নেতিবাচক মানসিকতাকে জয় করা বা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রন করা… সম্ভবত এটাই পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। হয়তো চারপাশের সব যুক্তি বাস্তবতা সবই বুঝতে পারছেন, তবু মনকে মানানো যায় না।
Competitive exam-এর প্রস্তুতির অন্যতম বড় শত্রু এই বিষণ্ণতা । বিষণ্ণতায় আক্রান্ত হয়ে অনেকেই দেখেছি মাঝ পথ থেকে IBA/BCS/Jobs এর প্রস্তুতি ছেড়ে দিতে ।
নেগেটিভ অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যেতে না পারলে Competitive exam কেন লাইফের অন্য ক্ষেত্রেও সফলতার মুখ দেখা দুস্কর হয়ে যাবে ।
এ বিষয়ে নিচে আমার অনুসরণ করা কিছু জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি । এর সবগুলোই যে আপনার জন্য সঠিকভাবে কাজ করবে এমন নয়, তবে কিছুটা হলেও সহায়তা করবে।
“রিল্যাক্স” থাকুন-
নিজেকেই প্রশ্ন করুন-
ধর্মীয় অনুশাসন মেনে চলুন, সৃষ্টিকর্তার আরো কাছাকাছি আসুন—
লাইফের পার্পাস সেট করা
আপনার কোন লক্ষ্য উদ্দেশ্য নেই । জীবনকে জাস্ট ফ্লোয়ের উপর ছেড়ে দিয়েছেন । সকালে ঘুম থেকে উঠার পর জানেন না সারাদিনে আপনার কাজ কি । সপ্তাহের শুরুতে জানেন না, এই সপ্তাহে আপনি কি এচিভ করতে চান ।
তাহলে আপনার জীবন নাবিকহীন নৌকার মত এদিক সেদিক ছুটোছুটি করতেই থাকবে ।
জীবনের ১টা স্পিড আনতে হলে, লাইফে ১টা পার্পাস সেট করা খুব জরুরী । জীবনকে তাই কাজ দিন ।
3 Comments
Mehedi Hasan May 09, 2016
খুব চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন। ভাল লাগলো। এই ধরনের অনুপ্রেরণামূলক লেখা আরও পড়তে চাই। ধন্যবাদ। ভাল থাকবেন। 🙂
Mosharaf Chowdhury May 10, 2016
thanks bro…..
R A Reme Islam May 23, 2016
Really inspire korer onnotomo way..tnx a lot
Leave a comment