উত্তরঃ সুইডেনে পড়ার প্রধান কারন হল পড়াশোনার মান।সুইডেনের ডিগ্রী সারা পৃথিবীতে অত্যন্ত গ্রহনযোগ্য।
Volvo, skype, H & M, erickson সহ পৃথিবী পরিবর্তন কারী অনেক কোম্পানি সুইডেনের।
প্রশ্নঃ সুইডেন থেকে পড়ে দেশে আসলে কেমন সুবিধা পেতে পারি ?
উত্তরঃ বাংলাদেশে সুইডেন থেকে যারা পড়ে গেছে তাদের খুব একটিভ একটা এলামনাই এসোসিয়েশন আছে।
প্রশ্নঃ মাস্টার্স করার পর সুইডেনে বৈধভাবে থেকে যাওয়া কোন অপশন আছে কি ?
উত্তরঃ সুইডেনে ৩০ ক্রেডিট শেষ করার পর থেকেই ফুল টাইম জব করার অনুমতি থাকে।
প্রশ্নঃ পড়াশোনার ক্ষেত্রে খরচ কি রকম ?
উত্তরঃ এটা আপনি কিভাবে থাকছেন সেটির উপর নির্ভর করে ।
প্রশ্নঃ পার্ট-টাইম চাকরীর সুযোগ কেমন ?
প্রশ্নঃ পার্ট টাইম চাকরী থেকে কত টাকা পাওয়া যেতে পারে ?
উত্তরঃ এটাও কি ধরনের চাকরী সেটির উপর নির্ভর করছে । তবে সুইডেনের ১টা বড় সুবিধা হচ্ছে এখানে কত ঘণ্টা কাজ করতে পারবেন সেটা বেধে দেয়া হয় না ।
প্রশ্নঃ কি পরিমান শিক্ষার্থী বাংলাদেশ থেকে সুইডেনে এপ্লাই করে ?
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
যারা সুইডেনে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://forms.gle/1kym54RqGer9wZqm6
————————————————————–
আইবিএর ৬২ ইনটেকের মক ভাইভাতে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন । সেশনটি আইবিএতে রিটেনে উত্তীর্ণ সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশা-আল্লাহ । কোন ফি লাগবে না এবং Capstone এর ছাত্র বা ছাত্রী হওয়াও ম্যান্ডাটরি না । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করে রাখুন
https://forms.gle/xxv26uSgLQxg3g2u6
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ—– ( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ—-(২,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ—–( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ২১ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment