আইবিএ এমবিএতে গত কয়েক বছরে অভাবনীয় সাফল্যের পর Capstone Education এবার জবস প্রিমিয়াম ব্যাচ শুরু করতে যাচ্ছে ।
শুধু ২০১৬ তেই Capstone Education থেকে আইবিএর এমবিএতে রিটেনে কোয়ালিফাই করা শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় ৪০ জন !
ঠিক সেই এক্সক্লুসিভ সেবাগুলো নিয়েই এবার আমরা শুরু করতে যাচ্ছি জবস প্রিমিয়াম ব্যাচ !
যেসব কারণে আমাদের জবস প্রিমিয়াম ব্যাচে ক্লাস করার সুযোগ মিস করা আপনার একদমই উচিত হবে নাঃ
১। এই কোর্স দেশের সব ধরনের ব্যাংক জব কোর্স , বাংলাদেশ ব্যাংক, সরকারী ও বেসরকারি নিয়োগ পরীক্ষার কোর্স, বিসিএস প্রিলির ৬০-৭০% কোর্স, DU EMBA, BIBM, আইবিএ এমবিএর ৭০-৮০% কোর্স পুরোপুরি কভার করবে ইনশাআল্লাহ্ !
২। কোথাও চান্স না পাওয়া পর্যন্ত ক্লাস চালিয়ে করার সুযোগ !
৩। রিটেন কোয়ালিফাই করা শিক্ষার্থীদের জন্য ফ্রি মক ভাইভার আয়োজন !
৪। ইন্সট্রাক্টর হিসেবে পাচ্ছেন আইবিএর সেরা গ্র্যাজুয়েটদের ক্লাস !
৫। গেস্ট ফ্যাকাল্টি হিসেবে মূল্যবান পরামর্শ দিবেন সরকারি, বেসরকারি ও নামকরা ব্যাংকগুলোর উচ্চ পদস্থ কর্মকর্তারা ।
৬। সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও মডেল টেস্ট !
৭। ক্লাসের বাইরেও আপনাদের সমস্যা সমাধানের জন্য আইবিএর একজন ভাইয়ার আমাদের অফিসে সকাল ১১তা থেকে রাত ৮ পর্যন্ত থাকবেন !
৮। ডেডিকেটেড ফেসবুক স্টাডি গ্রুপ ।
৯। ফ্রি অনলাইন ম্যাটেরিয়ালস !
১০ । সর্বোচ্চমানের লেকচার ম্যাটেরিয়ালস !
এ ছাড়াও আরো অনেক ফ্যাসিলিটি ইনশাআল্লাহ্ !
0 Comments
Leave a comment