ইংলিশে আশানুরূপ উন্নতি না হবার কারণ ও এর সমাধান
———————————–
অনেকের ১টা কমন কোয়েরি থাকে যে, ১ ডজন কমন বই যেমনঃ ক্লিফস টোফেল, অফিসিয়াল জিম্যাট, বিগ বুক শলভ করার পরও ভারবাল সেকশনে আশানুরূপ ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না । আসলে শুধুমাত্র একাডেমিক বই পড়ে ইংলিশে উন্নতি করা সম্ভবও না । কেন ?
কারণ, ছোটবেলা থেকেই আমাদের দেশের কারিকুলামে ইংলিশকে ১টা পড়ার সাবজেক্ট বানানো হয়েছে । অথচ ইংলিশ কেবলমাত্র ১ টা ভাষা । বাট এটাকে কখনই ভাষার মত ট্রিট করা হয়নি । তাই ৮০% ছেলেমেয়েরা ইংলিশের কারণে সাফার করছে ।
ব্যাপারটাকে একটু সহজভাবে চিন্তা করুন । গ্রাম থেকে একজন লেখাপড়া না জানা কৃষককেও যদি ১ বছরের জন্য ইউকেতে পাঠিয়ে দেন তাহলে এক বছর পর কি দেখতে পাবেন ? সে অনর্গল ইংলিশে কথা বলে যাচ্ছে ! কিভাবে সম্ভব হয়েছে ?
কারণ যেকোন ভাষা শেখার প্রথম স্টেপ হচ্ছে আগে প্রচুর পরিমাণে সে ভাষা শোনা । তারপর সে ভাষাতেই কমিউনিকেট করার চেষ্টা করা অর্থাৎ, স্পোকেন করা । তারপর সে ভাষাতে পড়ার চেষ্টা করা । এরপর লেখার চেষ্টা করা ।
অথচ আমাদের দেশে ঠিক উল্টাটা হয়ে আসছে । প্রথমে লেখানো হয়, তারপর পড়ানো হয় আর প্রথম ২টা স্টেপ অনুসরণ করা হয় না বললেই চলে ।
এজন্যই দেখবেন যাদের ছোটবেলা থেকে প্রচুর ইংলিশে শোনার অভ্যাস আর ইংলিশে স্পোকেনের অভ্যাস থাকে, অথবা ইংলিশ নভেল পড়ার অভ্যাস আছে, তারা ইংলিশে সাধারণত আটকান না । অথচ অনেকেই গাঁদা গাঁদা গ্রামারের রুল শিখেও, ১০-১২ টা ইংলিশ টেক্সট বুক শলভ করেও ইংলিশে আশানুরূপ ইমপ্রুভমেন্ট দেখতে না পেয়ে হতাশ হন ।
সো ইংলিশে অপটিমাম উন্নতি চাইলে ইংলিশ পড়ার ধরন বদলাতে হবে । প্রচুর পরিমাণ ইংলিশ শুনতে হবে, স্পোকেন প্র্যাকটিস করতে হবে, রিডিং হ্যাবিট বাড়াতে হবে এবং ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করতে হবে ।
কি ধরণের জিনিস শুনবেন ? আমার প্রথম পছন্দ বিবিসি । যদিও অনেক মিথ্যা কথা শুনবেন তারপরও ওদের স্পিকিং প্যাটার্ন আনম্যাচড ।
আমার আরেকটা পছন্দের জায়গা হচ্ছে ভালো ইসলামিক লেকচার শোনা । নোমান আলি খান, মুফতি মেনক, ইয়াসির কাদি, উমার সুলাইমানের উচ্চারণ
খুব চমৎকার এবং প্রেজেন্টেশন স্কিলও খুব ভালো । শুনতে পারেন চাইলে ।
স্পোকেনের জন্য কিছু ফ্রেন্ড বেছে নিতে পারেন যারা আপনারই মত প্রিপারেশন নিচ্ছে । সম্ভব না হলে নিজে নিজে কিছু সময় স্পোকেন করে রেকর্ড করে আবার শুনুন । অথবা যখন কিছু পড়বেন তখন জোরে জোরে পড়ুন ।
কি পড়বেন ? যা ভালো লাগে পড়ুন ! মনে করুন, আপনি প্রিপারেশনের জন্য পড়ছেন না, জানার জন্য পড়ছেন, ভালো লাগে তাই পড়ছেন । দেখবেন প্রিপারেশনটা তখন আর বোরিং লাগবে না । স্ট্যান্দার্ড রিডিং ম্যাটেরিয়ালগুলোর মধ্যে নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ইকোনোমিস্ট অথবা ভালো কোন নভেল ।
আমি কুরআনও ইংলিশটা পড়ে থাকি । The noble Quran or The Sahih International এর ট্রান্সলেশটা খুবই চমৎকার । Play Store বা Apple Store-এ সহজেই পাওয়া যাবে ।
https://play.google.com/store/apps/details?id=com.greentech.quran&hl=en
সারাদিনে অন্তত ৮-১০ লাইন লিখুন । যা ভালো লাগে লিখুন । বাট ডেইলি লিখুন ।
আমি আইবিএ প্রিপারেশন জাস্ট এই স্টেপগুলো দিয়ে শুরু করেছিলাম । এই স্টেপগুলো জাস্ট এক মাস এক নাগাড়ে মেইন্টেইন করলে আপনার ইংলিশে ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য ইনশাআল্লাহ্ !
3 Comments
Samir Mazumder May 29, 2016
its not a bad idea
Mustafizur Rahaman Rumon May 29, 2016
Shukran Zajhilan bhai.
Rejuanul Abedin Sohan June 03, 2016
koi viya book list to paina ?
pls give the link
Leave a comment