আমরা অনেকেই চাকরী, আইবিএ সহ নানা প্রতিষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি । কিন্তু অনেক সময়ই কোন বিশেষ স্ট্র্যাটেজী না মেনে নিজেরা জাস্ট র্যান্ডমলী প্রস্তুতি নিয়ে যাচ্ছি । এতে লাভের চেয়ে ক্ষতি বেশী হচ্ছে ।
প্রস্তুতির সময় সীমাহীন লেখাপড়া সত্যিই কোন তাৎপর্য বহন করে না।
নিজের উপর ভরসা করার অভ্যাস গড়ে তুলুন। নিজের স্ট্র্যাটেজি নিজে তৈরি করুন।
আমি ব্যক্তিগতভাবে দীর্ঘমেয়াদি প্রস্তুতিটাকে সমর্থন করি না। এতে করে এই জিনিসটার প্রতি আপনার অনীহা চলে আসতে পারে। যা আপনার শরীর, মন এবং ক্যারিয়ারের উপর খুবই খারাপ প্রভাব ফেলবে।
পরীক্ষার ১৫ দিন আগে থেকে মডেল টেস্ট দেয়া শুরু করুন।
মডেল টেস্টটাকে পরীক্ষার মর্যাদা দিন।
পরীক্ষার আগের দিন কিংবা রাতে আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর।
রুটিন করে পড়াশুনা করতে বলব না। তবে, প্রতিটা সাবজেক্ট প্রতিদিন ১ ঘণ্টার জন্য হলেও অনুশীলন করুন।
জীবনে সফল হবার জন্য কোন বিশেষ প্রতিষ্ঠান পড়া বা চাকরী করা শেষ কথা না।
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
সুইডেনে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারী । তাই দ্রুত আবেদনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
পান্থপথ ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/R44t5cycMRvG8sLZ2
মৌচাক ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/JH0zwXmBIda6VVKq1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment