আপনারা জানেন যে, পেট্রোবাংলার ১৩ কোম্পানির কম্বাইন্ড জব সার্কুলার প্রকাশিত হয়েছে। ৯ম, ১০ম মিলিয়ে মোট পদ – ৬৭০ টি । প্রতি বছরই এখন থেকে এরকম কম্বাইন্ড সার্কুলার আসবে।
এখানে ৯ম গ্রেডে এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) এ পদ ১১৮টি। আর এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ)তে পদ ৮৭টি।
আবার ১০ম গ্রেডে সহকারী কর্মকর্তা (এডমিন) এ পদ ৭৫টি । আর সহকারী কর্মকর্তা (অর্থ)তে পদ ৫০টি ।
সবচেয়ে বেশী প্রতিযোগিতা হবে এই পদগুলোতে ।
আর এগুলোর এক্সাম টেকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ।
তাই এই এক্সামগুলোতে ভালো করতে যথেষ্ট পরিমাণ স্ট্র্যাটেজিক আর গুছিয়ে প্রস্তুতি নেয়া গুরুত্বপূর্ণ ।
এই আর্টিকেলে ওভারঅল এক্সাম প্রিপারেশন সম্পর্কে একটা সম্যক ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি সবার কাজে আসবে ইনশা-আল্লাহ।
বাংলা
♦ ব্যাকরণ: ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, উপসর্গ, ধাতু, প্রকৃতি-প্রত্যয়, কারক।
বই: ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ (পুরাতন ভার্সন)
সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, বানান শুদ্ধীকরণ।
বই: বিগত বছরের চাকরির প্রশ্ন + সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও জিজ্ঞাসা।
♦ সাহিত্য: গুরুত্বপূর্ণ লেখকসমূহ-
♦ রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জসীমউদদীন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, সেলিনা হোসেন, মাইকেল মধুসূদন দত্ত সহ আরো কিছু লেখক।
♦ চর্যাপদ সংক্রান্ত- বিগত বছরের প্রশ্নসমূহ।
♦ মধ্যযুগ সাহিত্য- বিগত বছরের প্রশ্নসমূহ।
বই: ওরাকল/ অগ্রদূত বাংলা।
English
♦ Sentence correction/ Error findings:
Grammar Topic: Tense, Subject-Verb Agreement, Gerund/ Infinitive/ Participle/ Dangling Modifier, Parallelism, Logical Comparison, Pronoun, Modal Verb
Reference Book: IBA Job Solution (Phenom/Professors) + IBA MBA Question Bank (Capstone থেকে সংগ্রহ করতে পারেন) থেকে Medium এবং Essay প্রশ্নগুলো Practice করতে হবে। Cliffs Toefl হতে গ্রামার টপিকগুলো দেখা যেতে পারে।
♦ Sentence Completion- ভোকাবুলারির দক্ষতা ও ইংলিশ রিডিং হ্যাবিট বৃদ্ধি করতে হবে। অনুশীলনের জন্য IBA Job Solution এবং IBA Question Bank থেকে বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করতে পারেন।
♦ Vocabulary- IBA, Job Solution হতে বিগত প্রশ্ন, IBA MBA এর প্রশ্ন, Word Smart/ Barron’s GRE High Frequency 333 Words (PDF অনলাইনে Available)
Capstone এর IBA MBA প্রশ্ন ব্যাংকে বিগত ২৩ বছরের আইবিএ এমবিএর প্রশ্ন ব্যাখ্যাসহ যুক্ত করা আছে। এই বইটি ঠিকভাবে শলভ করে গেলে এই কম্বাইন্ড জব এক্সামে অনেক উপকার পাবেন। বইটি অনলাইনে সরাসরি এই লিংক থেকে অর্ডার করতে পারেন
Idioms/ Phrase/ Preposition- সকল Job Exam এর বিগত প্রশ্ন।
Spelling Mistakes- বাজারের যেকোন বই হতে প্র্যাকটিস করতে পারেন।
Analogy – বাজারের যেকোন বই হতে প্র্যাকটিস করতে পারেন।
Math
ম্যাথটা কিন্তু বেশ ট্রিকি হয়। আর এবার যেহেতু প্রতিযোগিতা বেশী তাই প্রশ্নের মানটাও অন্যবারের চেয়ে একটু উপরেই থাকবে। ম্যাথ আর ইংলিশে আগায় থাকলে অন্যদের চেয়ে এমনিতে কয়েক ধাপ উপড়ে চলে যাবেন।
ম্যাথের গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছেঃ
Age, Time & Distance, Inequalities, Ratio, Train, Work Related Problem, Profit & Loss, Percentage, Number System, Mixture, Partnership, Probability, Permutation & Combination, ঘনজ্যামিতি।
বই: IBA Job Solution হতে সকল ম্যাথ অনুশীলন করতে হবে।
আর আইবিএ এমবিএর আগের বছরের প্রশ্ন শলভ করে যেতে পারলে আরো ভালো। আমি প্রায় ৩-৪টা ম্যাথ কমন পেয়েছিলাম।
Concept clear না থাকলে জন্য অনলাইন হতে বিভিন্ন materials থেকে দেখতে পারেন। Indiabix.com, careerride.com এগুলো ভালো অপশন।
অথবা Saifurs Math/ Khairuls Math এবং
তবে আবারো বলছি……
অবশ্যই IBA MBA বিগত বছরের প্রশ্নগুলো থেকে দেখতে হবে।
Capstone এর IBA MBA প্রশ্ন ব্যাংক বইটি অনলাইনে সরাসরি এই লিংক থেকে অর্ডার করতে পারেন
G.K.
♦ Recent প্রশ্নের জন্য Current Affairs হতে Exam অনুষ্ঠিত হবার ৪/৫ মাস পূর্বের তথ্য পড়তে হবে।
♦ Topics: মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংবিধান, বিভিন্ন দিবস, সংস্কৃতি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহ, জ্বালানি সেক্টর নিয়ে তথ্য, বিভিন্ন পুরস্কার, সম্মেলন, বিভিন্ন সংস্থা, জলবায়ু ও পরিবেশ, নদ-নদী, পাহাড় ও পর্বত, বনভূমি, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন প্রণালি, বিভিন্ন দেশের সীমানাসমূহ প্রভৃতি।
বই: MP3 (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), IBA বিগত বছরের Job প্রশ্নসমূহ।
এই ছিল প্রস্তুতির গাইডলাইন । আপাতত পড়া শুরু করেন।
পেট্রোবাংলার কম্বাইন্ড জব এক্সাম টার্গেট করে আমরা একটা স্পেশাল ফেসবুক গ্রুপ শুরু করেছি। আমরা সেখানে বেশ কয়েকটি ফ্রি লাইভ ক্লাস নিয়েছি ।
সামনে আমরা আরো লাইভ সেশন করবো, আরো আর্টিকেল দিব এবং Capstone এর পেট্রোবাংলার অনলাইন গ্রুপে নিয়মিত বিভিন্ন আপডেট বিনামূল্যে শেয়ার করা হবে । সো গ্রুপটিতে যুক্ত হয়ে থাকুন।
পেট্রোবাংলার জব গ্রুপে যুক্ত হোন এই লিংক থেকে
—– আব্দুল কাইয়ুম তানভীর
এসিস্ট্যান্ট ম্যানেজার, পেট্রোবাংলা (এডমিন)
আইবিএ এমবিএ ৫৯-তম ব্যাচ
এছাড়া Capstone পেট্রোবাংলার জন্য একটি অনলাইন স্পেশাল ব্যাচ অফার করেছে। ইতিমধ্যে প্রায় ২টি ব্যাচ ফিল-আপ । ২১ মার্চের মধ্যেই ২টি স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে ।
এই কোর্সেও থাকছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, আপনি পরবর্তীতে কোর্সটি অনলাইনে ফ্রি রিপিট করতে পারবেন । ক্লাসগুলো নিবেন পেট্রোবাংলা এবং ১৩ কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজারগণ এবং আইবিএ এমবিএর শিক্ষার্থীগন ।
সো যারা পেট্রোবাংলাকে টার্গেট করে একটি সেরা প্রস্তুতি নিতে চান তাদের জন্য বেস্ট অপশন এই কোর্স। কারন, অভিজ্ঞ-দক্ষ-সেরা শিক্ষক, সবচেয়ে আপডেটেড ম্যাটেরিয়ালস আর সেরা ফ্যাসিলিটি দেয়া হবে এই কোর্সগুলোতে ।
কোর্সে খুবই সীমিত সময়ের জন্য ৫০% ছাড় চলছে ।
সো যারা এডমিশন নিতে চান তারা এই লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন।
0 Comments
Leave a comment