যে কোন লক্ষ্য অর্জনের জন্য প্রথম স্টেপ হচ্ছে নিজেকে Organize করা । আই মিন আপনার চিন্তা-ভাবনা ও কাজ-কর্মকে গুছিয়ে নেয়া ।
অন্যথায় প্রিপারেশন শুরু করার পর বার বার লক্ষ্যচ্যুত হবার সম্ভাবনা থাকবে ।
তাই এখানে আইবিএ এবং জব এক্সামের প্রিপারেশনের জন্য আমার নিজের করা ১টা প্র্যাক্টিক্যাল রুটিন শেয়ার করছি ।
আর আইবিএর প্রিপারেশন শুরু করার জন্য কিভাবে IBA এর Preparation শুরু করবো ? পোষ্টটি পড়তে পারেন ।
কিভাবে নিজেকে Organize করব ?
ধরে নিচ্ছি আমাদের হাতে ১২০ দিন সময় আছে । ১২০ দিনে আপনি এভারেজে ৮ ঘন্টা করে পড়বেন ।
তাহলে টোটাল টাইমঃ ১২০ * ৮ = ৯৬০ ঘণ্টা । এখন ম্যাথে দিবেন ৩০০ ঘণ্টা, ইংলিশে ৩০০ ঘণ্টা , এনালাইটিক্যালে ২০০ ঘণ্টা, রাইটিং ১৬০ ঘণ্টা ।
এখন আবার ১২০ দিনকে ৪ মাসে ভাগ করে, month-wise টার্গেট সেট করতে পারেন । month-wise টার্গেট এচিভ করতে ১টা week-wise টার্গেট লাগবে ।
week-wise টার্গেট এচিভ করতে ডেইলি গোল সেট করতে হবে । নিচে আমি আমার প্রস্তুতিকালীন রুটিন শেয়ার করছি । এর থেকে ধারনা নিয়ে নিজেরা নিজেদের সুবিধামত ১টা রুটিন সেট করুন ।
month-wise টার্গেট এচিভ করতে ১টা week-wise টার্গেট লাগবে । week-wise টার্গেট এচিভ করতে ডেইলি গোল সেট করতে হবে ।
নিচে আমি আমার প্রস্তুতিকালীন রুটিন শেয়ার করছি । এর থেকে ধারনা নিয়ে নিজেরা নিজেদের সুবিধামত ১টা রুটিন সেট করুন ।
আমি ঘুম থেকে উঠতাম ফজরের সময় । নামায পড়ে কিছুক্ষন বাইরে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসতাম ।
এরপর মোবাইল থেকে ইংলিশ ট্রান্সলেশনসহ কিছুক্ষন কুরআন তিলাওয়াত করতাম । এরপর ১ ঘণ্টার মত বিভিন্ন ব্লগে ইংলিশ আর্টিকেল পড়তাম ।
আমার প্রেফারড ব্লগগুলো ছিল HBR, Nytimes এর op-ed, Economist এর সিলেক্টেড কিছু ফিচার নিউজ ।
এরপর GMATclub.com থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করতাম অথবা সে সময় GMAT/GRE এর ম্যাথ/verbal লেকচারের প্রিপারেশন নিতাম (আমি সেসময় GRE/GMAT ক্লাস নিতাম) ।
এরপর ৩০-৪০ মিনিটের ১টা ব্রেক নিতাম ।
সাধারণত ১০টা থেকে আমাকে ক্লাশ নিতে হত ।
তাই ৯:৩০ তার দিকে বাসা থেকে বের হতাম তবে কানে হেডফোন থাকতো যেন BBC অথবা ইংলিশ কোন ইসলামিক লেকচার শুনতে শুনতে পৌঁছাতে পারি ।
এতে করে আমার ভালো ১টা লিসেনিং habit গ্রো করেছিল । দুপুর ১২- বিকাল ৫ টা পর্যন্ত আমার প্রোডাক্টিভিটি সবচেয়ে কম থাকে তাই আমার less important কাজগুলো করার জন্য সে সময়টাকে বেছে নিয়েছিলাম ।
মাগরিবের পর পর বাই হুক ওর বাই কুক আমি বাসায় থাকতাম ।
মোটামুটি নামায আর ডিনারসহ ১ঘণ্টা বাদে প্রায় ৫ ঘণ্টা সময় আমি ফুল সুইয়ং স্টাডি করতাম । এসময় আমি গ্রামার, ভোকাব, রাইটিং আর এনালাইটিক্যাল পার্ট দেখতাম ।
ও হ্যাঁ , রাইটিং এর জন্য ফেসবুক ছিল আমার খুব প্রিয় ১টা মিডিয়াম ।
আমি ডেইলি ১টা করে ইংলিশ স্ট্যাটাস আপডেট করতাম এবং সেময় যাবতীয় কমেন্টগুলো ইংলিশে করতাম । সোজা কথা, আমি যে ১টা গোলের দিকে এগিয়ে যাচ্ছি এটা নিজেকে কখনও ভুলতে দিতাম না ।
লাইফে যে কোন গোল এচিভ করতে চাইলে ডিসিপ্লিনের কোন বিকল্প আসলে নাই ।
শেষ করব মির্জা ইয়াওয়ার বেগের ১টা কোট দিয়ে,
” Either you bear the pain of discipline or you have to bear the pain of regret ! “
কোনটা করবেন ডিসিশান আপনার !
হ্যাপি প্রিপেয়ারিং !
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
DU IBA MBA স্পেশাল কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Other MBA (BUP, DU EMBA, JU WMBA, JOB) স্পেশাল ব্যাচগুলোতে
পান্থপথ ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/YirXqO7lStgXAxX02
মৌচাক ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/3lsB6ztPsaAiM8nw1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
6 Comments
Abu Syeed Tishad May 06, 2016
inspired………. thanks for motivational post
Roman Rom May 06, 2016
Tnx…bro…..
Md Rafiqul Islam Raffin June 10, 2016
Thanks a lot Sir.
Mabin Rahman June 10, 2016
many many thanks sir 🙂
Mosharaf Chowdhury June 10, 2016
Bro…. i bear the pain of discipline !!!!!!!!!!!! 🙂
Masuduzzaman Sumon June 12, 2016
nice
Leave a comment