ইংলিশের প্রিপারেশন নিয়ে এর আগেও অনেক পোষ্ট দেয়া হয়েছে । এই পোষ্টটি আগের পোষ্টগুলার ১টা সামারি বলা যায় ।
ইংরেজী প্রস্তুতির ধাপ মূলত ৩টি । গ্রামার, ভোকাবুলারি, রাইটিং । এই পার্টগুলোকে যেভাবে এপ্রোচ করতে হবে ।
১। গ্রামারের জন্য তিনটি বই অনুসরণ করুনঃ ক্লিফস টোফেল, অফিসিয়াল জিম্যাট রিভিউ, ব্যারন’স স্যাট । প্রথমে ১০ দিনে ক্লিফস টোফেল পুরোপুরি শেষ করে ফেলুন ।
এরপরের ১৫ দিনে অফিসিয়াল জি ম্যাটের সেন্টেন্স কারেকশনগুলো করে ফেলুন । এখানে বলে রাখা ভালো, অফিসিয়াল জিম্যাটের প্রবলেমগুলো একটু কঠিন । তবে বুঝে বুঝে করে ফেলতে পারলে কোন ধরনের কম্পিটিটিভ এক্সামে আর আটকাবেন না ইনশাআল্লাহ্ ।
এরপরের ১০ দিন ব্যারন’স স্যাট ভালোভাবে করে ফেলুন ।
গ্রামারের জন্য কোন টপিকগুলো পড়বেন এর জন্য আমাদের এই আর্টিকেল টা পড়তে পারেন Grammar Topics: IBA /Bank Jobs/BIBM/BCS/EMBA
২। Jobs, আইবিএ বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব ১টা কঠিন ওয়ার্ড আসে না । সো ওয়ার্ডের পেছনে অনেক সময় নষ্ট করা বোকামি । ব্যারন’স বা জিআরই এর হাই ফ্রিকোয়েন্সী ৪০০ ওয়ার্ড মুখস্ত করে ফেলুন ।
এরপর নিউজ পেপার, ভালো ভালো ইংলিশ নভেল নিয়মিত পড়ুন । এখান থেকে অনেক র্যান্ডম ওয়ার্ড শিখতে পারবেন । এই ওয়ার্ডগুলোর ৭০% মনে রাখতে পারলে ওয়ার্ড নিয়ে ঝামেলায় পড়বেন না ।
Vocab প্রিপারেশনের গাইডলাইনের জন্য আমাদের এই আর্টিকেলটা Vocabulary কিভাবে পড়ব ও মনে রাখব ? দেখতে পারেন ।
৩। যে কোন ভাষা শেখার প্রথম স্টেপ হচ্ছে লিসেনিং সো আপনাকে অনেক বেশী ইংরেজী শুনতে হবে । আপনি হয়ত ভাবতে পারেন ইংরেজিতে ভালো মার্কস তোলার সাথে ইংরেজী শোনার সম্পর্ক কি ?
ভাষাবিজ্ঞানীদের মতে, ১টা ভাষা ভালোভাবে রপ্ত করার প্রথম ধাপ হল শোনা । যদি বেশী বেশী না শোনেন তাহলে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার মাথায় ভালোভাবে ঢুকবে না ।
ফলে, ১০০টা গ্রামার বই শলভ করলেও কাঙ্ক্ষিত ফল পাবেন না ।
৪। রাইটিং হঠাৎ করে ভালো করা সম্ভব না । এক মাসের ১টা একশ্যান প্ল্যান নিন । প্রতিদিন ৩০ মিনিট করে ইংরেজী শুনুন । সেইম সোর্স হলে ভালো হয় । আর অবশ্যই ন্যাটিভ ইংলিশ স্পিকার হতে হবে ।
আমি রেগুলার নোমান আলী খান আর উমার সুলাইমান এর লেকচার শুনতাম । সেই সাথে বিবিসিও শুনতাম ।
এরপর রেগুলারলী সেইম সোর্স থেকে কিছু না কিছু পড়ুন । আমি নিউ ইয়র্ক টাইমস আর ইকোনোমিস্ট রেগুলার পড়তাম । এদের নিজস্ব ১টা রাইটিং প্যাটার্ন আছে, সেগুলো বোঝার চেষ্টা করতাম ।
এরপর প্রতিদিন ১০ লাইন করে ইংরেজিতে কিছু লেখার চেষ্টা করতাম । প্রথম প্রথম ভুল হবে বা অতটা ভালো কোন লেখা হবে না । বাট এক মাস রেগুলার করতে পারলে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ্ ।
৫। মাইন্ডসেট চেঞ্জ করুন । প্রতিটি মুহুর্ত উপভোগ করুন । এক বারের জন্য এটা ভাববেন না যে আপনি কোথাও চান্স পাবার জন্য ইংরেজী পড়ছেন । আপনি নিজেকে মনকে বোঝান এবং কনভিন্স করুন যে, আপনি ১টা বিদেশী ভাষাকে নতুন করে জানছেন ।
এই চমৎকার ভাষাটার যে এক্সাইটিং ব্যাপারগুলো একাডেমিক প্রেশারের কারণে আপনার দৃষ্টি এড়িয়ে গেছে, সেগুলো এখন আপনি নতুন করে জানছেন ।
অর্থাৎ, প্রস্তুতির পুরো সময়টিতে যেন নিজেকে প্রুভ করার তাড়নার চেয়ে নতুন কিছু শেখা এবং জানার এক্সাইটমেন্ট থাকে সে বিষয়টি মাথায় রাখতে হবে ।
হ্যাপি প্রিপেয়ারিং !
শুভ কামনা সবার জন্য !
আমাদের YouTube Channel-এ বেশ কিছু ভিডিও লেসন দেয়া আছে ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন এই লিংক থেকে
আইবিএ সংক্রান্ত আমাদের অন্যান্য দরকারি আর্টিকেলগুলো পড়ুন এই লিংক থেকে
আপনি কি আইবিএর ডিসেম্বর ২০১৮ এর পরীক্ষার জন্য ১টা প্রোপার প্রিপারেশন নিতে চাচ্ছেন ?
ভালো গাইডলাইন চাচ্ছেন ? আইবিএর পাশাপাশি জব প্রিপারেশনও কভার করতে চাচ্ছেন ?
তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে Capstone Education।
Capstone Education গত ৫ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
গেল ২ ইনটেকে Capstone Education থেকে আইবিএর এমবিএতে কোয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
এই মুহুর্তে আইবিএর স্পেশাল ক্রাশ ( এডভান্সড এন্ড শর্ট কোর্স) প্রোগ্রামে ভর্তি চলছে । আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
প্রিমিয়াম জব সল্যুশন ব্যাচের জন্য এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970-985 420
ঠিকানাঃ O R Nizam, Road # 2, House # 27, GEC Circle, Chittagong
Recent Comments