একটা মানুষের কথা না বললেই নয় । আমার ভাইভার আগের দিন ৫৯ এর জয়ন্ত ভর্মন শুভ্র ভাইকে ( আমার ক্যাম্পাস, চুয়েটের সিনিওর) কল দিয়েছিলাম । বললাম ‘ ভাই, আপনার কি মনে হয় ? আমারে নিবে তো ? ‘
ভাই বললো ‘দেখ সাধু , তুই ভাইভাতে বাদ পড়ার মত ছেলে না ‘ ভাইয়ের ঐ দিনের রিপ্লাইটা আমাকে অনেক বেশী কনফিডেন্স দিয়েছিলো ।
ফাকাফাকি(চট্রগ্রাম এর ভাষা,যার বাংলা অনুবাদ হলো বাড়িয়ে বলা ) না করেই বলি, আমি আসলে শেষ মুহুর্তে হঠাৎ খুব নার্ভাস গিয়েছিলাম ।
আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমার উপর দিয়ে রোলার কোস্টার গেলেও আমি হাসা বন্ধ করবো না (Believe me, it is the best way to hide your nervousness if it looks normal )।
আর Capstone এর মক ভাইভাতে সিনিয়ররা বার বার বলেও দিয়েছিলেন যে, আই কন্টান্ট রাখা আর হাসিমুখে কথা বলাটা খুব জরুরী।
আমার বোর্ডে আমি ছিলাম সিক্সথ। ৫ জন ছিলেন বোর্ডে, ২ জন ম্যাডাম আর ৩ জন স্যার । এর মধ্যে তৎকালীনি চেয়ারম্যান স্যারও (সাইফুল স্যার) ছিলেন , বাকিদের এখন চিনি তখন চিনতাম না।
Me: May I come in sir? (With a smile)
Sir: yes, come in. (Chairman Sir was smiling, I was too)
Me: Assalamualaikum (And I gave a look to all of them as I was taught in mock viva)
Chairman sir: You have nice hair cut young man! (He was smiling as a bully. But my hair cut was quite normal.)
Me: Thank you sir (again, with a smile). I did it in front of my house in a little barber shop.
Chairman sir: oh! Your little barber shop did a good job.
Me: Yes sir, they always serve well (with smile ).
Chairman sir: so, (he loudly uttered my CGPA, as I had high CGPA) ………….
Me: yes sir, I was quite regular in my academic life.
Mam: little bit louder
Me: ok mam.
Sir: why have you worn a suit?
Me: I heard from my seniors that it is quite a formal attire for a viva.
Sir: Didn’t you ask them in which season you should wear suit?
Me: I did sir, but they said I don’t need to think of that as IBA classrooms are fully air conditioned.
Sir: Will you were same suit if your viva were scheduled at 7 pm? (Because my suit was ash colored. try to wear black / royal blue suit)
Me: I have to sir as I don’t have another.
Sir: so, for how long you have been unemployed?
Me: sir,5/4 months at best.
Sir: why?
Me: I said that I was desperate for IBA and I was preparing myself after completing my graduation.
Mam: 5/6 months? 😮
Me: yes mam. I attended in few vivas as well. Among the, One was multinational and the others were local companies.
Sir: Did any one call you for job? (They usually try, in many cases, to make you nervous and make you feel that you are useless)
Me: yes sir, I didn’t join as they were asking for 3 years agreement.
Sir: so, what! you are unemployed already. What will you do if we do not select you for this intake?
Me: I will try again for December intake (You have to show them that you are desperate for IBA)
Sir: Ow! You will wait for another 6 months!!!
Me: yes sir. As I am focused to my goal and I would stick to it till I can achieve it.( I was smiling though it seemed All of them were not pleased to me)
Sir: tell me you career plan in 30 seconds.
Me: (I did accordingly)
Sir: Time up! you said nothing, Even You don’t have any career goals!!! Didn’t you understand my query?
Me: sorry sir! (it is one of the most important fact, always admit first) actually I was running out of time to complete it. (though I said perfectly as I was well prepared, but he was trying to confuse me)
Sir: what did you know about IBA?
Me: answered correctly
Sir: you sure about that?
Me: sorry sir, actually I had a little glimpse in website sir. I didn’t have time to check in details. (Always admit first. I was right in that time also, but again he was again trying ……….)
Sir: Why there are so many music pops stars in Chittagong? (As I mentioned myself, as a musician, in my extracurricular activities)
Me: answered … and mentioned the name of Ayyub bacchu.
Chairman sir: only Ayyub bacchu?
Me: I uttered more names.
Mam: I think you are not fit as a manager; how do you refute it?
Me: Answered accordingly as I was well prepared to answer any query related to ‘qualities of good manager’ (but I was exaggerating which is not good in some case)
এর পর দেখি সবাই চুপচাপ । আমি সবার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষন । অনেক সময় পরে রিপ্লাই দিলো ।
ok, check your result in 11th on this month.
আর এই রিপ্লাইটার জন্যে অপেক্ষা করছিলাম তখন ( এর মানে নাকি পজিটিভ )
আমি ভাইভা দিয়ে হতাশ ছিলাম অনেকটা,ভাবলাম আমি বুঝি শেষ। একজন স্যার তো খালি মোবাইল গুতাচ্ছিলো , আর চেয়ারম্যান স্যার খালি হাসতেছিলো ।
আমি ঠিক বললেও হাসে ভুল বললেও হাসে, কেন হাসতো তখন বুঝি নাই , এখন কিছুটা বুঝি ( আই বি তে আসলে এগুলো নিয়ে কথা হবে অনেক )।
যাই হোক সব কিছু উপরওয়ালার উপর ।
তবে কনফিডেন্স ধরে রাখার জন্যে আই কন্টাক্ট এন্ড স্মাইলিং খুব ইম্পরটেন্ট আমার মতে।
কিছু ফ্যাক্ট না বললেই নয়
- কনফিডেন্ট থাকবেন ঠিক আছে , ওভার কনফিডেন্ট না ।
- স্যাররা প্রচুর ফ্রেন্ডলি, মোটেও খারাপ ব্যবহার করে না যদি না আপনি কোন বেয়াদবি করেন। ( কোথায় কি শুনছেন ভুলে যান )।
- আর যাই করেন , মিথ্যা বলতে যায়েন না । বললেও খুব হিসেব করে বলবেন প্লিজ । কারন , আপনার ওস্তাদরাই ( আই বি এ ফ্যাকাল্টি ) ভাইভা বোর্ডে বসছে।
- কিছু কমন প্রশ্ন সবাইকেই করে , ঐ গুলোর জন্যে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন ।
- আর যে কয়টা দিন আছে, সবার ভাইভা এক্সপেরিয়েন্স গুলো একবার চোখ বুলিয়ে যান । কাজে দিবে ইনশা-আল্লাহ ।
প্রে টু অলমাইটি ( এইটা খুব ইম্পরটেন্ট, ভাগ্যের মাইর বড় মাইর ) ।
————————————————————–
আইবিএর ৬২ ইনটেকের রিটেনে কোয়ালিফাই করা শিক্ষার্থীদের জন্য Capstone Education আগামী ২০,২১,২৪,২৫ ডিসেম্বর স্পেশাল মক সেশন আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ্ ।
সেশনটি সবার জন্য উন্মুক্ত এবং কোন ফি লাগবে না । এতে অংশ নিতে Capstone এর ছাত্র বা ছাত্রী হওয়াও ম্যান্ডাটরি না ।
আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করে রাখুন
https://forms.gle/xxv26uSgLQxg3g2u6
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬২ ইনটেকে Capstone থেকে এখন পর্যন্ত রিটেনে কোয়ালিফাই করেছে ৬৬ জন।
৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ—– ( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ—-(২,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ—–( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
যারা সুইডেনে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
https://forms.gle/1kym54RqGer9wZqm6
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment