অনেকের মতো আইবিএ আমার কাছে এক আবেগের নাম। স্বপ্ন ছিলো নিজেকে একজন IBAite হিসেবে তুলে ধরার। আলহামদুলিল্লাহ এবার ৬৬তম ইনটেকে আমার স্বপ্ন পুরণ হয়েছে।
তবে সাউথ এশিয়ার সেরা বিজনেস স্কুলের ক্লাসরুমে পৌঁছাতে গেলে পরিশ্রম তো করা লাগবেই।
চান্স পাবার পর অনেকেই টেক্সট করেছেন কোথা থেকে শুরু করা উচিত, কোন গাইডলাইন ফলো করা দরকার।
এ সংক্রান্ত পোস্ট Capstone এর ব্লগেই প্রচুর পাবেন।
তবে এই পোস্টে আমি আমার নিজস্ব প্রস্তুতির আলোকে কিছু গাইডলাইন তুলে ধরবো ।
কারা চান্স পায়, কারা পায় না………………
অনেকেই বলেন যে প্রচুর পড়াশোনা করার পরেও চান্স হয় নি।
আবার অনেকেই খুব একটা বেশী এফোর্ট না দিয়েও চান্স পেয়ে যান।
তাহলে এই গ্রুপের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়?
আসলে অনেকে কারন থাকতে পারে, ভাগ্যও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
তবে আমার মতে মূল ব্যাপারটা স্ট্রাটেজী।
কি পড়বেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে পড়বেন। তার চেয়েও বেশী জরুরী হচ্ছে কতটুকু বাদ দিবেন।
আমার মনে এই দুইটা বিষয় যেসকল স্টুডেন্টরা খুব ভালো বুঝেন তারা আসলে আইবিএর মত এডমিশন টেস্ট অনায়েসে ক্র্যাক করে ফেলেন।
আইবিএ তে তিনটা পার্ট রয়েছে : English, Math and Analytical।
English :
Vocabulary Part :
ভোকাবুলারি এক বড় আতংক স্টুডেন্টদের কাছে। “এত হাজার হাজার ভোকাবুলারি রয়েছে। কোনটা বাদ দিয়ে কোনটা পড়ব।” এমন বিষয় সবার মনে ঘোরপাক খায়।
এটার একটা সুন্দর সলুশন দেই আপনাকে। বাজার থেকে Word Smart 1 and 2 বই টি কিনবেন। প্রায় ১৪০০ এর কাছাকাছি শব্দ রয়েছে। সব শেষ করে ফেলবেন তাদের ইউজ সহ ভালোভাবে।
আর প্রতিদিন অবশ্য The Daily Star, NY times, The guardian এসব নিউজপেপার পড়ার চেষ্টা করবেন আর যেসব Word এর মিনিং আপনি জানেন না সেসব খাতাই লিখে রাখবেন। এটিই যথেষ্ট আইবিএ এর জন্য।
“ভোকাবুলারি মুখস্থ থাকেনা,কি করব?”
ভোকাব মুখস্থ করার একটা ট্রিকস দেই। যখনই নতুন কোনো ওয়ার্ড শিখবেন সুন্দর করে খাতায় লিখবেন। ওয়ার্ড এর পাশে ওয়ার্ড এর মিনিং নিজের ভাষায় লিখবেন। তারপর সেই ওয়ার্ড দিয়ে সুন্দর করে একটা সেন্টেন্স বানাবেন আর কিছুদিন পরপর খাতা রিভাইস দিবেন। এভাবে পড়লে ভোকেব কখনও ভুলবেন না।
Grammar :
ব্যাসিক এর জন্যে সবার প্রথমেই “Cliffs Toefl” বই টি শেষ করবেন। কিন্তু শুধুমাত্র রুলস শিখা কোনো কাজের না। “Cliffs Toefl” এর সব প্রাকটিস টেস্ট বুঝে বুঝে শেষ করবেন।
অনলাইনে খুজে খুজে যতো রিসোর্স আছে সবগুলার প্রাকটিস টেস্ট শেষ করবেন।(Google এ “SAT Sentence Error Detection tests” সার্চ করলেই পাবেন)। Sentence Correction ও Reading comprehension পার্ট এর জন্য “GMAT Official book 14th edition” এটি দেখলেই চলবে।
আন্সার গুলার ব্যাখাও খুব সুন্দর ভাবেই দেয়া রয়েছে। বুঝে বুঝে পড়বেন অবশ্যই।
এর পাশাপাশি Gmatclub.com ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। গ্রামারে আরো ভালো করতে চাইলে “Gmatclub Ultimate Grammar book” টা অবশ্যই দেখবেন(ফ্রি পিডিএফ আছে Gmatclub এই)
Math :
এই ম্যাথ সেকশনের প্রিপারেশনের একটা ট্র্যাপ আছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রশ্নব্যাংক বইগুলোতে বিগত কয়েক বছরের আইবিএর প্রশ্নগুলো পুরোপুরি নেই। এর কারণ হলো এক্সাম এর পরপরই আইবিএ প্রশ্ন নিয়ে নেয়।
যদি এর আগের বছরের প্রশ্নগুলো দেখেন আপনার মনে হতে পারে ম্যাথ প্রশ্নতো বেশ সহজই আসে। এটি একটি বড় ভুল ধারণা।
কারণ ২০২০ এর পরবর্তী বছর গুলোতে আইবিএ ম্যাথ সেকশনের প্রশ্ন বেশ কঠিন করছে। তাই বিগত বছরের প্রশ্ন দেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিলে এক্সাম হলে বড়সড় একটা ধাক্কা খাবেন। এটার ব্যাপারে সচেতন থাকবেন একটু।
এবার আসি প্রিপারেশন নিয়ে। ম্যাথ এর জন্য আমি শুধু একটা বুকই সাজেস্ট করবো “Khairul Advance mathematics”। বইটির শুরুতে আইবিএ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকস এর নাম দেওয়া আছে। এইসব টপিকস সবার আগে শেষ করে ফেলবেন। যদি ব্যাসিক দুর্বল থাকে তাহলে ” Saifur’s Basic math” দিয়ে শুরু করতে পারেন।
এর পাশাপাশি নিয়মিত Gmatclub.com থেকে প্রাকটিস করবেন। তাইলেই ইনশাআল্লাহ ম্যাথ সেকশনে আর সমস্যা হবেনা।
Analytical :
এই সেকশনের জন্য “GRE Big book(old edition)” এর কোনো বিকল্প নেই। বুঝে বুঝে ২০-৩০ টা পাজল করলেই হবে। Critical reasong পার্ট এই বই থেকেই পড়বেন। Data sufficiency এর পার্ট অবশ্যই “Offical GMAT Book” থেকে পড়ে নিবেন।
এক্সাম হল স্ট্রাটেজি :
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। আপনি পড়তে পড়তে ম্যাথ কিংবা ইংলিশ এর গুরু হয়ে গেলেন কিন্তু এক্সাম এ গিয়ে নার্ভাস হয়ে ভুলভাল দাগালেন, তাহলে কিন্তু আপনি টিকবেন না। এক্সাম দেওয়ার সময় একদম মাথা ঠান্ডা রাখবেন।
আমার এক্সামের সময় এক ছেলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। খুবই বাজে সিচুয়েশন ছিলো। এতো হৈ হুল্লোড় এর মাঝে মনোযোগই দিতে পারছিলাম না। তারপরেও এক্সাম শেষ করেছিলাম ঠিকভাবে। মনে রাখবেন যাই হবে হোক “The show must go on”।
আইবিএতে কিন্তু প্রত্যেক সেকশনে আলাদা পাস মার্ক আছে। অর্থাৎ আপনি যদি ম্যাথ এ ৩০ এ ৩০ ও পান কিন্তু এনালিটিকাল এ ১৫ এ পেলেন ২। আপনি বাদ পড়বেন। চেষ্টা করবেন প্রত্যেক সেকশন এ ৫০% মার্ক তোলার জন্য। ৫০% তুললেই নিজেকে সেফ ধরে নিতে পারেন।
নিজের মাঝে কনফিডেন্স রাখবেন যে, আমিও পারব। অনেকেই ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কারণে হীনমন্যতাই ভুগেন। এসব ভাববেন না। আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। প্রথমবারের চেষ্টাতেই কিন্তু আমার সুযোগ হয়েছে।
বিশ্বাস করুন আপনি নিজেকে যা ভাবেছেন আপনি তার চেয়েও বড় কিছু করতে পারবেন।
ধৈর্য ধরে এগিয়ে চলেন।
আপনার পরিশ্রম আপনাকে কখনও হতাশ করবেনা।
শুভ কামনা
———————
২০২৪ সালের সরকারী চাকরি যেমন পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, NSI, দুদকসহ IBA এর প্রস্তুতির জন্য আবারো স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে।
ক্লাসগুলো পরিচালনা করবেন বিসিএস, ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডিসহ আইবিএ গ্রাজুয়েটরা।
Capstone টানা ১১ ইনটেক ধরে আইবিএ এমবিএসহ জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে । এই ৬৬ ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৪ জন ।
যারা পরবর্তী জব প্রিমিয়াম + আইবি এমবিএ স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন ।
সীমিত সময়ের জন্য অফলাইনে ১,০০০ টাকা এবং অনলাইনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় থাকছে।
এছাড়া থাকছে ফ্রি স্পোকেন & কমিউনিকেশন কোর্স !
ডিসকাউন্ট পেতে কুপন কোড এপ্লাই করুনঃ OFF1000 (অফলাইন) এবং ON500 (অনলাইন)
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment