একটা ইজি ম্যাথ না মিললেই তখন মাথা গরম হওয়া শুরু করে। এজন্যই IBA ভর্তি পরীক্ষায় তারাই ভাল করে যারা আন্ডারপ্রেশার পার্ফর্ম করতে পারে।
এজন্য টাইম ডিস্ট্রিবিউশন টা খুব ইম্পর্ট্যান্ট। যার যার স্ট্রেংথ আর স্ট্র্যাটেজী অনুযায়ী কে কোন সেকশনে কত স্কোর করতে চাও আর এজন্য কত সময় বরাদ্দ রাখত্র চাও তা ঠিক করে ফেলতে হবে৷
কোন সেকশন আগে অ্যান্সার করতে চাও কোনটা শেষে আর কোনটা মাঝখানে এগুলো ঠিক করে নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করতে হবে।
আরেকটি বিষয় হচ্ছে প্রশ্ন অ্যান্সার করার সময় নিজের ইগো বিসর্জন দিতে হবে। একটা প্রশ্ন যেটা তুমি অনেক বার প্র্যাক্টিস করে এসেছো কিন্ত পরীক্ষার হলে তোমার মিলছে না সেটাকে পরিহার করে এগিয়ে যাও।
আবার কিছু ট্রিকি কোয়ালিটেটিভ কোশ্চেন থাকে যেগুলো সেট করাই হয় টাইম ওয়েস্ট করানোর জন্য। মনে রেখো প্রত্যেকটি প্রশ্নে সমান মার্ক। এই স্পেশাল প্রশ্নটি অ্যান্সার করতে পারলে তুমি কোন এক্সট্রা মার্ক পাবে না।
প্রিপারেশন, কোথা থেকে কিভাবে কি কি পড়বো
Math
যেসব বিষয় থেকে প্রশ্ন আসে-
Numbers
Factors Multipls HCM LCM
Fractions, Decimals
Average, Age, Percent
Profit Loss, Interest
Ratio, Proportion and Mixture
Time and Distance
Work, Pipe, Cistern
Geometry
Materials:
Math এর জন্য Metors/Saifurs Math Qbank আর বিগত বছর এর কোশ্চেন সলভ (বোথ MBA, BBA) মাস্ট। এগুলো করার পর যদি কারো আরো অ্যাডভান্সড লেভেল করতে ইচ্ছা হয় তাহলে GMATclub থেকে প্র্যাক্টিস করতে পারে।
আরেকটা মোটা বই আছে আগারওয়ালের যেখানে অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ রয়েছে। তবে সেটি না ধরারই উপদেশ থাকবে আমার পক্ষ থেকে।
আইবিএ তে এমন কোন ম্যাথ আসে না যেটা খুবই হাই লেভেলের। তবে নির্দিষ্ট টাইমের মধ্যে ক্যালকুলেটর ছাড়া এগুলো সলভ করাটাই চ্যালেঞ্জ।
English
ইংরেজীতে দুটি অংশ। ভোকাবুলারি আর গ্রামার।
যা যা আসেঃ
Sentence Correction
Sentence Completion
Error Detection
Antonym, Synonym, Analogy
Reading Comprehension
Rearranging (rarely)
Material:
ভোকাবুলারির জন্য আমার রিকমেন্ডেশন থাকবে ৭০০-৮০০ ওয়ার্ড পড়া। সম্ভব না হলে কমপক্ষে ৫০০ ওয়ার্ডস পড়া। প্রথমত Barron’s ৩৩৩ মাস্ট। এরপর Barron’s or Magoosh Gre থেকে তোমার সাধ্যমত আরো পড়ো (Upto 500 more)।
তবে খেয়াল রাখতে হবে সুপারফিশিয়াল পড়ে লাভ নেই। যে কয়টা ওয়ার্ড পড়লে যদি সেগুলোর অর্থ এবং ব্যবহার সঠিকভাবে উপলব্ধি করতে না পারো যত ওয়ার্ডস ই পড়ো তেমন ভাল ফলাফল পাবে না৷
ভোকাবুলারি ইফেক্টিভলি মনে রাখার জন্য দুই ভাবে পড়া যায়৷ একটী হচ্ছে Root ওয়ার্ড ধরে ধরে। আরেকটি হচ্ছে Mnemonic দিয়ে।
নিমোনিক দিয়ে পড়াটা আমার কাছে পার্সোনালি ভাল লাগে কারণ এভাবে পড়তে বোরিং লাগে না৷
Mnemonicdictionary.com. এখান থেকে যে কেউ নিজের ইচ্ছা মত নিমোনিক চুজ করে পড়তে পারো। আবার নিজেও বানাতে পারো।
গ্রামারের বেসিক ক্লিয়ার করার জন্য Cliff’s Toefl টা ঝেড়ে ফেলো।
আর প্র্যাক্টিসের জন্য Barron’s SAT, Majortest এর SAT part থেকে sentence correction, error Detection, Sentence completion করো। এর পাশাপাশি অফিশিয়াল GMAT review.
এগুলো হয়ে গেলে previous year solve করে নিজেকে যাচাই করো।
Analytical:
এখানে যা যা আসেঃ
Puzzle
Critical Reasoning
Data Sufficiency (এই পার্ট টা কখনো ম্যাথে আসে কখনো Anlaytical এ)
Previous year solve করতে পারলে enough. আরো করতে চাইলে 200 Puzzles PDF দেখতে পারো । ওখানে ব্যাখ্যা সহ সল্যুশন দেয়া আছে। থেকে যত পারো প্র্যাক্টিস করো।
PDF টি Capstone এর পেজ এবং ওয়েবসাইটে দেয়া আছে ।
Writing:
যা যা আসে
Translation
Paragraph Writing
এটা সম্পূর্ন প্র্যাক্টিসের উপর আর ফ্লুয়েন্সির উপর। বাংলাদেশ সম্পর্কিত কিছু কমন ডাটা মনে রাখো যা যেকোন বিষয়ে লেখায় ঝেড়ে দেয়া যায়।
সমসাময়িক বিষয়ের সম্পর্কে ধারণা রাখতে পারলে ভাল যাতে এমন না হয় যে বিষয়ে লিখতে দেয়া হয়েছে তা সম্পর্কে কিছুই জানো না।
এছাড়া একটা প্যারাগ্রাফ এর স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নাও। একেকটা ফেজ থেকে ট্রাঞ্জিশন করার সময় কিছু Common Phrase ইউজ করে রিডারকে অ্যাট্রাক্ট করা যায়।
আর যেসব ভোকাবুলারি শিখবে পারলে সেগুলো লেখায় ইউজ করতে পারলে ভাল। তবে Inappropriate/ Awkward ভাবে ইউজ করার চেয়ে না করা ভাল।
সবচেয়ে গুরুত্বপূর্ন লেখার গ্রামার ঠিক রাখা, বানান ভুল না করা আর পরিচ্ছন্নতা বজায় রাখা।
লেখা খুব অ্যাস্থেটিক হতে হবে বা চমৎকার ভাষাশৈলীর প্রয়োগ দেখাতে হবে এমন কোন কথা নেই। এগুলো করতে গেলেই দেখা যাবে সময় শেষ কিন্ত লেখা শেষ হয়নি।
এত বকবক শুনে যারা ইন্সপায়ার্ড হয়েছো এবং ভাবছো এমন একটি প্রতিষ্ঠানের অংশ তুমিও হতে চাও তারা আর দেরী না করে এক্ষুণি শুরু করে দাও প্রস্ততি।
Hurry up!!! Time is running out!!
Capstone Education টানা ৭ ইনটেক ধরে আইবিএতে সাফল্যের শীর্ষে । Capstone সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের লাইফটাইম স্টুডেন্টশীপ দিয়ে থাকে, যেন একজন শিক্ষার্থী একবার ভর্তি হয়ে পরবর্তীতে আবারো ফ্রি ক্লাস করতে পারে ।
এছাড়াও থাকে ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস এবং 1 To 1 Care সহ অনেক সুবিধা ।
এই মুহুর্তে Capstone এর বিভিন্ন স্পেশাল ব্যাচে ভর্তি চলছে ।
ক্লাসগুলো সামনের মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
অনলাইনে আগে থেকেই ভর্তি কার্যক্রম চলছে। আপনারা যারা আগ্রহী তারা নিচের লিংকগুলোতে বিস্তারিত তথ্য পাবেন এবং ভর্তিও সরাসরি সেখান থেকেই হতে পারবেন।
আইবিএ বিবিএ রেগুলার ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/iba-bba-regular-batch/
আইবিএ এমবিএর ক্রাশ ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/iba-mba-crash-batch/
আইবিএ এক্সেকিউটিভ এমবিএর রেগুলার ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/executive-mba-of-iba/
প্রফেশনাল ইংলিশ স্পোকেন ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/professional-english-spoken/
IELTS প্রিমিয়াম ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/ielts-premium-batch/
বিস্তারিত জানতে কল করুন
01972-277 866
এছাড়া আইবিএ ও জবের ফ্রি টিপস এবং সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন
আইবিএর জন্য গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/capstone.education/
জব এবং বিসিএসের জন্য গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
0 Comments
Leave a comment