শায়খ মির্জা ইয়াওয়ার বেগ ১টা কথা প্রায়ই বলে থাকেন,
” যে ব্যাপারের উপর তোমার কোন নিয়ন্ত্রণ নেই, সে ব্যাপারগুলোকে তোমার নিয়ন্ত্রনাধীন কাজগুলোর উপর এফেক্ট ফেলতে দিও না । ”
এক্সাম দিছেন, যা পারার পারছেন, যা দেবার দিছেন কাহিনী শেষ । কাট-মার্ক কত হবে এটা আইবিএ অথোরিটি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না ।
তবে আইবিএর কাট-মার্ক সেকশন-ওয়াইজ ৪০% এর নিচে এবং ৬০% এর উপর হইছে বলে কখনও শুনি নাই । তবে ১টা এক্সেপশন শুনছিলাম ।
আমার ব্যাচের একজন ম্যাথসে ১১টা এন্সার করে টিকছে । তবে তার ভারবাল সেকশন এক্সসেপশনালী ভালো ছিল । প্রোবাবলী ২৮-২৯ টা কারেক্ট করছিল সে ।
এছাড়া এতগুলো গ্রামার বা ভোকাব কেন দিল, ম্যাথসে এবার কেন ২৫টা দিল বা ম্যাথসগুলো কেন লেংথি করলো, ডাটা সাফেসিয়েন্সী এর অপশন কেন চেঞ্জ করলো এসব ব্যাপারে কথা-বার্তা এই মুহূর্তে টাইম-লস ছাড়া কিছুই না ।
কারণ এসবের কোন কিছুই আপনার বা অন্য কারো হাতে নাই ।
রেসাল্ট ৩ জুলাই দিবে । সো যারা এক্সাম মোটামুটি ভালো দিছেন বা টিকার আশা করতেছেন, তারা স্পোকেন প্র্যাকটিস শুরু করেন । স্পোকেনে ফ্লুয়েন্সী ভাইভাতে আপনাকে ৭০% টিকাই দিবে ।
৬০% ক্যান্ডিডেট জাস্ট স্পোকেনে ফ্লুয়েন্ট না থাকার কারণে বাদ পড়ে । হা প্রোনানসিয়েশনের দিকে অত ফোকাস করার দরকার নাই । জাস্ট ফ্লুয়েন্ট হবার ট্রাই করেন ।
যারা এক্সাম খারাপ দিছেন তারা আফসোস করা বাদ দিয়ে কিছুটা টাইম নেন । কেন ভালো হল না, কোথায় আরেকটু ভালো করতে পারতেন এসব নিয়ে একটু ভাবেন ।
নতুন চ্যালেঞ্জ খোঁজেন । মানে নতুন কোন জায়গায় এক্সাম দেন বা নতুন কিছু এচিভ করার ট্রাই করেন । এবং যে ভুলগুলো আজকে করছেন সেগুলো অমিট করার ট্রাই করেন ।
মনে রাখবেন আইবিএর মত জায়গায় ২-৩টা ট্রাই দিয়ে টেকাটাও বেনেফিসিয়াল । কারণ আইবিএ আপনার ক্যারিয়ারকে অন্তত পাঁচ বছর আগায় দিবে ।
যে চেষ্টা করেন, আল্লাহ্ সুবহানাহুওতায়াল তাকে বঞ্ছিত করেন না । নেক্সট টাইম আরো ভালো এফোর্ট দেন, যেন আপনাকে খালি হাতে ফিরতে না হয় ।
শুভ কামনা সবার জন্য । 🙂
0 Comments
Leave a comment