যে কোন লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল diligence বা অধ্যবসায়, কঠোর পরিশ্রম, লেগে থাকা, কোন অবস্থায়ই quit না করার মানসিকতা। এর সাথে শুধুমাত্র Focus যোগ করতে হয়, তাহলেই যথেষ্ট ইনশাআল্লাহ্!
২০১২ তে আমার ১টা GMAT ব্যাচে ২ জন খুব Weak স্টুডেন্ট ছিল । এরা ক্লাসেও কম বুঝত, এমনকি খুব simple জিনিসও তাদের ২/৩ বার করে বলা লাগতো। তাদের অন্য ফ্রেন্ডরা এ নিয়ে তাদের অনেক Criticize করতো। কয়েক জন পেছন থেকে Tube Light, আদু ভাই এসব কমেন্ট পাস করতো ।
কিন্তু ঐ ছেলে দুটা দমত না, তারা তাদের মত প্রশ্ন করতো Concept Clear না হওয়া পর্যন্ত। ঝড়-বৃষ্টি কোন কিছুতে আর কেউ না আসুক তারা ২ জন হাজির ! গ্রামার, ম্যাথে, Reading Comprehension এ উন্নতির জন্য তাদের চেষ্টা ছিল অনুকরণীয়।
কোন Exercise এ আটকে গেলে ওটা কখনও quit করতো না, বরং না শেষ করা পর্যন্ত লেগে থাকতো।তো যাই হোক তারা দু জনে আবার IBA এর ব্যাপারে উৎসাহী ছিল। যদিও তখনও আমি আইবিএর স্টুডেন্ট ছিলাম না, তারপরও তাদের আগ্রহ দেখে আমার ভালো লাগলো, নানা পরামর্শ দিয়ে হেল্প করতাম ।
আমি বললাম দেখো আইবিতে পড়ার মত বেসিক এখনও তোমাদের হয় নি, সো আগে DU EMBA টার্গেট করো ,চান্স পেলে Confidence পাবা। November’ ১২ তে DU EMBA তে এক্সাম দিলো হয়নি, না দমে উল্টা দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রিপারেশন নিলো ।
ফেব্রুয়ারী-মার্চে’১৩ তে DU EMBA তে এক্সাম দিলো এবং ২ জনেই প্রথম ১০০ মধ্যে ছিল ! মজার ব্যাপার হচ্ছে, ঐ যে যারা ওদের কটাক্ষ করতো তারা কেউ EMBA তেও ভালো place করতে পারে নি। কারন তারা তাদের caliber নিয়ে Over-confident ছিল। Ultimately পরিশ্রম আর অধ্যবসায়ের জয় হল ।
তাদের একজন GMAT দিয়ে দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য চলে গেছে এবং আর ১ জন BIBM এ পড়ছে । তাদের কথাটা just এই জন্য বলা যে, মাত্র ৬ মাসে, নিন্ম মাঝারি মানের ২টা ছাত্র, শুধুমাত্র পরিশ্রম আর চেষ্টার জোরে নিজেদেরকে ১টা ভালো পজিশনে নিয়ে যেতে সক্ষম হয়েছে !
So অসম্ভব আসলে কিছুই না!!
2 Comments
Mridul Halder May 14, 2016
Inspirational. Thank you vaia
Anwarul Islam May 16, 2016
Excellent
Leave a comment