ইংলিশ স্পোকেনে ভালো দক্ষতা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চাকরী, ভাইভা, ব্যবসা সবক্ষেত্রে আজ এর গুরুত্ব অপরিসীম । এটা নিয়ে অনেকের মাঝে ভয় ও হীনমন্মতা কাজ করে।
ইংলিশ স্পোকেনের ৫টি দরকারি টিপস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে
১. গ্রামারের দিকে ফোকাস করবেন না
আচ্ছা ১টা লেখাপড়া না জানা মানুষকে যদি লন্ডন পাঠানো হয় । তাহলে কি সে ৬ মাস-১ বছরের মধ্যে ইংরেজীতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না ? সে কি গ্রামার শিখে ?
নাকি জাস্ট কথা বলতে থাকে এবং অন্যদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে থাকে ? সো আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে যান তাহলে আপনার শেখার গতি স্লো হয়ে যাবে এবং ফ্রাসট্রেটেড হয়ে যাবেন ।
মজার ব্যাপার হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকারদের ৮০% ই গ্রামার ভালো জানেন না ।
সো ইংলিশ শিখতে গেলে শুরুতেই গ্রামারের দিকে ফোকাস করা বাদ দিতে হবে । হাঁ তবে একটু এফিসিয়েন্সী আসার পর তখন গ্রামার নিয়ে আগানো যেতে পারে ।
২. প্রচুর পরিমানে ইংলিশ শুনুন
গ্রামের সেই লোকটা লন্ডনে বসে কি করে ?
সে ইংলিশ শুনে । যে কোন ভাষা শেখার প্রথম স্টেপই হচ্ছে অনেক বেশী পরিমান শোনা ।
সো অনেক বেশী বেশী করে শুনতে থাকুন । বিশেষ করে যারা ন্যাটিভ স্পিকার তাদের কথা বেশী করে শুনুন ।
আল-জাজিরা, বিবিসি এগুলো দেখতে শুনতে পারেন । মুভি-টুভিও সাবটাইটেল দিয়ে শুনতে পারেন ।
৩. লজ্জা ভেঙ্গে স্পিকিং করুন
গ্রামের সে মানুষটা যদি লজ্জা পেয়ে চুপচাপ করে বসে থাকে তাহলে তো তাকে না খেয়ে মরতে হবে । সে কি করবে ?
সে ভুল-ভাল ইংলিশে কমিউনিকেট করতে থাকবে এবং আস্তে আস্তে উন্নতি করতে থাকবে । সো যারা স্পিকিং ইম্প্রুভ করতে চান তারা ইংলিশে কথা বলতে শুরু করুন ।
প্রথমে কোন বন্ধু-বান্ধব বা নিকটাত্মীয় কার সাথে করতে পারেন । যদি একান্তই কাউকে না পান তাহলে আয়নার সামনে কমপক্ষে ১০ মিনিট একা একা কথা ব্লুন ।
৪. ইংরেজী পড়ুন এবং লিখুন
লেখা এবং পড়া আপনার ইমপ্রুভমেন্টকে আরো বেগবান করার জন্য । অন্যথায় স্পিকিংয়ে অনেক ভুল থেকে যাবে । পড়ার কোন নির্দিষ্ট ম্যাটেরিয়ালস নেই ।
যা পান জাস্ট পড়ুন । যা ভালো লাগে পড়ুন । জাস্ট মেক ইট ইন্টারেস্টিং ফর ইউ ! সেট করুন দিনে যেন কমপক্ষে ১০ পাতা করে আপনি পড়ছেন ।
এবার অন্তত ১০ লাইন হলেও লিখুন । শুরুতে অতটা স্ট্যান্ডার্ড হবে না । বাট আস্তে আস্তে দেখবেন উন্নতি হচ্ছে ।
৫. ইংলিশ ফ্রেজ শিখুন
আপনি অনেক শব্দ জানেন কিন্তু সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেন না, এটা কি একটু আশ্চর্যজনক ব্যাপার না ?
এর কারণ কি?
কারণ আর কিছু নয় ; ইংরেজী ফ্রেজ সম্পর্কে আপনার নলেজ কিছুটা কম। সুতরাং আপনাকে ওয়ার্ড যেমন জানতে হবে তেমনি জানতে হবে ফ্রেজ সম্পর্কে ।
আপনি এক হাজার ওয়ার্ড জানেন কিন্তু আপনি একটি সঠিক বাক্য তৈরি নাও করতে পারেন। আবার আপনি একটি ফ্রেজ জানেন, তখন আপনি শত শত সঠিক বাক্য তৈরি করতে পারবেন।
আপনি যদি এক হাজার ফ্রেজ জানেন, তাহলে আপনি নিজেই আশ্চর্যন্বিত হয়ে যাবেন কত শত শত বাক্য আপনি বলতে পারছেন।
হ্যাপি প্রিপেয়ারিং !
Capstone Professional Spoken English কোর্সে ৩৩% ডিসকাউন্টে ভর্তি চলছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে । আসন সংখ্যা সীমিত । তাই দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে । রেজিস্ট্রেশন লিংক
https://www.capstonebd.com/professional-english-spoken/
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education টানা ৬ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
IBA BBA Special কোর্সে ৩৩% ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও ফ্রি স্পোকেন কোর্স ও সাথে D ইউনিট কোর্স ফ্রি দেয়া হচ্ছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://forms.gle/3GRaUejXdGBg5DWn7
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
6 Comments
Rapunzel’s Creativity May 17, 2016
please give some examples of english phrases…………………….
Md Saleh Foisal May 23, 2016
indian sub continent e English er j pronunciation use kre setai follow krbo or British/American sikhar cesta krbo for example phonetics sikbo naki
Shawn Khan Mobin June 30, 2016
good
Sahadat Hossain June 30, 2016
Nice article
Leave a comment