Math :
1. Saifurs math : এই বইটি আমার খুবই ভালো লেগেছে, বইটির প্রতি চ্যাপটারের শুরুতে কিছু বেসিক কন্সেপ্ট ও ফরমুলা আলোচনা করা হয়েছে এবং ঐ আঙিকে কিছু sample math দেওয়া আছে।
এই বই থেকে ম্যাথ ঠিকমত শেষ করতে পারলে IBA সহ যেকোনো কম্পিটিটিভ এক্সাম এর একটা ভাল প্রিপারেশন আপনার হয়ে যাবে।2. Mentors Q bank : এই বইয়ে IBA MBA,BBA তে বিগত ২০ বছরে আসা সকল প্রশ্ন এবং তার সল্যুশন চ্যাপ্টারওয়াইজ দেওয়া আছে। এই বইটি বারবার করে করবেন, যেন দেখা মাত্রই আপনি সল্যুশন করতে পারেন।
Mentors geometry পার্ট করার আগে Agarwal এর বইয়ের Area চ্যাপ্টার থেকে জ্যামিতির বেসিক সূত্র গুলা অবশ্যই দেখে নিবেন। IBA Aspirants দের Mentors Q bank অবশ্যই শেষ করতে হবে।
3. Saifurs IBA MBA Q bank : এখন আপনি এই বই থেকে যেকোনো এক বছরের ম্যাথ প্রশ্ন সিলেক্ট করুন। ঘড়ি ধরে দেখুন ঐ সেকশন থেকে ৬০% প্রশ্ন সলভ করতে আপনার কতটুকু টাইম লাগছে।
আমি ৩০-৩৫ মিনিটের মধ্যে ম্যাথ পার্ট শেষ করার চেষ্টা করতাম, কিন্তু কোনো অবস্থাতেই ৪০ মিনিটের বেশী নিবেন না।
এবার কিছু website,app সাজেস্ট করব যা আপনার প্রিপারেশন কে আরো strengthen করবে।
কিন্তু মনে রাখবেন, বেশি বেশি সোর্স থেকে হাজার হাজার ম্যাথ করতে গিয়ে বেসিক ম্যাথ ভুলে যাবেন না। তাই এগুলা করার সাথে সাথে উপরের ৩ টা বই অবশ্যই প্র্যাক্টিস করতে থাকবেন।
1. Adda247 : এটি একটি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল, প্লে স্টোরে এটার app ও আছে। অনেকেই এই চ্যানেলের নাম শুনে নাই, কিন্তু এত অসাধারণ চ্যানেল আমি দেখি নাই।
এরা মূলত ইন্ডিয়ার ব্যাংক এক্সামের প্রশ্ন নিয়ে আলোচনা করে যার সাথে আইবিএর প্যাটার্ন পুরোপুরি মিলে যায়, ফলে কিছু প্রশ্ন কমনও পেয়ে যাতে পারেন।
2. Lofoya.com : এখানে ম্যাথ শুরু করার সাথে সাথে ঐ app এই আপনি time start করতে পারবেন।
ফলে কোন অংক করতে আপনার কতটুকু টাইম লাগতেসে সেটা বুঝতে পারবেন। এই website থেকে number system অবশ্যই করবেন।
এছাড়া indiabix.com, gmat club থেকেও প্রাকটিস করতে পারেন। আসলে যত করবেন তত মাথা খুলবে, যত সোর্স থেকে করবেন, তত নতুন ম্যাথ দেখার অভ্যস্ততা হবে, ফলে এক্সাম এ নতুন ম্যাথ দেখলে ঘাবড়ে যাবেন না।
শেষ কথা হচ্ছে, আপনি যে বই শুরু করবেন ওইটা শেষ করেন, কন্সেপ্ট ক্লিয়ার করেন। হাজার টা অংক ১ বার করে করার চেয়ে ১ টা অংক হাজার বার করা ভাল।
English
আইবিএ তে ইংলিশ পার্ট বরাবরই কঠিন আসে, এজন্য এটাতে ইম্প্রুভ করার কোন বিকল্প নাই। ইংলিশ এ বেশ কয়েকটা সেকশন থেকে প্রশ্ন আসে-
1. vocabulary :
এবার দেখে নিন কি কি পড়বেন –
a)word smart : word smart 1&2 ভাল মত শেষ করে যাবেন, আর কিছু দরকার নেই। কারন যতই পড়েন না কেন, ওয়ার্ড ১০০% কমন পড়বে না কখনও।
– পড়ার টেবিলের সামনে sticky notes এ ওয়ার্ড লিখে ঝুলিয়ে রাখতাম
– মেসেঞ্জার এ ফ্রেন্ডসদের nickname কোনো কঠিন শব্দ( অবশ্যই তার character এর সাথে যায় এমন) দিয়ে সেভ করে রাখতাম ।
আর ওয়ার্ড মনে রাখার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে – ‘reading habit’. আপনার reading habit যত বেশি, আপনি তত বেশি ওয়ার্ড মনে রাখতে পারবেন।b) অবশ্যই ইংরেজি নিউজপেপার, আর্টিকেল, ম্যাগাজিন, নোভেল পড়ার অভ্যাস করবেন। আমি কিছু website এন্ড app সাজেস্ট করে দিচ্ছি –
Magazine- readers digest
App – medium.com, Knappily, The new republic
website – vocabulary. com ( this website is excellent)
2. Grammar :
Analytical :
এই হল আমার তরফ থেকে প্রিপারেশন হ্যাকস । আপনাদের কাজে লাগলে আমার ভালো লাগবে ।
আর সব কথার শেষ কথা হল,
If you are really willing to study in IBA, start from today, get obsessed with it. best of luck.
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএসহ বিভিন্ন জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
গত বছরই আইবিএতে কোয়ালিফাই করেছে ৬০ জনের উপর, তার আগের বছর ৬২ জনের মত। এছাড়া বাংলাদেশ ব্যাংক, NSI, দুদক, পেট্রোবাংলার এক্সামগুলোতেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট কোয়ালিফাই করছে।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- জব প্রিমিয়াম + আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ
- এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
- IELTS প্রিমিয়াম ব্যাচ
যারা ভর্তি হতে চান তারা নিচের লিংক থেকে সরাসরি আসন কনফার্ম করুন ⤵️
(SSLCOMMERZ এর মাধ্যমে সম্পুর্ণ নিরাপদ পেমেন্ট । বিকাশ, রকেট, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন)
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
🔷আইবিএ বিবিএ স্পেশাল অফলাইন ব্যাচ
https://www.capstonebd.com/services/iba-bba-special-regular-batch-offline/
🔷আইবিএ বিবিএ স্পেশাল অনলাইন ব্যাচ
https://www.capstonebd.com/services/iba-bba-special-regular-batch/
🔷আইবিএ এক্সেকিউটিভ এমবিএ স্পেশাল অনলাইন ব্যাচ
https://www.capstonebd.com/services/executive-mba-of-iba/
🔷IELTS প্রিমিয়াম অনলাইন ব্যাচ
https://www.capstonebd.com/services/ielts-premium-batch-online/
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment