ইয়াসমিন মোগাহেদের বেষ্ট সেলার নভেল ” Reclaim Your Heart” পড়া শুরু করেছি । শুরুতেই রাইটার খুব চমৎকার কিছু কথা বলেছেন।
প্রতিটি ফেইলুর সর্বশক্তিমান স্রস্টার পক্ষ থেকে রহমতস্বরূপ ।
একেকটি ফেইলুর আপনার মধ্যে ১টা ভিন্ন শক্তির জন্ম দেয় ।
বাইক চালাতে গিয়ে পড়ে যাবার ভয় করতে থাকলে জীবনেও বাইক চালানো শিখতে পারবেন না ।
আপনি প্রথমবার হাঁটা শিখতে গিয়ে যখন পড়ে গিয়েছিলেন, তখন এটা আপনার ব্যাথা সংক্রান্ত ভয় ভেঙ্গে দিয়েছিল ।
সো আমাদের ক্যারিয়ারে, ব্যাক্তিগত লাইফে আপস এন্ড ডাউনকে বরন করে নেয়া উচিত । ১টা পসিটিভ মাইন্ডসেট নিয়ে সবকিছু দেখা উচিত ।
প্রথমেই আপনাকে অভিনন্দন ! আপনি চেষ্টা করেছেন, তারপর ব্যার্থ হয়েছেন ।
আপনি এরকম হাজারো মানুষের চেয়ে এগিয়ে আছেন যারা ব্যার্থ হবার ভয়ে আইবিএতে পরীক্ষা দেয়ার চেষ্টাই করেনি ।
এখন আপনাকে ঠাণ্ডা মাথায় বসে ভাবতে হবে এবং পরবর্তী করনীয় ঠিক করতে হবে ।
রিসেন্টলী আইবিএর এক্সাম শেষ হয়েছে ।
যারা অনেকে চেষ্টা করেও কোয়ালিফাই করতে পারলেন না , তারা যে ৭টি কাজ করতে পারেন
১। কিছুদিন বিশ্রাম নিন ।
একটা স্টাডি ব্রেক নিন । ফ্রেন্ডদের সাথে কিছুদিন হ্যাং-আউট করুন ।
নতুন ১টা ভালো গল্পের বই পড়ে শেষ করে ফেলুন । অথবা পড়াশোনার বাইরে ১টা ডিফারেন্ট হবি খুঁজে বের করুন ।
প্রথমবার চান্স না পাবার পর আমি কুরআন নিয়ে স্টাডি শুরু করেছিলাম । অর্থসহ তাফসীর শেখা শুরু করেছিলাম ।
২। এবার আপনার ল্যাপসগুলো নিয়ে একটু এনালাইসিস করুন ।
যেহেতু আপনি একবার প্রিপারেশন নিয়ে ফেলেছেন তাই আপনাকে নতুন করে আবার কিছু শুরু করতে হবে না ।
পরীক্ষার দিন কোথায় কোথায় সমস্যা ফেস করেছেন সেগুলো নিয়ে গভীরভাবে ভাবুন ।
৩। ইংলিশ স্পোকেনের প্রতি বিশেষ জোর দিন ।
স্পোকেন যে কোন ভাষা শেখার প্রথম স্টেপ । স্পোকেনে ভালো হলে ইংলিশে ভালো করা এমনিতেই সহজ হয়ে যায় ।
এছাড়া যারা এবার ভাইভা পর্যন্ত গিয়েছিলেন তারা স্পোকেনে ফ্লুয়েন্সির গুরুত্ব হাড়ে হাড়ে টের পেয়েছেন ।
৪। রেসপন্সিবিলিটি নিতে শিখুন ।
আমরা অধিকাংশরাই মা-বাবার স্পেশাল কেয়ারে বড় হই ।
আরো সোজা বাংলায় বললে আমরা স্পুন-ফিডে অভ্যস্ত । গ্রাজুয়েশনের পরের লাইফটা স্পুন-ফিডের জায়গা না ।
এখানে নিজের স্ট্রেংথ, উইকনেস নিজের বের করতে হবে । নিজের ইন্সপাইরেশন নিজেকে খুঁজে বের করতে হবে ।
মনে রাখবেন, কোচিং-প্রাইভেট টিউশন আপনাকে কেবল ১টা সার্টেন লেভেল পর্যন্ত হেল্প করতে পারে ।
বাকি রাস্তাটুকু নিজের বের করে নিতে হবে । কারো হাত ধরে আইবিএতে ঢুকে যাবেন এই আশা ঝেরে ফেলে দেন ।
৫।প্রেসার হ্যান্ডেল করতে শিখুন ।
আপনি এখন গ্রাজুয়েট বা গ্রাজুয়েশনের শেষের দিকে । হাজারটা এক্সপেকটেশন থাকবে আপনার প্রতি । হাজারো মানুষ হাজারো সাজেশন দিবে ।
অনেক দিক থেকে অনেক প্রেসার আসবে । সাজেশন শুনুন, মতামত নিন । তবে সিদ্ধান্ত নিজে নিন ।
কারণ এসব প্রেশারে কাবু হয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিলে ১০ বছর পর আফসোস করবেন ।
৬। কনফিডেন্স হারিয়ে বসবেন না ।
অনেকে এক্সামে ব্যার্থ হয়ে যে কাজটি করেন, সেটি হল জনে জনে সাজেশন চেয়ে বেড়ান ।
এটা আপনার প্রিপারেশনের বারোটা বাজিয়ে ছেড়ে দিবে ট্রাষ্ট মি ।
কারণ একেকজনের প্রস্তুতির ধরন একেক রকম ছিল । কোনটা এবং কারটা আপনি ফলো করবেন ? পুরা পাজেলড হয়ে বসে থাকবেন ।
৭। টাইম ম্যানেজমেন্টের প্রতি নজর দিন ।
সময়মত উত্তর দিতে না পারার কারণে অনেকে পারা জিনিসও লিখে আসতে পারে না ।
এ ব্যাপারে আগে থেকেই কেয়ারফুল হোন ।
শেষ কথা,
নিজেকে ওভার এস্টিমেট বা আণ্ডার এস্টিমেট কোনটাই করবেন না ।
কেউ কেউ আছেন নিজেদের ফেইলুরের জন্য পুরো দুনিয়াকে দোষারোপ করতে থাকে শুধুমাত্র নিজেকে বাদে ।
আবার অনেকে আছেন, একবার ফেইল করেই ভাবতে থাকেন আমাকে দিয়ে কিছুই হবে না । দুটোই খারাপ ।
আপনার সফলতা আর ব্যার্থতার জন্য আপনার মাইন্ডসেট, এনভায়রনমেন্ট আর ডেইলী হ্যাবিটগুলো দায়ী ।
সো কোন ফ্যাক্টরটির কারণে পিছিয়ে পড়ছেন নিজে হিসেব করে দেখুন ।
কিছু পরিবর্তন দরকার হলে করে ফেলুন ।
আল্লাহ্ সুবহানাহুওতায়াল সকলের উপর কল্যাণ ও রহমত বর্ষণ করুক ।
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education গত ৫ ইনটেক ধরে IBA MBA-তে সাফল্যের শীর্ষে । ২০১৭ এর ডিসেম্বর এবং ২০১৮ এর জুন সেশনে আমাদের প্রতিষ্ঠান থেকে আইবিএর রিটেনে কোয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৫ এর মত, যার মধ্যে প্রায় ৫৫ জন আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ।
সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমরা স্পেশাল ব্যাচ অফার করে আসছি যেগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় । অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য আছে রেগুলার ক্লাসে বাইরে এডিশনাল ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ।
IBA MBA এর ডিসেম্বর সেশনের স্পেশাল ব্যাচে চিটাগাং, মৌচাক আর পান্থপথ ব্রাঞ্চে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
যারা JOB এবং এমবিএ দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য রয়েছে Capstone এর সময়োপযোগী কোর্স MBA + All JOB Solution.
এই ব্যাচগুলোর অন্যতম বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ
একবার ভর্তি হয়ে জব কনফার্ম না হওয়া পর্যন্ত এখানে ক্লাস করা যাবে, কোন ধরণের এডিশনাল ফি দিতে হবে না ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে MBA+JOB ব্যাচে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
যারা জব সেক্টর, ইন্টারভিউ এবং প্রোফেশনাল লাইফে আরো ভালো করার জন্য প্রোফেশনাল লেভেলের ইংলিশ স্পোকেন ডেভেলোপ করতে চান তাদের জন্য আমাদের নতুন কোর্স প্রফেশনাল ইংলিশ স্পোকেন ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
3 Comments
Sifat Hasan August 03, 2016
this is one of the best post i have ever seen .. ^_^ thank u.. 🙂
Sher Ali August 04, 2016
tnx vi
Imu Hasib August 04, 2016
লেখাটা সত্যিই সুন্দর, ভেরি স্মার্ট এ্যান্ড ফ্লুয়েন্ট 🙂
Leave a comment