প্রশ্নঃ JU আইবিএতে কারা পড়তে পারে?
উত্তরঃ যেকোন গ্র্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচএসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্র্রুপ (সাইন্স/আর্টস/ কমার্স) থেকে অনার্স/বিবিএ/বিএসসি/পাশ কোর্স করে এমবিএতে ভর্তির পরীক্ষা দেয়া যায়।
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা কি এখানে পড়তে পারবে?
উত্তরঃ হ্যাঁ, অবশ্যই পারবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়ছে।
প্রশ্নঃ এখানে ভর্তির যোগ্যতা কি?
উত্তরঃ বিবিএতে ভর্তির যোগ্যতা: যেকোন গ্র্রুপ থেকে সর্বনিম্ন জি.পি.এ. এসএসসিতে ৪.০০, এইচএসসিতে ৪.০০ । কিন্তু সাইন্স থেকে সর্বমোট ৮.৫০ এবং কমার্স/আর্টস অথবা অন্যান্যতে ৮.০০।
এমবিএতে (উইকেন্ড) ভর্তির যোগ্যতা: যেকোন গ্র্রুপ থেকে অনার্সে সেকেন্ড ক্লাস বা সিজিপিএ-২.৫০ হলেই হবে।
প্রশ্নঃ ডিগ্রীর বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ কোর্সের, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র–ছাত্রীরা কি আইবিএ-এমবিএ করতে পারে?
উত্তরঃ হ্যাঁ পারবে, যে কেউ আইবিএতে পড়তে পারবে ।
প্রশ্নঃ আমি ন্যাশনাল, প্রাইভেট বা অখ্যাত কোন ইন্সটিটিউশনের শিক্ষার্থী বলে কি ভাইভাতে কোন ডিসক্রিমিনেশন করা হতে পারে?
উত্তরঃ আইবিএতে কোন ডিস্ক্রিমিনেশন নেই ।
প্রশ্নঃ JU-IBA-তে কয় ধরনের এমবিএ আছে?
উত্তরঃ দুই ধরণের- ১. রেগুলার এমবিএ এবং ২. উইকেন্ড এমবিএ ।
প্রশ্নঃ রেগুলার আর উইকেন্ড এমবিএর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ রেগুলার এমবিএ শুধু মাত্র যারা বিবিএ-তে ভর্তি নিয়েছিল তারাই করতে পারবে। অন্য ইন্সটিটিউট অথবা ডিপার্ট্মেন্ট থেকে যারা আসবে তারা WMBA-তে ভর্তি নিতে পারে।
প্রশ্নঃ রেগুলার বিবিএ এর ভর্তি প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ১. MCQ এবং ২. ভাইভা । MCQ থাকবেঃ বাংলা-৫, ইংরেজি-৩০, অংক ও আই.কিউ-৩০, সাধারণ জ্ঞান-১০— মোট ৭৫ নম্বর। ভাইভা- ৫ নম্বর।
প্রশ্নঃ রেগুলার বিবিএ ভর্তি পরীক্ষাতে সময় কতটুকু থাকে?
উত্তরঃ সময়ঃ ৫৫ মিনিট (OMR পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট দেয়া হয়) মোট ১ ঘন্টা।
প্রশ্নঃ WMBA এর ভর্তি প্রক্রিয়া কেমন?
উত্তরঃ ১. MCQ ২. লিখিত এবং ৩. ভাইভা।
- MCQতে থাকবেঃ অংক-১৫, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-১০
- অংক-১৫*২=৩০, ইংরেজি-২০*২=৪০, সাধারণ জ্ঞান-১০*১=১০, লিখিত-২০; মোট ১০০ নম্বর
- লিখিত অংশে একটি বিষয়ের উপর ১০টি বাক্য লিখতে বলা হয়ে থাকে
প্রশ্নঃ MCQ এবং লিখিত পরীক্ষার কতদিন পর ভাইভার জন্য ডাকা হয়?
উত্তরঃ সাধারণত ১/২ সপ্তাহ ।
প্রশ্নঃ ক্যালকুলেটর নেয়ার কি অনুমতি দেয়?
উত্তরঃ নাহ, ক্যালকুলেটর নেয়ার অনুমতি দেয় না।
প্রশ্নঃ নেগেটিভ মার্কিং আছে?
উত্তরঃ না, নেই।
প্রশ্নঃ WMBA ভর্তি পরীক্ষায় প্রতি সেকশনে কি আলাদাভাবে পাশ করা লাগে?
উত্তরঃ হ্যাঁ, লাগে । MCQ এবং লিখিত দুইটাতেই আলাদা আলাদাভাবে সর্বনিম্ন ৪০% নম্বর পেতে হবে।
প্রশ্নঃ WMBA ভর্তি পরীক্ষাতে কাট–অফ নম্বর কত?
উত্তরঃ সর্বনিম্ন ৪০%।
প্রশ্নঃ WMBA ভর্তি পরীক্ষাতে প্রতিযোগিতা কেমন?
উত্তরঃ ১৫০০-২৫০০ জন পরীক্ষার্থী হয়। সাধারণত ৮০-১০০ জনকে শেষে নির্বাচিত করা হয়।
প্রশ্নঃ Weekend এমবিএর ক্লাস কবে কবে হয়?
উত্তরঃ শুধু Friday এবং Saturday ক্লাস হয়।
প্রশ্নঃ Weekend এমবিএ –এর ক্লাসের সময়সূচি কখন?
উত্তরঃ প্রতিদিন ৩টা করে স্লট থাকে, সাধারণত সকাল ৯.৩০ থেকে রাত ৮টার মধ্যে যেকোনো ২টাতে ক্লাস নেয়া যায়।
প্রশ্নঃ WMBA –তে আবাসিক সুবিধা পাওয়া যায়?
উত্তরঃ না, কোনো আবাসিক সুবিধা নেই। শুধুমাত্র যারা বিবিএতে ভর্তি হয়, তারা আবাসিক সুবিধা পায়।
প্রশ্নঃ WMBA –তে যানবাহন সুবিধা কি আছে?
উত্তরঃ হ্যাঁ, আছে। ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা যানবাহন সুবিধা পাবেন।
প্রশ্নঃ WMBA –এর খরচ কেমন?
উত্তরঃ কমপক্ষে ২,২৬,০০০ টাকা।
প্রশ্নঃ WMBA –তে প্রত্যেক সিমেস্টারে আমি কয়টা করে Course নিতে পারব?
উত্তরঃ সর্বনিম্ন ২টা এবং সর্বোচ্চ ৪টা।
প্রশ্নঃ মেজর সাবজেক্ট কি আমার সুবিধামতো বাছাই করতে পারব?
উত্তরঃ হ্যাঁ, আপনি আপনার সুবিধা মত বাছাই করতে পারবেন।
প্রশ্নঃ আমি কি ডাবল মেজর করতে পারব?
উত্তরঃ হ্যাঁ, পারবেন।
প্রশ্নঃ WMBA কত ক্রেডিটের প্রোগ্রাম?
উত্তরঃ ৬০ ক্রেডিটের প্রোগ্রাম।
প্রশ্নঃ WMBA কত দিনের মধ্যে শেষ করা যায়?
উত্তরঃ সর্বনিম্ন ২০মাস, সর্বোচ্চ ৬বছর।
প্রশ্নঃ চাকুরির পাশাপাশি আমি কি JU-IBA থেকে এমবিএ করতে পারব?
উত্তরঃ হ্যাঁ, যেহেতু Weekend এমবিএ-এর ক্লাস শুধু Friday এবং Saturday হয়, তাই আপনি চাকুরির পাশাপাশিও করতে পারবেন।
প্রশ্নঃ JU আইবিএতে কতবার পরীক্ষা দেয়া যায়?
উত্তরঃ ১. Weekend এমবিএ তে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন।
২. বিবিএতে ২বার, যে বছর এইচএসসি দিচ্ছেন সেই বছর এবং পরের বছর।
প্রশ্নঃ সার্টিফিকেটে কি WEEKEND লিখা থাকবে?
উত্তরঃ WMBA একটি WEEKEND প্রোগ্রাম, যেখান থেকে আপনি MBA ডিগ্রি অর্জন করতে পারবেন এবং সার্টিফিকেটে MBA UNDER WEEKEND PROGRAM লিখা থাকবে। WMBA শুধু একটি প্রোগ্রামের নাম, কোনো ডিগ্রি নয়।
প্রশ্নঃ ভর্তি পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বিবিএ: বছরে ০১(এক) বার- অক্টোবর/নভেম্বর
Weekend এমবিএ: বছরে তিন বার, জানুয়ারি-এপ্রিল- অক্টোবর
প্রশ্নঃ আমার গ্রাজুয়েশন শেষ হয়নি ফাইনাল বছরে আছি বা ফাইনাল দিয়েছি রেজাল্ট বের হয়নি । আমি পরীক্ষা দিতে পারবো?
উত্তরঃ লিখিত পরীক্ষা দিতে কোন সার্টিফিকেট লাগে না । তাই, যে কেউ পরীক্ষা দিতে পারবে । কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলে ভাইভাতে সার্টিফিকেট দেখাতে হবে ।
প্রশ্নঃ আসন কত?
উত্তরঃ বিবিএ: ৫০ টি রেগুলার এ।
Weekend এমবিএ: প্রতিবার ৮০-১০০ জন করে।
প্রশ্নঃ যারা আইবিএর বিবিএ করে তাদেরও কি আবার এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি ভর্তি হয়?
উত্তরঃ না, সরাসরি এমবিএ-তে ভর্তি হতে পারে।
প্রশ্নঃ আমি আইবিএতে রেগুলার এমবিএ থেকে WMBA-তে যেতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, পারবেন। অনেকে বিবিএ -এর পর পর চাকুরি পেয়ে যায়, তাই ইচ্ছা করলেই চাকুরির পাশাপাশি WMBAতে যেতে পারে।
প্রশ্নঃ JU-IBAতে সাইন্স, আর্টস, কমার্সের কোন ডিস্ক্রিমিনেশন আছে?
উত্তরঃ নাহ । আইবিএতে যে কেউ যে কোন ব্যাকগ্রাউন্ড বা ইন্সটিটিউশন থেকে এসে পড়াশুনা করতে পারবে ।
প্রশ্নঃ আমি অংকে দুর্বল, ইংরেজিতে দুর্বল আমার পক্ষে কি আইবিএতে চান্স পাওয়া সম্ভব?
উত্তরঃ
- আমাদের প্রতিষ্ঠানের বহু ছেলে-মেয়ে যারা অংক এবং ইংরেজীতে ভয়াবহ রকমের দুর্বল ছিল, তাদের মধ্যে অনেকেই আজ আইবিএতে পড়ছে ।
- দরকার সঠিক দিক-নির্দেশনা, ফোকাস আর অক্লান্ত পরিশ্রম ।
————————————————————–
আইবিএর ৬২ ইনটেকের মক ভাইভাতে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন । সেশনটি আইবিএতে রিটেনে উত্তীর্ণ সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশা-আল্লাহ । কোন ফি লাগবে না এবং Capstone এর ছাত্র বা ছাত্রী হওয়াও ম্যান্ডাটরি না । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করে রাখুন
https://forms.gle/xxv26uSgLQxg3g2u6
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ—– ( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ—-(২,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ—–( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment