আমরা প্রায় ১টা প্রশ্ন শুনে থাকি যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আইবিএতে পরীক্ষা দিতে পারে ?
পরীক্ষা দিলেও কি চান্স পায় ?
আসলে আইবিএ সহ দেশের বহু খ্যাতনামা প্রতিষ্ঠানে ন্যাশনাল ভার্সিটি ও ডিগ্রীর বহু ছেলেমেয়ে চান্স পায় । দেশের বহু নামকরা প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা সন্মানের সাথে কাজ করছে ।
তারপরও প্রায় ১টা অনুরোধ শুনতে হয় যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের সাফল্যগুলো একটু তুলে ধরলে অনেকেই অনুপ্রেরণা পেত ।
আমাদের প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল ভার্সিটির অনেক ছেলে-মেয়েই আইবিএ, ঢাবির ইএমবিএ, জাবির সন্ধ্যাকালীন এমবিএসহ অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছে ।
অনেকেই দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোতে চাকরী করছে । তাদের গল্প আমরা বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করেছি ।
এবার এমন ২ জনকে আমরা ফেসবুক লাইভে নিয়ে আসছি যাদের কথা আমরা বহুবার বলেছি । উনারা হচ্ছেন আইবিএ এমবিএ ৫৬ ব্যাচের মানজুর-ই-খোদা এবং আইবিএ ৫৭ ব্যাচের সারোয়ার জাহান খান ।
২ জনেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা এবং Capstone Education-এর ছাত্র । ওদের গল্প এর আগে আপনারা পড়েছেন । এবার সরাসরি ওদের মুখ থেকেই শুনতে পাবেন ইনশাআল্লাহ্ ।
আগামী ২৩ এপ্রিল, রবিবার ঠিক রাত ৯ টায় মানজুর এবং সারোয়ার আসছেন তাদের সাফল্যের গল্প শোনাতে । ঠিক রাত ৯ টায় আমাদের পেজ থেকে সরাসরি তাদেরকে লাইভ শুনতে পারবেন ।
আপনাদের কোন প্রশ্ন থাকলে, সেগুলো করতে পারবেন ।
তাহলে দেখা হবে রবিবার ঠিক রাত ৯ টায় Capstone Education এর ফেসবুক ফ্যান পেজে থেকে ইনশাআল্লাহ !
——————————————–
0 Comments
Leave a comment