অনেকেই কনফিউশনে থাকনে যে, কিভাবে IBA এর জন্য নিজেকে প্রস্তুত করব , প্রথম ধাপটি কেমন হবে । নিচে এ ব্যাপারে ১টা গাইডলাইন দেয়া হচ্ছে । এছাড়া এখান লিংকে ক্লিক করে প্রয়োজনীয় বইয়ের লিস্ট এবং বইগুলো পড়ার নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন এখানে IBA এর প্রস্তুতিতে বইগুলো কিভাবে পড়বো ।
যে কোন কাজ শুরু করার আগে সবার আগে প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ।
আপনি কোচিং করেন, প্রাইভেট পড়েন অথবা একা একা প্রিপারেশন নেন—যাই করেন না কেন, আপনি যদি well-organized না হোন অথবা আপনার নিজের শক্তি-মত্তা ও দুর্বলতা সম্পর্কে ভালো ধারনা না থাকে তাহলে লক্ষ্যে পৌঁছতে পারবেন না ।
প্রস্তুতি শুরু করার আগে Self-evaluation টা খুব জরুরী । নিচে এ সম্পর্কে কিছু ধারনা দেয়া হল ।
১। প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কবে IBA-এর exam এ বসতে চাচ্ছেন।
২।এরপর চান্স পেতে ন্যনতম কত মার্কস দরকার তা হিসেব করে দেখুন ।
৩।এখন আপনাকে বের করতে হবে বর্তমানে আপনার অবস্থান কোথায় ।
৪। এর জন্য বাসায় বসে আগের বছরের প্রশ্ন থেকে নিজে নিজে কমপক্ষে ৩টি টেস্ট দিন ।
৫। এরপর নিজে নিজে Correction করুন ।
৬। এরপর প্লান করুন।
এখন প্রশ্ন চলে আসে প্রিপারেশন কি একা একা নিব নাকি কোচিং বা কারো সাহায্য নিব ? অথবা আইবিএর প্রিপারেশন কি একা একা নেয়া যায় ?
আইবিএর প্রিপারেশন একা নেয়া সম্ভব । আপনি যদি সেলফ মোটিভেটেড হোন, প্রচুর খাটাখাটনি করার মত সামর্থ্য ও ধৈর্য থাকে, ম্যাথ, ইংলিশ, ইংলিশ রাইটিং স্কিল ও এনালাইটিক্যাল থিকিংয়ে মোটামুটি ভালো দখল থেকে থাকে তাহলে কোচিং করার দরকার নেই ।
অথবা আপনার তিনটা টেস্টের এভারেজ যদি ৬০% হয় অর্থাৎ, প্রতিটি সেকশনে যদি আপনি আলাদাভাবে ৬০% করে পান তাহলে আপনার কোচিং করার প্রয়োজন নেই ।
যদি ৬০% এর নিচে আসে ?
সেক্ষেত্রে প্রেফার করবো কারো হেল্প নিন । কারন এটা আপনার সারাজীবনের ইনভেস্টমেন্ট । আইবিএতে একবার চান্স পেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ্ !
এখন কেউ যদি কেউ কোন কারণে কোচিং করতে না চায় অথবা কোন সমস্যার কারণে কারো হেল্প নেয়া সম্ভব না হয় তাহলে নিচের কাজগুলো করতে পারেন ।
ধরুন BBA/MBA তে আপনি Verbal Section এ 30%, Quantitative Section এ 50%, Analytical Ability এ পেলেন
25% ।
এখন ধরে নিলাম, তিন মাসের ভিতর আপনি exam এ বসতে চাচ্ছেন। তাই সময়টাকে আপনার শক্তি ও দুর্বলতার জায়গা অনুযায়ী ভাগ করে নিন । ৯০ দিন Daily ৪ ঘণ্টা করে মোট ৩৬০ ঘণ্টা (আরো বেশি সময় দিতে পারলে আরো ভালো )।
যেহেতু আপনি Quantitative এ ভালো তাই এখানে দিন ৭০ ঘণ্টা, Verbal এ একটু weak তাই এখানে ৯০ ঘণ্টা, Analytical আরেকটু weak তাই এখানে ১০০ ঘণ্টা। আপনার হাতে এখনও সময় থাকবে ১০০ ঘণ্টার মত । এ সময়ে বেশি বেশি করে revise করুন ।
পুরো preparation সময়টায় সবচেয়ে জরুরী বিষয় হল আপনি যে ভুল গুলো করছেন সেটি খুব ভালো করে ঠিক করে নেয়া যেন দ্বিতীয়বার same ভুল না হয়।
আর কনসেপ্টটা এমনভাবে develop করা যেন একটি ভুল থেকে আরো ৫টি ভুল আপনি ঠিক করে নিতে পারেন অর্থাৎ ভুলটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা।
IBA এর পরীক্ষায় আপনি Math, Verbal, Analytical কত ভালো পারেন সেটি মুখ্য না, আপনি ৯০ মিনিটে প্রতিটি সেকশনে কমপক্ষে ৬০% মার্কস পাচ্ছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ।
আর এর জন্য অভিজ্ঞ কারো পরামর্শ নেয়া খুব দরকার। কারন exam এ বসার আগে খুঁটিনাটি জিনিসগুলো জেনে নেয়াটাও খুব জরুরী। আপনি কষ্ট করে Preparation নিয়েও ছোট-খাট জিনিসের জন্য ধরা খেতে পারেন।
আশা করা যায় এই way তে আগালে নিজের অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পাওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে একটি sound preparation নেয়া সম্ভব ইনশা-আল্লাহ । তো আর দেরী না করে শুরু হয়ে যাক !!!
যে স্পেশাল ব্যাচগুলো থেকে ২০১৬-তে আইবিএতে ৩৫ জন রিটেনে কোয়ালিফাই করেছে সে স্পেশাল রেগুলার ব্যাচগুলোতে আইবিএ এমবিএর বিবিএ এবং এমবিএর জন্য ভর্তি চলছে ।
IBA BBA স্পেশাল কেয়ার ব্যাচে 25% ডিস্কাউন্টে ভর্তির জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
এমবিএর রেগুলার ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
4 Comments
আহম্মেদ সাব্বির July 25, 2016
ধন্যবাদ
Azizul Islam Ovi May 17, 2016
What about drop rate from iba?
Ahaad Alif May 17, 2016
What kind of books will I need for the iba bba preparation….. if there was a video about it plz give me that
link…!!!!!!!
Ahmed Rubel May 17, 2016
Vaiya words gulo pore onek motivated holam.
Leave a comment