স্টুডেন্টদের সুবিধার জন্য Capstone Education এর সন্মানিত শিক্ষকমণ্ডলী এবং আইবিএর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রস্তুতিগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্ । আজ ছাপা হচ্ছে আইবিএর ৫৬ ইনটেকের ছাত্র এবং Capstone Education এর ম্যাথ ইন্সট্রাক্টর কামরুল অয়নের প্রস্তুতিমূলক নির্দেশনা ।
আইবিএ প্রিপারেশন অনেক ভাবেই নেয়া যায়। তবে স্টেপ বাই স্টেপ নেয়াটাই ভাল। এতে একটা পর্যায়ে মোটামুটি সব কভার হয়ে যায়।
তাই কোন কোন বই পড়েছি তার চেয়ে কোন স্টেপে কোনটা পড়েছি তা গুরুত্বপূর্ণ।
স্টেপ ১
1.Official GMAT
2.cliff’s toefl
3.gre big book puzzle
4.Barron’s 800
স্টেপ ২
1.emba previous year solution
2.mba previous year solution
3.bba previous year solution
4.mba previous year solution
5.gmat data sufficiency
6.gmat sentence correction
7.word smart
আর প্রতিদিন একটা করে লিখা। এই পর্যন্ত করলেই মোটামুটি ভাল একটা চান্স থাকবে।আমার পড়তে ভাল লাগতো। তাই আরো বেশ কিছু বই পড়েছিলাম।
যেমন:
1.Barron’s Gre
2.Barron’s toefl
3.gre big book এর critical reasoning
4.gre big book er sentence completion
5.gmat এর sentence completion
6.manhattan 5lb
7.Barron’s sat
8.nova gre math
আরো অনেক বই,অনেক পিডিএফ আর অনলাইনে কিছু ওয়েবসাইট এর টেস্ট। Newyork times,daily star পড়তাম। ভালো লাগতো
পড়তে তাই। কিন্তু যেহেতু সময় কম তাই মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ইফোর্ট ই সবাইকে দিতে হবে। মোট কথা শুধু শেষ করলেই হবেনা,যা পড়বেন
বুঝে পড়বেন। আর নিজের পড়াশোনা উপভোগ করবেন।
0 Comments
Leave a comment