কিছুদিন আগে কয়েকটা গ্রুপে ১টা ছেলের পোস্ট দেখলাম । সে আইবিএর জন্য বইয়ের সাজেশন চাচ্ছে । ছেলেটাকে চেনা চেনা লাগলো । মেসেজে সার্চ করলাম এবং দেখলাম আজ থেকে ঠিক তিন মাস আগে সে আমাকে টেক্সট করেছিল সেইম রিসনে । তার মানে তিন মাসে তার অগ্রগতি শূন্য !
আমি একজনের কথা বললাম এরকম অনেকেই দেখি । গণহারে এর ওর কাছে একই প্রশ্ন করে বেড়ায় ।
ব্যাপারটা অনেকটা এক পা এগিয়ে তিন পা পিছিয়ে যাবার মত । এ বিষয়ে আমি এর আগেও লিখেছিলাম । এই কাজটি আপনার কনফিডেন্স লেভেল নেগেটিভে নিয়ে যাবে । আইবিএতে চান্স পেয়েছে এমন যে কোন একজনের গাইডলাইন আইবিএতে টিকার জন্য যথেষ্ট প্রোভাইডেড দ্যাট আপনি পুঙ্খানুপুঙ্খরূপে সে গাইডলাইন অনুসরন করছেন ।
যদি মনে করেন তার ওয়ে আপনার জন্য একটু টাফ হচ্ছে তাহলে বড়জোর আর দুই জনের সাথে আলাপ করুন । এর বেশী মানুষকে নক করলে আপনার প্রিপারেশনের যে বারোটা বাজবে, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি । এর মানে হচ্ছে, আপনি জাস্ট শুনে শুনে নিজেকে শান্তনা দিচ্ছেন, খাটা-খাটনি করার বিন্দুমাত্র ইচ্ছা আপনার নাই ।
সো যখনই ১টা কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তখন আর সাত-পাঁচ না ভেবে কাজ শুরু করে দেন । যদি ফেইল করি বা লক্ষ্য এচিভ করতে না পারি, তাহলে কি হবে এসব ভেবে সময় নষ্ট অর্থহীন । আপনি আপনার বেষ্ট এফোর্টটা দিন আর রেসাল্টের ভার আল্লাহ্র উপর ছেড়ে দিন । দেখবেন রিল্যাক্সড ফিল করছেন ।
রাস্তায় নামলে রাস্তা চেনা যায় । তাই এত-শত না ভেবে রাস্তায় নেমে যান । হাঁটতে থাকুন, দৌড়াতে থাকুন, দেখবেন রাস্তা পেয়ে যাচ্ছেন । বাট দয়া করে কেউ উল্টা হাটা দিয়েন না । আর কোন কিছু না করে বসে থেকেন না ।
যতক্ষন ধরে বসে বসে ভাববেন যে, কিভাবে কি করবো, আর আলসেমি করে প্রিপারেশন শুরু না করে এর ওর কাছে হুদাই প্রশ্ন করে বেড়াচ্ছেন, ততক্ষনে আরেকজন প্রিপারেশন নিয়ে আইবিএতে/বিসিএসে এক পা দিয়ে বসে আছে । আপনি এই ছোট ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগলে জব লাইফে গিয়েও সাফার করবেন ।
সো স্টপ থিংকিং, স্টার্ট ডুয়িং !
0 Comments
Leave a comment