আইবিএ / বিসিএস / ব্যাংক জবস কি খুবই কঠিন ? অনেক খাটা-খাটনি করছি, লেখাপড়া করছি তারপরও বারবার ব্যার্থতার কারণ কি ? এ ধরণের হতাশামূলক টেক্সট প্রায়ই ইনবক্সে পেয়ে থাকি । মূল সমস্যাটা আসলে অন্য জায়গায় যা অনেকেই ধরতে পারেন না ।
বিজনেস ইনসাইডারে কিছুদিন আগে বিশ্বের সফল ব্যাক্তিদের সফলতার রহস্য নিয়ে ১টা রিপোর্ট এসেছিল । সে রিপোর্টের সূত্র ধরে কিছু কথা সংক্ষেপে বলা হচ্ছে ।
১। আপনি কি ডিসিপ্লিনড
ডিসিপ্লিন সফলতার অন্যতম চাবিকাঠি । আপনার সমস্ত কাজকর্ম ১টা সঠিক পরিকল্পনা মেনে আগাচ্ছে কিনা সেটি ভালোভাবে চেক করুন ।আপনি যদি সকালে উঠে নাই জানেন যে, আজ সারাদিন আপনি কিভাবে ব্যায় করবেন বা কি কি জিনিস এচিভ করবেন তাহলে সারাদিনে খুব বেশি কিছু অর্জন করা সম্ভব হবে না ।
ইংরেজিতে ১টা প্রবাদ আছে, “অন্য কেউ আপনার সময়গুলো দখল করে ফেলার আগে, নিজে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ নিন”
২। আপনি কি অযথা সময় নষ্ট করছেন
সারাদিনে প্রচুর সময় অপ্রয়োজনীয় খাতে নষ্ট করা ব্যার্থতার অন্যতম কারণ । বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচুর সময় অযথা নষ্ট হয়ে যায় । আপনি হয়ত আইবিএ, বিসিএসের ১টা গ্রুপে একটু ঢু মারলেন । তারপর ভাবলেন যে, যাই একটু নিউজ ফিড ঘুরে আসি । দেখবেন চোখের পলকে ১ ঘণ্টা চলে যাবে । তাই সময় খরচ করার ব্যাপারে কৃপণ হোন ।
৩। আপনার কি লং টার্ম গোল আছে
বিল গেটসকে শুরুতে তার সফটওয়ারের জন্য আইবিএম ২ লক্ষ ডলার অফার করেছিল । বিল গেটস বলল, ২ লাখ লাগবে না, ২ ডলার করে দাও । প্রতিটি কপি সেল করে আমাকে দুই ডলার করে দাও ।
ভেবে দেখুন বিল গেটস যদি শুরুর লোভটা না সামলাতে পারতেন আজকে তার বিশ্বের সেরা ধনী হওয়া হতো না । মাইক্রোসফটও আইবিএমের প্রোডাক্ট হিসেবে পরিচিতি পেত। সো আমাদের ভীশন থাকতে হবে । ভবিষ্যতের বড় চিত্রটা দেখার মত চোখটা থাকতে হবে ।
আপনি কেন আইবিএতে পড়তে চান বা বিসিএসে ঢুকতে চান ? আমার মনে হয় অধিকাংশ মানুষই এ ব্যাপারে নিজেরাই ক্লিয়ার না । যেমনঃ কেউ কেউ বলে সন্মানের জন্য, প্রেস্টিজের জন্য, সোশ্যাল স্ট্যাটাসে জন্য, জব সিকিউরিটির জন্য ইত্যাদি ।
এগুলো সবই সর্ট টার্ম গোল । লঙ টার্ম গোল হচ্ছে, আপনি ২০ বছর নিজেকে ঠিক কি অবস্থায় দেখতে চান ? সোসাইটিতে কি অবদান রাখতে চান ? কিভাবে আপনার চারপাশের অবস্থাকে আরো উন্নত করতে চান ? এ উত্তরগুলো ভালোভাবে খুঁজুন ।
৪। আপনার স্বপ্নের প্রতি আপনার কি ধরণের প্যাশন কাজ করে
ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ বলেছিলেন,
” তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখ তা স্বপ্ন না । তোমার স্বপ্ন হচ্ছে সেই জিনিস যা তোমাকে ঘুমাতে দিবে না । ”
আপনার কি এই পরিমাণ প্যাশন কাজ করে ? সিরিয়াসলি নিজেকে প্রশ্ন করুন । আপনি কি সত্যি লেখা পড়া উপভোগ করছেন । যদি না করে থাকেন তাহলে দ্রুত সে কারণ সমূহ খুঁজে বের করে ব্যাবস্থা নিন ।
৫। আপনি কি নিজের উপর বিশ্বাস করেন
বিশ্বের সবচেয়ে বড় চক্ষু ফাউন্ডেশন অরভিন্দ আই হসপিটাল প্রতিষ্ঠাতা মিঃ অরভিন্দ তার ফাউন্ডেশন শুরু করেছিলেন ৬০ বছর বয়সে । যে বয়সে তার অবসরে গিয়ে আরাম করার কথা সে বয়সে উনি এত বিশাল ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন করলেন ।
মাত্র ২৫ বছরের মাথায় তার প্রতিষ্ঠিত আই ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বড় সেবামুলক ফাউন্ডেশন । সো নিজের স্বপ্নের উপর আস্থা থাকতে হবে । মানুষ আপনাকে তিরস্কার করবে, পদে পদে আটকানোর চেষ্টা করবে কিত্নু আপনাকে বিশ্বাস করতে হবে, সব কিছুকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে ।
0 Comments
Leave a comment