২০০৪ সালের মার্চ মাসে আমি আমার সার্টিফিকেট আর চারিত্রিক সনদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিসের নিচে দাড়িয়ে আছি। পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হব। আমার পিছনে প্রায় আমার মতই লম্বা কিন্তু একদম কাচু-মাচু হয়ে এক ছেলে দাঁড়িয়ে আছে।
চারপাশ কেমন জানি ভীতসন্ত্রস্ত অবস্থা তার। আমার স্বাভাবিক কন্ঠেই দেখি সে ভয়ে অস্থির। আমরা দু’জনেই ভর্তি হলাম পদার্থবিজ্ঞান বিভাগে।
আমার জন্ম ঢাকা শহরে সারাজীবন ঢাকা শহরেই বড় হয়েছি, বাবা সরকারী বড় কর্মকর্তা, সরকারী ভাল বাসায় থেকেছি, গাড়ি টারি চড়েছি।
এবার সেই ছেলের ব্যাপারে আসি। প্রতিকূল পরিবেশে বড় হওয়া এই ছেলের ইন্টারের রেজাল্টটা খুব মজার। সব বিষয়ে সে এ-প্লাস পাওয়া ইংরেজী ছাড়া, সেটার অবস্থা খারাপ।
আমাকে দেখলেই বলে, কোথায় to ঢুকে কোথায় of ঢুকে কিছুই তো বুঝিনা।
যাই হোক পদার্থবিজ্ঞান বিভাগে আসার পর কোন এক কারনে আমি পড়ালেখা ছেড়ে দিলাম।
কিছুই ভাল লাগেনা। এই অবস্থায় আমি একটা নাটক বানালাম। সেই নাটক TSC তে মঞ্চায়িত হল। সেখানে উপস্থিত সবাই সেই নাটক দেখে হাসল। সেই নাটকে একজন উপস্থাপক ছিল যেই ভূমিকায় ছিল এই ছেলেটি।
নাটক লেখার পর তাকে গিয়ে বললাম, অভিনয় করতে হবে, সে বলল, আমি পারব? আমি বললাম, অবশ্যই। পারব ব্যাপারটা তার সাথে খুব ভাল যায়। সে কোন কিছুই না পেরে ছাড়েনা।
পরিস্থিতি যত খারাপই হোক সে লড়াই করবেই। ১৯৮৮ সালের বন্যা, সাইক্লোনের সময় বাংলাদেশের এক প্রান্তে থাকা তাদের বাড়ি সব ভেসে যায়, তার বাবা তাকে পিঠে বেধে কোন ভাবে বাচিয়ে রাখে।
ঢাকা শহরে আসার পর প্রথম যে বিল্ডিংটায় সে উঠে সেটা আমাদের বাসা। প্রথম সে আমার বাসায় আসে কারণ পরিসংখ্যান বই লাগবে। সেই থেকে শুরু।
যেহেতু আমি কোন পড়ালেখার ধার কাছ দিয়ে যেতাম না কিন্তু পরীক্ষায় পাস করা লাগবে তাই পরীক্ষার আগে আগে তাকেই ধার করে ফেলতাম। হয় সে আমার বাসায় আসবে না হলে আমি তার হলে।
আমার মধ্যে কু-সংস্কার খুব একটা নাই , তবে শালিক পাখির ব্যাপারে ভিন্নতা আছে। এক শালিক দেখলেই ভয়ে অস্থির হয়ে যাই। এরকম কোন এক পরীক্ষার আগে তাকে বললাম , এক শালিক দেখে ফেলছিরে।
সে বলে, কি আর করবি , দুইটা কাক দেইখা নে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এই ছেলেটাকে আমার মা খুব পছন্দ করত। ঢাবিতে আর্মির ঝামেলার সময় যখন কার্ফু দিল সে এসে আমাদের বাসায় উপস্থিত।
আমার আম্মা তাকে দেখে পোলাও ইলিশ রাধতে ব্যস্ত।
৩য় বর্ষ থাকা অবস্থায় এই ছেলের প্রথম শ্রেণির নম্বর ছিলনা। কিন্তু ঐযে বললাম সে লড়তে যানে, হারতে যানে না, শেষ পর্যন্ত প্রথম শ্রেণি সে তুলে আনে, সেটা কোন উত্তেজনার কম কিছু না।
গ্র্যাজুয়েশনের পর থেকেই আমরা কি করব সেটা নিয়ে গবেষনা। সে এদিক, সেদিক চেষ্টা করে তখন একদিন তার সাথে আমার কথা হল। আমি বললাম, দেখ, যার যেই অবস্থায় থাকুক স্বপ্ন থেকে হারানো যাবেনা।
সেটা পূরন হোক আর না হোক। তার ইংলিশ নিয়ে সে চিন্তিত। টোফেল টাকে কায়দা করা যাচ্ছেনা। আমি আমার আগের কথাতেই থাকলাম, স্বপ্ন থেকে হারানো যাবেনা।
প্রত্যন্ত অঞ্চলে থাকা এক ছেলের স্বপ্ন আমেরিকা যাওয়ার সেটা নষ্ট করা যাবেনা। আস্তে আস্তে দুরত্ব বাড়ল। অনেকদিন যোগাযোগ নেই। সে বিয়ে করেছে, আমিও করেছি। কাল হঠাৎ সে জানাল , ইংরেজী ভীতি তার দূর হয়েছে।
সে টোফেলে অনেক নম্বর এনেছে। আমেরিকায় তার এডমিশন হয়েছে। আমি বললাম, খুব কম মানুষের স্বপ্ন পূরন হয়। তোর হচ্ছে।
ভাগ্য একটা জিনিস যেটাকে উপেক্ষা করা যায়না, কিন্তু কষ্ট এমন একটা জিনিস যেটার মাধ্যমে ভাগ্যকে মাঝে মাঝে বশে আনা যায়।
যাই হোক, ঢাবি পদার্থ বিজ্ঞানে থাকার সময় আমাদের এক প্রিয় শিক্ষক ছিলেন, উনার নাম কামরুল হাসান স্যার। ইংরেজি Bravo শব্দটা উনার থেকে সুন্দর করে আমার মনে হয়না কেউ উচ্চারণ করতে পারে।
ইদানিং আমার সেই বন্ধুর হাটা চলাও দেখা যাচ্ছে স্যারের মত হয়ে যাচ্ছে। সেই চমৎকার ব্যক্তিত্ব ও গাম্ভীর্য।
ব্যাপার কি রে? সে বলে, তুইই তো বলছিলি সব সময় ভাল কিছুকে অনুসরণ করতে। প্রিয় বন্ধুর জন্য শুভ কামনা। সফলতার গল্প সব সময় আনন্দের।
Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।
সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে ।
আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল ক্রাশ ব্যাচে ভর্তি হতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন ।
আইবিএ এমবিএ 60 Intake এর Early স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
IBA BBA স্পেশাল মডেল টেস্টে অংশ নেয়ার জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
152/2,A-2 Green Road, Panthapath Signal, Rowshan Tower(4th Floor), Dhaka-1205
0 Comments
Leave a comment