চারপাশে দিন দিন হতাশ শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে । নিজেদের অবস্থান, উন্নতি নিয়ে প্রায় সব শিক্ষার্থীই হতাশ । কেন বছরের পর দৃশ্যমান কোন উন্নতি চোখে পড়ছে না, এই প্রশ্ন আমাদের মধ্যে অনেকেরই । দেশ- বিদেশের বিভিন্ন ব্লগ-আর্টিকেল অবলম্বনে পাঁচটি কারণ এখানে তুলে ধরা হচ্ছে ।
১। সময় নষ্ট করা
৮০ ভাগ শিক্ষার্থী সময় খরচ করার ব্যাপারে কৃপণতার পরিচয় দেয় না । এদিকে সেদিকে অনেক অপ্রয়োজনীয় সময় নষ্ট করে । এর ফলে লেখাপড়ার পেছনে যথেষ্ট সময় দেয়ার আগ্রহ কমে যায় ।
শুধু লেখাপড়া না অপ্রয়োজনীয় খাতে সময় নষ্ট হলে অত্যন্ত আবশ্যকীয় কাজগুলোতে সময় দেয়ার অনুপ্রেরণা চলে যায় ।
২। জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকা
আমি কি করতে চাই, কেন করতে চাই, ২০ বছর পর নিজেকে কোন অবস্থায় দেখতে চাই, এই প্রশ্নের উত্তর ৯০ ভাগ শিক্ষার্থীই জানে না । আমাদের লাইফের গোল সেট হয় চলমান ট্রেন্ডের উপর ভিত্তি করে ।
সবাই বিসিএস দিচ্ছে আমাকেও দিতে হবে, সবাই আইবিএতে পরীক্ষা দিচ্ছে আমাকেও দিতে হবে , আমার অমুক ফ্রেন্ড মাস্টার্স করতে বাইরে যাচ্ছে আমাকেও যেতে হবে ।
ঝোঁকের বসে নেয়া এসব সিদ্ধান্ত অনেক সময় শিক্ষার্থীদের জন্য কাল হয়ে দাঁড়ায় । দেখা গেল, সে বিসিএস চাকরীর জন্য তৈরী ছিল না, তাই জয়েন করার পর কোনভাবেই আর মন বসছে না ।
আমার পরিচিত অনেকেই মাস্টার্স করতে গিয়ে ফেরত এসেছে, আগ্রহ হারিয়ে ফেলার কারণে ।
৩। ভালো সংগে সময় ব্যায় না করা
এটার গুরুত্ব যে কতটুকু তা বলে বোঝানো যাবে না । স্মার্ট, বুদ্ধিমান মানুষজন সবসময় সময়ের চেয়ে এগিয়ে থাকে, চোখ-কান খোলা রাখে এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে ।
ফলে তারা সব সময় প্রোডাক্টিভ কাজকর্মে নিজেদের ব্যাস্ত রাখে । তাদের সাথে থাকতে পারলে আপনার ক্যারিয়ারেও পসিটিভ চেঞ্জ আসতে বাধ্য ।
অন্য দিকে বাউন্ডুলে, এইমলেস সংগ আপনাকে পুরোপুরি অফট্র্যাক করে ফেলবে । জীবনের বহু মূল্যবান সময় এদের সংস্পর্শে আপনি হারিয়ে ফেলবেন । এই ক্ষতির ধাক্কা অনেক সময় কাটিয়ে উঠা প্রায় অসম্ভব হয়ে যায় ।
৪। বই পড়ার অভ্যাস না থাকা বা জ্ঞান অর্জনের অনাগ্রহ
আমাদের দেশের খুব বাজে ১টা কনসেপ্ট হচ্ছে যে, আমরা জ্ঞান অর্জন বলতে টেক্সট বুক পড়া বা একাডেমিক পড়াকে বুঝি । প্রকৃত জ্ঞান কখনও টেক্সট বুক থেকে আসবে না ।
বাস্তবমুখী শিক্ষা লাভের জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে, দেশ বিদেশের ভালো ভালো লেখক, চিন্তাবিদদের ভাবনাগুলো বুঝতে হবে ।
পৃথিবী কোথায় যাচ্ছে আর আপনি কোথায় আছেন- এটা বোঝার খুব ভালো উপায় হচ্ছে প্রচুর বই পড়া । কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের এ ব্যাপারে চরম অনাগ্রহ দেখা যায় ।
ভয়াবহ ব্যাপার হচ্ছে অনেকে এ অভ্যাস টাকে সময় নষ্ট মনে করে । এর চেয়ে ক্লিফস টোফেলের গ্রামার বা অফিসিয়াল জিম্যাটের ম্যাথ করাকে বেশী উপকারী মনে করে ।
আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে এই মানসিকতা ।
৫। অনুপ্রেরনামুলক লেখা পড়েন কিন্তু শিক্ষা নেন না
দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে হতাশ শিক্ষার্থীদের সংখ্যাই বেশী । এজন্য সবাই স্ট্রাগলের গল্প শুনতে পছন্দ করেন, ঘুরে দাঁড়ানোর গল্প শুনতে পছন্দ করেন ।
এতে কোন সমস্যা নেই । কিত্নু আপনি যখন এসব শুনে তৃপ্তি নিয়েই খালাস থাকবেন তখন সমস্যা তৈরী হবে ।
এসব গল্প শুনে যদি শিক্ষা না নেন, নিজে উদ্দ্যমী হয়ে অবস্থা পরিবর্তনের চেষ্টা না করেন, তাহলে আপনি যা ছিলেন তাই থাকবেন এবং হচ্ছেও তাই ।
——————————
IBA (BBA, MBA) এবং JOB প্রিপারেশনের জন্য বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ১টি হচ্ছে Capstone Education।
Capstone Education এর প্রায় ৭৫ এর অধিক শিক্ষার্থী আজ IBA DU এর MBA-তে পড়ছে ।
আমাদের আইবিএর স্পেশাল ব্যাচগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় । অর্থাৎ, একবার ভর্তি হলে পরে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করতে পারবেন ।
এছাড়াও যাদের ব্যাসিক দুর্বল তাদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও এখানে আছে ।
এই মুহুর্তে আমাদের যেসব কোর্সে ভর্তি চলছেঃ
এখন ভর্তি চলছে আইবিএ এমবিএর ৬১ ইনটেকের জন্য স্পেশাল মক প্রোগ্রামে । পছন্দের টাইম স্লট পেতে দ্রুত ভর্তি ভর্তি কনফার্ম করুন । রেজিস্ট্রেশন লিংক
https://bit.ly/2O7qLnk
আর আইবিএ এমবিএর ৬২ ইনটেক জন্য আর্লি স্পেশাল ব্যাচে ১,০০০ টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে । এই সুযোগ নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত । রেজিস্ট্রেশন লিংক
https://bit.ly/2iUCY10
এছাড়া বিসিএস ও সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ/ ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment