অনেকেই ধরে রেখে ছিলেন আইবিএর এমবিএ এক্সাম ২৭ মে অথবা জুনের প্রথম দিকে হবে । এখন এক্সাম পিছিয়ে ঈদের পর হওয়াতে অনেক রেগুলার স্টুডেন্ট লেখাপড়ায় ঢিল দিচ্ছেন । বা ইন্সপাইরেশনে ঘাঁতটি দেখা যাচ্ছে । ওয়েল আপনারা দেশের সেরা বিজনেস স্কুলে পড়তে চাচ্ছেন । দেশের সেরা ম্যানেজার হবার স্বপ্ন দেখছেন ।
সফল ম্যানেজারদের অন্যতম গুণ হচ্ছে তারা সারপ্রাইজের জন্য তৈরি থাকেন । যে কোন পরিস্থিতির জন্য নিজেকে তৈরী রাখেন । সো আপনি যদি এই পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারেন তাহলে আইবিএতে গিয়ে সাফার করবেন কনফার্ম ।
প্রথম সেমিস্টারের ১টা কোর্সে আমাদের ফাইনাল হবার কথা ছিল ১১ মে । ৫ তারিখে স্যার এসে বললেন উনি দেশের বাইরে যাবেন, সো এক্সামের ডেট চেঞ্জ হবে । আমরা তো ব্যাপক খুশী যাক এক্সাম পেছাবে, কিছুদিন টাইম পাব ! আমাদের অবাক করে দিয়ে স্যার ডিক্লেয়ার করলেন পরীক্ষা হবে ৭ মে ! এন্ড গেস ওয়াট ! ৭ মে-তেই এক্সাম দিতে হয়েছে !
এডাম গিলক্রিস্টের ১তা কোট আমার খুব পছন্দ ছিল
” চ্যাম্পিয়ন সে-ই, যে দীর্ঘ সময় ধরে তার রাজত্ব বা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে । আর এজন্য সবচেয়ে বেশী দরকার মনঃসংযোগ বা বাড়াবাড়ি রকমের ফোকাস । ”
সো এই শেষ সময়ে এসে হাল ছেড়ে দিলে কোন লাভ হবে না । আর ১টা তথ্য আপনাদের দেই, এই অতিরিক্ত সময়ের কারণে কমপক্ষে ৫০০ নতুন প্রতিযোগী এড হবে । আমাদের Capstone-এর IBA MBA শুক্র ও শনিবারের স্পেশাল ব্যাচ-এ এখন পর্যন্ত প্রায় ৭০ জনের উপর নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন । এর উল্লেখযোগ্য আনুমানিক ৫ জন বুয়েট, ৪ জন কুয়েট, ঢাবির প্রায় ১০ জন, নর্থ সাউথের ৬ জন, আহসানউল্লাহর প্রায় ৫-৬ জন । এদের মধ্যে যদি ১০ জনও টিকে যায়, তাহলেও আপনারা ১০টা সিট কম পাচ্ছেন । এই স্টুডেন্টগুলো কিত্নু প্রিপারেশন শুরু করলেন জাস্ট এক্সাম পেছানোর কারণে ।
সো এই শেষ সময়ে জাস্ট ঢিল দেবার কারণে কেউ যদি বাদ পড়েন সেটি হবে খুবই দুঃখজনক । নিজেদের ৫-৬ মাসের এফোর্ট এভাবে বৃথা যেতে দিবেন না ।
সো জাস্ট অয়েক আপ এগেইন । রিচার্জ করুন নিজেকে এবং নতুন উদ্দ্যমে আবারো শুরু করুন !
যারা আইবিএ / ব্যাংক জবস / এইএমবিএ / বিআইবিএম এর সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
0 Comments
Leave a comment