প্রথমত সবাইকে শুভেচ্ছা আই বি এ কর্তৃক নেওয়া পেট্রোবাংলা এক্সাম ক্রাক করার জন্য।
আর মাত্র একটা ধাপ!
It simply indicates how hardworking u are.
অনেকে ভাইভায় কি পড়বেন, এটা নিয়ে আস্ক করছে।
একজন একজন কে রিপ্লাই না দিয়ে ভাবলাম একটা পোস্টে মোটামুটি একটা ধারণা দেই।
মোটাদাগে সবাই নীচের জিনিসগুলো জানতে চেয়েছেন।
ভাইভায় মূলত ৫/৬ জন থাকবেন
মন্ত্রণালয়ের একজন থাকবেন আশা করা যায়।
সার্টিফিকেট:
০১। এডমিট কার্ড ও এপ্লিক্যান্ট কপি (কালার কপি আনবেন, সত্যায়িত করা লাগবেনা)
০২। এন আই ডি মূল কপি ও এক কপি ফটোকপি (সত্যায়িত)
০৩। এস এস সি মূল সার্টিফিকেট, এইচ এস সি মূল সার্টিফিকেট, অনার্স মূল/ প্রভিশনাল সার্টিফিকেট, মাস্টার্স এর মূল/প্রভিশনাল সার্টিফিকেট (সব কয়টির একটি করে সত্যায়িত কপি)
মার্কশিট এর ফটোকপি দরকার নাই, বাট সাথে রাখবেন।
মূল সার্টিফিকেট না থাকলে সমস্যা নেই, প্রভিশনাল হলেই হবে। মাইগ্রেশন লেটার দরকার নেই। টেস্টিমোমিয়াল কাছে রাখবেন
০৫। চারিত্রিক সার্টিফিকেট (এক কপি ফটোকপি, সত্যায়িত সহ)
০৬। স্থায়ী ঠিকানার চেয়ারম্যান, সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার (সংরক্ষিত ওয়ার্ড কমিশনার হলেও হবে) এর প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট
০৭। বাইরে থেকে পড়াশোনা করার প্রার্থীদের UGC Approved Certificate
০৮। সরকারি/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে তাদের জন্য NOC
ড্রেস:
পুরুষ:
অপশন ০১। ব্লাক স্যুট, হোয়াইট শার্ট, ব্লাক সু, ব্লাক বেল্ট, অন্য কালারের সুট হলেও প্রব নাই,বাট ঘড়ি, বেল্ট, জুতা যেন সেইম কালার হয়।
০২। ফরমাল শার্ট, প্যান্ট, সু।
০৩। পাঞ্জাবি হলে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, কালো সু।
মহিলা
শাড়ি/কামিজ বাট কালার যেন খুব চকচকে না হয়। হিজাব/বোরকাতেও সমস্যা হবেনা ইনশাআল্লাহ।
কি পড়বেন?
ক) নিজের সম্পর্কে:
০১। জেলা, জেলার পরিচিতি মুখ, কোন সেক্টর কমান্ডার থাকলে তার পরিচয়,নদী, দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী নিদর্শন
০২। Introduce Yourself (আপনি বাইরে যাবেন পড়াশোনা করতে বা লাইনে আছেন বা আপনার রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে, এটা বলা এভোয়েড করবেন)
০৩। নিজের সব প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে যাবেন, ভার্সিটির বর্তমান ভিসি, কলেজের প্রিন্সিপাল।
খ) প্রতিষ্ঠান সম্পর্কে:
০১। পেট্রোবাংলা ও তার কোম্পানির নাম
০২। কত প্রকার কোম্পানি আছে
০৩। কোন কোম্পানি কোথায় গ্যাস দেয়
০৪। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর খুটিনাটি (বর্তমান উপদেষ্টা কে)
০৫। বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের নাম। সকল উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ সমন্বয়কদের নাম।
০৬। পেট্রোবাংলার চেয়ারম্যান ও আপনার প্রথম ৩ টা চয়েজের কোম্পানির এম ডি স্যারদের নাম।
গ) সাবজেক্ট:
০১। নিজের সাবজেক্ট এর বেসিক পড়ে যাবেন, এটা অনেক ধরে। বিশেষ করে যে ভাইভা নিবে তার সাথে বিষয় মিলে গেলে, আরো বেশি ধরবে।
০২। ভার্সিটি লাইফে কি কি করেছেন ক্রিয়েটিভ, এটা ভাল করে লিখে নিয়ে প্রাকটিচ করবেন।
০৩। আপনার সাবজেক্ট এর সাথে পদের লিংক
০৪। ধরুন, আপনি EEE নিয়ে পড়েছেন বাট এপ্লাই করেছেন জেনারেল এ, এক্ষেত্রে কেন টেকনিক্যালে এপ্লাই করেন নি, এটা স্মার্টলি আন্সার দিবেন।
“স্যার EEE কঠিন লাগে, ভালো লাগেনা” এই টাইপের কথা ভুল করেও বলবেন না।
ওনিও জানেন আপনি কেন আসছেন, দেখতে চায় আপনি কিভাবে হার্ড সিচুয়েশন হ্যান্ডেল করেন।
০৫। আপনি কেন x,y,z কে ১,২,৩ নাম্বারে রেখেসেন, এটা ভাল করে জেনে যাবেন।
ঘ) গ্যাস সেক্টর:
০১। বর্তমানে বাংলাদেশে গ্যাস সেক্টর
০২। বর্তমানে গ্যাসের মজুদ, উতপাদন ও চাহিদা
০৩। মোট গ্যাসের খনির সংখ্যা (একটিভ ও নন-একটিভ)
০৪। বাংলাদেশের গ্যাসের সংকটের কারণ
০৫। সমুদ্রের গ্যাস আহোরণে কোন কোং কেন আগ্রহ দেখায় নি?
০৬। SWAT ANALYSIS of Gas Sector of BD
০৭। বর্তমান গ্যাস সংকট কাটিয়ে উঠার পন্থা।
০৮। সিলিন্ডার গ্যাস কোং এর নাম
০৯। বাংলাদেশের এল এন জি আমদানির কারণ ও যৌক্তিকতা।
১০। কিছুদিন আগে বাংলাদেশ সরকার আমেরিকার সাথে এ গ্যাস চুক্তি করলো আর্জেন্ট কোং এর সাথে, এটার বিস্তারিত
১১। এল এন জি, সি এন জি,এল পি জি এগুলার ফুল ফর্ম ও পার্থক্য (সায়েন্স ব্যাকগ্রাউন্ডদের জন্য দরকারি)
১২। গ্যাস কিভাবে খনি থেকে বাসা বাড়িতে আসে (এটা সবাই শিখে যাবেন)
বাংলাদেশ:
মূলত লাস্ট ২ মাসের পেপারের গুরুত্বপূর্ণ খবর গুলো পড়বেন।
০১। মুদ্রাস্ফীতি
০২। অর্থ পাচার
০৩। জাতীয় সরকার
০৪। ভবিষ্যৎ বাংলাদেশ
০৫। বর্তমান সরকারের ৬ মাস মূল্যায়ন,সফলতা ও ব্যর্থতা
০৬। মুদ্রানীতি ইত্যাদি
আন্তর্জাতিক:
লাস্ট ২ মাসের পেপার
০১। ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা
০২। বর্তমান বৈশ্বিক জ্বালানী সংকটের কারণ
সবশেষে, কনফিডেন্ট থাকবেন বাট এরোগ্যান্ট হবেন না।
আপনি সব পারবেন না, এটাই নরমাল,বাট না পারাটাকে জাস্টিফাই করতে যাবেন না।
অতিরিক্ত প্রেশার নিবেননা।
ইনশাল্লাহ ভাল কিছু হবে।
আর ভাইভার ব্যাপারে আরো ভালো গাইডলাইন চাইলে চলে আসুন Capstone এর স্পেশাল মক ভাইভাতে।
পেট্রোবাংলার এসিস্ট্যান্ট ম্যানেজারদের দ্বারা পরিচালিত এই প্যাকেজে থাকছেঃ






রেজিস্ট্রেশন লিংক
Best Regards
মুনিম আল রায়হান (IBA,DU)
সহ. ব্যবস্থাপক (জেনারেল) তিতাস গ্যাস টি এন্ড পিএলসি
অনলাইনে IBA & IBA-বেসড জব এক্সামের সেরা প্রস্তুতি নিন – জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল অনলাইন কোর্স থেকে
অফলাইনে IBA & IBA-বেসড জব এক্সামের সেরা প্রস্তুতি নিন – জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল অফলাইন কোর্স থেকে
0 Comments
Leave a comment