বাংলাদেশ ব্যাংকের চলমান ভাইভা অভিজ্ঞতা
————————
মইনুল হাসান
সদস্য, Capstone R & D Team
আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক( জেনারেল) পদে ভাইভা চলছে। ভাইভার জন্য ৬৮০ জনকে ডাকা হয়েছে। প্রতিদিন ৬০ জনের ভাইভা অনুষ্ঠিত হচ্ছে। আর শনিবার ১২০ জনের ভাইভা নেয়া হচ্ছে।
আমার ভাইভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে । বোর্ড চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় ডেপুটি গভর্নর সাজেদুর রহমান স্যার। এ ছাড়া বোর্ডে আরও তিন জন সদস্য ছিলেন। ১৫ জনের মধ্যে আমার সিরিয়াল ছিল ৭ এবং ভাইভার সময় ছিল ১৮-২০ মিনিট।
অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম।
চেয়ারম্যান : আপনি কোথা থেকে পড়াশুনা করেছেন?
আমি:স্যার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
চেয়ারম্যান : আইইউটি? গাজিপুরে?
আম: জি স্যার।
চেয়ারম্যান : আপনার স্কুল কলেজ?
আমি: স্যার আমি এসএসসি সম্পন্ন করেছি মতিঝিল আইডিয়াল স্কুল এবং এইচএসসি করেছি ঢাকা সিটি কলেজ থেকে।
চেয়ারম্যান : আপনার বাড়ি ঢাকায়?
আমি: না স্যার।মুন্সিগঞ্জ-এ। আমি ক্লাস ৮ পর্যন্ত গ্রামে ছিলাম তারপর ঢাকায় আসি।
চেয়ারম্যান : এখন কি করছেন?
আমি: একটি কোচিং সেন্টারে (Capstone-এ) রিসার্চ এসোসিয়েট হিসেবে কাজ করছি।
চেয়ারম্যান : রিসার্চ এসোসিয়েট হিসেবে কি করেন?
আমি: তারা মূলত জব এক্সামের/কোর্সের প্রস্তুতির জন্য প্রশ্ন, নোটস তৈরি করছেন এবং আমি তাদের জন্য রিসোর্স তৈরিতে করছি । আর স্যার গত বছর আমি এনএসআই এর সহকারী পরিচালক পদে চাকরি পেয়েছিলাম কিন্তু সেখানে জয়েন করিনি।
চেয়ারম্যান : কেন? এনএসআইতে এত ক্ষমতা আপনি জয়েন করলেন না।
আমি: স্যার সেখানে তিন বছরের জন্য বন্ড সাইন করতে হতো
( বন্ডে কি লিখা ছিল এবং এনএসআই এর ক্ষমতা ও কর্মপরিবেশ প্রসংগে আরও কিছু কথা হলো)
চেয়ারম্যান : তো বাংলাদেশ ব্যাংকেও তো বন্ড দিতে হবে? আপনি হলে জয়েন করবেন?
আমি: জি স্যার।বাংলাদেশ ব্যাংকের কর্মপরিবেশ এবং অন্যান্য সুবিধা নিয়ে আমি বেশ আশাবাদী।
(পাশে থেকে অন্য একজন মেম্বার স্যার সমর্থন দিয়ে বললেন মানে স্যার উনি বন্ড দিয়ে হলেও বাংলাদেশ ব্যাংকে চাকরি করবেন)
চেয়ারম্যান : আচ্ছা ঠিক আছে। আপনি তো বাংলাদেশ ব্যাংকে আসতে চান।বলেন বাংলাদেশ ব্যাংক কি কি করে?
আমি: স্যার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক।সেন্ট্রাল ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি ও ঋননীতি প্রনয়ন ও বাস্তবায়ন করে। রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠারসমূহকে নিয়ন্ত্রন করে। বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের জাতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষন ও মেইন্টেইন করে। তাছাড়া দেশের ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ন্ত্রন ও এন্টি মানি লন্ডারিং বিষয়ে অবদান রাখে।
চেয়ারম্যান : মানি লন্ডারিং কি?
আমি: স্যার এটি মূলত বিভিন্ন ক্রিমিনাল এক্টিভিটি এর মাধ্যমে অর্জিত অপ্রদর্শিত অর্থকে বৈধ হিসেবে দেখানোর একটি প্রক্রিয়া।
চেয়ারম্যান : মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশে কোন সংস্থা আছে?
আমি: জি স্যার। এন্টি মানি লন্ডারিং এক্ট ২০১২ অনুসারে বাংলাদেশ ব্যাংকের একটি ইউনিট BFIU – Bangladesh Financial Intelligence Unit প্রতিষ্ঠা করা হয়। এছাড়া এন্টি মানি লন্ডারিং এক্ট ২০১২ এ ৫ টি প্রতিষ্ঠানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
চেয়ারম্যান : BFIU কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে একটি ইউনিট নাকি একটি সতন্ত্র প্রতিষ্ঠান।
আমি: এটি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে।
চেয়ারম্যান : স্যার দ্বিমত করলেন এবং বুঝিয়ে বললেন যদিও এটির অফিস বাংলাদেশ ব্যাংকে ও এখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই কাজ করেন কিন্তু আইন অনুযায়ী এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান।
আমি:তাহলে এটি আমার জানার ভুল ছিল স্যার।
চেয়ারম্যান : ১০০ ফুট লম্বা, ১০ ইঞ্চি প্রশস্ত ও ১ ফুট উচু একটি দেয়াল তৈরি করতে কতটি ইট লাগবে? ( স্যার নিজেই বললেন আমার আগে বুয়েটের ৩ জনকে এই একই প্রশ্ন করেছেন কেউ পারে নি। বাইরে কেউ কোশ্চেন লিক করেছে কিনা জানতে চেয়ে হাসলেন)
আমি: কিছুক্ষন সময় নিয়ে পারবো না বলার পর স্যার নিজেই সহযোগিতা করলেন। পরে স্যারের সাথে সাথে হিসাব করলাম যদিও বেশী অংশ স্যার নিজেই বলে দিয়েছেন।
বুয়েট ও আইইউটির গ্রাজুয়েট সবাই ফেল করায় স্যার
একটু হতাশ হলেন এবং অন্য মেম্বারদের প্রশ্ন করতে বললেন।
মেম্বার-১ : বাংলাদেশ ব্যাংকের অর্গানোগ্রামটি বলতে পারবেন গভর্নর থেকে শুরু করে।
আমি- গভর্নর থেকে শুরু করে অফিসার পর্যন্ত বলার পর স্যার থামিয়ে দিলেন আর লাগবে না।
মেম্বার-১ :জেনারেল ম্যানেজার বা ম্যানেজার এই পোস্ট গুলা কি এখন নাই ?
আমি- স্যার সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই পদগুলোর নাম পরিবর্তন করেছে addidtional director আর director নামে।
চেয়ারম্যান : আচ্ছা এমন একটি প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন যেখানে একই নামে দুটি পোস্ট আছে কিন্তু তাদের কাজ ভিন্ন।
আমি- কিছুক্ষন সময় নিয়ে বললাম স্যার সঠিক জানি না তবে একটি বিষয় মাথায় আসছে জানি না ঠিক হবে কিনা। পরে বাংলাদেশ ব্যাংকের ইকোনমিক এডভাইজর এর কথা বললাম।
চেয়ারম্যান : স্যার পরে বুঝিয়ে বললেন BOD-Board of Directors এর কথা। বাংলাদেশ ব্যাংকে যারা BOD এর মেম্বার তাদের পদ Director আবার বাংলাদেশ ব্যাংকে Director পোস্টও আছে যাদের কাজ ভিন্ন।
মেম্বার ২- আচ্ছা IMF সম্পর্কে জানেন?
আমি- স্যার IMF-International Monetary Fund ওয়াশিংটন ভিত্তিক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যারা বিশ্ব এর মুদ্রা ব্যাবস্থা নিয়ে কাজ করে ও বিভিন্ন দেশকে ঋন প্রদান করে। ১৯৪৪ সালের ব্রিটন উডস কনফারেন্সের মাধ্যমে ১৯৪৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
মেম্বার-২ : আমার প্রশ্ন হচ্ছে আইএমএফ এর সাথে বাংলাদেশ এর এখন কি চলছে?
আমি: স্যার আইএমএফ বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলারের একটি ঋন দিচ্ছে। ৪২ মাস লং এই পোগ্রামের মাধ্যমে আইএমএফ বাংলাদেশকে ছয় মাস অন্তর ইন্সটলমেন্ট এ এই ঋন প্রদান করবে যাতে সাম্প্রতি বৈশ্বিক যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে যার কারনে বাংলাদেশ এর রিজার্ভ কমে যাচ্ছে সেটি মোকাবেলা করতে বাজেট সাপোর্ট হিসেবে এই অর্থ প্রদান করবে।তবে এক্ষেত্রে আইএমএফ বাংলাদেশকে কিছু নীতিনির্ধারণী শর্ত দিয়েছে যার বাস্তবায়ন তারা পর্যবেক্ষন করবে এবং তার সাপেক্ষে পরবর্তি ইন্সটলমেন্টগুলো তারা ছাড় করবে।
মেম্বার -২: আচ্ছা আপনি যে এই রিজার্ভ কমার কথা বললেন এটি বাড়াতে হবে কেন বা না বাড়ালে কি কোন ক্ষতি হবে?
আমি: স্যার আমাদের অর্থনীতি যেহেতু আমদানী নির্ভর এবং আমাদের খাদ্য ও জ্বালানি খাত অনেকটাই আমদানী নির্ভর সেক্ষত্রে যদি আমাদের রিজার্ভ বেশী থাকে তাহলে খাদ্য ও জ্বালানি ইমপোর্ট এর ক্ষেত্রে ( চেয়ারম্যান স্যার- ইমপোর্ট নাকি এক্সপোর্ট? বললাম ইমপোর্ট) একটি সিকিউরড অবস্থানে থাকতে পারবো।
দ্বিতীয়ত যদি রিজার্ভ ভালো থাকে সেক্ষত্রে আন্তর্জাতিক যে সকল রেটিং প্রতিষ্ঠান আছে তারা আমাদের অর্থনীতিকে ভালো রেটিং করবে যার ফলে বিভিন্ন প্রকল্পে আমাদের জন্য ঋন পাওয়া সহজ হবে।
তৃতীয়ত বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য FDI বৃদ্ধি করা। সেক্ষেত্রে যারা ফরেন ইনভেস্টর আছেন তারা চান তাদের অর্জিত প্রফিট বৈদেশিক মুদ্রায় নিজ দেশে ফেরত নিতে। যদি রিজার্ভ বেশি থাকে তাহলে তারা সেই আ্যসুরেন্সটা পান যে তারা বৈদেশিক মুদ্রায় প্রফিট নিয়ে যেতে পারবেন। যদি রিজার্ভ কমে যায় সেক্ষেত্রে তারা ইনভেস্ট করতে চাবেন না এবং এর ফলে আমাদের এমপ্লোয়মেন্ট ও ইকোনোমিক গ্রোথ বাধাগ্রস্থ হবে।
চেয়ারম্যান : আপনি তো নিশ্চই বিসিএস দিচ্ছেন? সেখান নিশ্চই ভালোই অবস্থা? কি অবস্থা সেখানে?
আমি: স্যার আমি ৪১ তম বিসিএস এর ভাইভা দিয়েছি।আর ৪৩ তম ও ৪৪ তম বিসিএস এর রিটেন রেজাল্ট এর অপেক্ষায় আছি।
চেয়ারম্যান : ঠিক আছে আপনি তো বাংলাদেশ ব্যাংকে আসলে ভালো করবেন। কিন্তু আপনি যে ইঞ্জিনিয়ারিং পড়লেন সেটা কি লস হলো না পুরোটাই তো জিরো হয়ে গেল।
(পাশে থেকে একজন মেম্বার বললেন স্যার এদের মধ্যে যে Dynamism ছিল এরা তো রিয়েল এসেস্ট ব্যাবসা করতে পারতো। এখন তো অনেকেই এক সাথে মিলে বিল্ডিং ডিজাইন করে বানায় দিয়ে ব্যাবসা করে ৫০০ ৬০০ কোটি টাকার মালিক হয়ে গেছেন
আমি – (মেম্বার স্যার সাথে যোগ করলাম) জি স্যার আমি কয়েকদিন আগে The structual Engineerins এর প্রতিষ্ঠাতার সাক্ষাৎকার পড়ছিলাম যে উনি কিভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
মেম্বার ২- হ্যা আউয়াল সাহেব না? উনারা ২ জন মিলে এটি প্রতিষ্ঠা করেছিলেন।আমি দেখেছি ওটা।
আমি- জ্বি স্যার। সম্ভবত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
চেয়ারম্যান : – তাহলে আপনি কেন উদোক্তা হলেন না? বা মনে হয়নি উদ্যোক্তা হই। না হয়ে এই সাইডে কেন আসতে চাচ্ছেন?
আমি: জি স্যার মনে হয়েছিল।
চেয়ারম্যান স্যার হাসছিলেন। তো পরে কি হল এইদিকে কেন আসলেন?
আমি: আমি নীতিনির্ধারণী মূলক কাজ করতে আগ্রহী। তাছাড়া আমার মনে হয়েছে আমার যে জ্ঞান এবং চারিত্রিক বৈশিষ্ট্যে আছে তাতে আমি এইদিকে আসলে বেশী অবদান রাখতে পারবো।
চেয়ারম্যান : : আচ্ছা আপনি R & D তে কি কি কাজ করছেন একটু বলেন তো আবার ।
( পরে চেয়ারম্যান এবং মেম্বার স্যারদের সাথে এ বিষয়ে কিছু কথা হলো)
চেয়ারম্যান : ঠিক আছে।আপনি আসেন। Best of luck
স্যারদের সালাম দিয়ে বের হয়ে আসলাম।
—————————————
Capstone Education টানা নয় ইনটেক ধরে আইবিএর এমবিএসহ বিভিন্ন জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
এই ৬৫ ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৫ জনের মত। গত বছর কোয়ালিফাই করেছে ৬০ জনের উপর, তার আগের বছর ৬২ জনের মত। এছাড়া বাংলাদেশ ব্যাংক, NSI, দুদক, পেট্রোবাংলার এক্সামগুলোতেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট কোয়ালিফাই করছে।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
জব প্রিমিয়াম + আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
IELTS প্রিমিয়াম ব্যাচ
যারা ভর্তি হতে চান তারা নিচের লিংক থেকে সরাসরি আসন কনফার্ম করুন ⤵️
(SSLCOMMERZ এর মাধ্যমে সম্পুর্ণ নিরাপদ পেমেন্ট । বিকাশ, রকেট, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন)
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/4wn2u43f
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/4kmhefsz
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/53eezy48
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/495f575m
🔷আইবিএ বিবিএ স্পেশাল অফলাইন ব্যাচ
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment