ভাই, গত কয়েক বছর ধরে বিভিন্ন জব exam- গুলোতে বা হায়ার স্টাডিজের জন্য ট্রাই করে যাচ্ছি বাট কোনটাতেই কিছু হচ্ছে না । খুব হতাশ লাগে ইদানিং । এই টাইপের টেক্সট প্রায়ই ইনবক্সে পাই ।
এঁর সাথে আরো থাকে কি কি কারণে তারা পারেন নাই তার ১টা ফিরিস্তি । কিভাবে এই সমাজ, জাতি তাদের বঞ্ছিত করে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ।
আগে খারাপ লাগতো বাট ইদানিং এসব শুনলে করুণা হয় । কেন ? তাহলে নিচে ছোট ১টা গল্প শেয়ার করছি
বছরখানেক আগে ১টা Entrepreneur Summit এ গিয়েছিলাম । যারা উদ্দ্যেগতা হতে চায় এমন অনেকেই সেখানে গিয়েছিল ।
সেখানে প্রশ্নোত্তর সেশনে ২৫-২৬ বছরের এক ছেলে জানাল সে অনেক প্যাশনেট Entrepreneurship এঁর ব্যাপারে ।
সে নিজে ১টা উদ্দ্যেগ নিতে চায় । এঁর জন্য পাঁচ লক্ষ টাকা দরকার । কিত্নু তার সে টাকা নেই ।
এরপর সে দেশ, সমাজ ও শিক্ষা ব্যাবস্থাকে সার্ফ-এক্সেল, হুইল দিয়ে ধুয়ে ফেলে জানতে চাইল কিভাবে এই টাকা সে ম্যানেজ করতে পারে ?
উত্তর দেয়ার জন্য ফ্লোর চাইলেন ঢাকা চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট । সে বললেন বাবা তুমি কিসে করে এখানে এসেছ ?
ছেলেটি জানাল বাইকে করে । স্যার আবার জিজ্ঞাসা করলেন কি বাইক ?
সে খুব গর্বের সাথে বলল, Yamaha FZ-S । স্যার আবার জিজ্ঞাসা করলেন, কি মোবাইল ইউজ করো বাবা ?
এবার সে বললো, স্যামসাং গ্যালাক্সির কোন ১টা মডেল ।
এভাবে একে একে তার ঘড়ি, জুতো, ড্রেস সব কিছু নিয়ে প্রশ্ন করলেন ।
তারপর বললেন আচ্ছা বাবা, এসব কেনার জন্য টাকা কোথা থেকে এসেছে ?
এবার ছেলেটি ছেলেটি আমতা আমতা করে বলল বাবা আর বড় ভাইয়ের কাছ থেকে পেয়েছে ।
এবার স্যার সার্ফ-এক্সেল, হুইল দিয়ে সে যুবককে ধোয়া শুরু করলেন !
তার কথার সারমর্ম ছিল অনেকটা এই রকম যে জিনিসগুলোতে তোমার প্যাশন কাজ করে সেগুলো ঠিকই তোমার কাছে আছে ।
Entrepreneurship নিয়ে যেদিন তোমার মধ্যে প্যাশন কাজ করবে সেদিন আর তোমার কষ্ট করে অজুহাত দাঁড় করাতে হবে না, অন্যের দিকে আঙ্গুল তুলতে হবে না তুমি পাঁচ কেন পঞ্চাশ লাখও ম্যানেজ করতে পারবে ।
তুমি যদি স্রেফ তোমার কাছে এই মুহূর্তে যা আছে তা সেল করে দাও তাহলেও তিন লাখ টাকা হয়ে যাবে ।
আমি প্রথম ব্যবসা শুরু করেছিলাম বাসায় রাখা পুরনো পেপার সেল করে ।
এরপর ক্যাপিটালের জন্য পুরনো ক্যাসেট প্লেয়ার সহ বিভিন্ন গ্যাজেট সেল করেছি ।
কারণ আমার প্যাশন ছিল Entrepreneurship । বুঝলা এখন কেন তুমি Entrepreneur হতে পারোনি এখনও !
যারা বারবার ফেল করছেন, ব্যার্থ হচ্ছেন তারা নিজেদের অনেস্টলি প্রশ্ন করুন । কতটুকু প্যাশনেট আপনি আপনার ড্রিমের ব্যাপারে ছিলেন ।
কতটুকু ডেডিকেশন আপনি দেখিয়েছেন । কতটা রাত আপনি নিদ্রাহীন কাটিয়েছেন, কতটা রাত আপনি আপনার ড্রিমের পেছনে ছুটতে গিয়ে রাতের খাবার খেতে ভুলে গিয়েছেন, আড্ডাবাজি না যাওয়ার জন্য কয়টা ফ্রেন্ডের কাছ থেকে আন-সোস্যাল খেতাব পেয়েছেন ?
এসবের উত্তর খুঁজতে বসুন তাহলে আপনি কেন বারবার ব্যার্থ্য হচ্ছে সে উত্তরও পেয়ে যাবেন ।
1 Comment
Syed Faisal May 04, 2016
Well said
Leave a comment