প্রথমে বলে নেই যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তিত, বিশেষ করে মাদ্রাসা বা পিউর আর্টসের, তাদের বলি,
“ব্যাকগ্রাউন্ড একদমই ম্যাটার করে না । আপনার যোগ্যতা থাকলে আপনি এমনিই পারবেন।”
আমি নিজেও পিউর আর্টস ব্যাকগ্রাউন্ডের এর ছাত্র। এমনকি আমার SSC(দাখিল)ছিল একেবারে গ্রামের দিকের একটা মাদ্রাসা থেকে।
Capstone এ ভর্তি হয়েছিলাম একদম ১ম ব্যাচেই । কারণ আমার প্ল্যান ছিল কোচিং করে বিস্তারিত গাইডলাইন নিয়ে, স্ট্রাটেজীগুলো বুঝে পরীক্ষার আগের কয়েকমাস নিজেকে ঝালিয়ে নিবো এবং তাই করেছি।
যা যা যেখান থেকে পড়েছি:
English
★Capstone sheets
★IBA (MBA, BBA) Question Bank.
★Guardian newspaper (most important and effective; app পাবেন play store এ )
★Daily star
★Barron’s and Cliff’s TOEFL
★GRE Big Book
★Idiom and phrase (you tube এর বিভিন্ন ভিডিও থেকে, capstone sheet,কয়েকটা grammar বই থেকে (যে কোনো))
★English Written
প্রচুর newspaper articles এবং বিভিন্ন grammar বই এর essay paragraph পড়তাম,এতে আমার এক সাথে অনেকগুলো কাজ হয়েছে।
যেমন;
*reading speed বাড়া
*practical way তে grammar শেখা
*writing style শেখা
*Essay, paragraph style and content জানা।
*most importantly Vocabulary;
ঐসব পড়তে গিয়ে যত vocabulary পেতাম সব screenshot দিয়ে রাখতাম যখন তখন এগুলো পড়তাম আমার শেষের দিকে প্রায় ৩৫০০ screenshot হয়েছিল এবং পাশাপাশি capstone এর vocabulary sheet পড়েছি।
Math
আমি Capstone এর sheet এর পাশাপাশি, math একটু একটু অনেক জায়গা থেকে করেছি।
*Saifur’s math
*Khairul basic math
*IBA (BBA,MBA)math Question Bank
*Gmat Club(most important;নীলক্ষেতে বই পাবেন)
*Agarwal(অল্প কিছু relevant গুলো) বি.দ্র. যে math solution কঠিন মনে হতো math টা হুবহু কপি করে online এ সার্চ করতাম,অনেক easy alternative solution চলে আসতো।
আরো কয়েকটা website থেকে অল্প অল্প practice করেছিলাম যেমন; Examveda, Indiabix, Majortest, Government adda বেশি lengthy গুলো avoid করতে পারেন।
Analytical Ability:
Puzzleঃ Saifur’s puzzle
Data sufficiency: Gmat club
Critical Reasoning: Previous year Question(enough) but if you need you can try GMAT official।
By the way যেকোনো প্রয়োজনে youtube এর সাহায্য নিয়েছি প্রচুর।
এবং সবচেয়ে বেশী যেটা জরুরি সেটা হচ্ছে, fixed plan and proper strategy।
“Success is one percent inspiration and ninety nine percent perspiration”–Thomas Alva Edison.
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬২ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৬১ জন।
৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ
- এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
ইউরোপে মাস্টার্স করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না । কোন ফাইল ওপেনিং চার্জও নেই ।
যারা ইউরোপে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
https://forms.gle/1kym54RqGer9wZqm6
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment