::: গ্রাজুয়েশন শেষ করার পড় অনেকেই MBA এবং Masters এর মধ্যে কনফিউশনে পড়ে যান । বিশেষ BBA ছাড়া যারা অন্য Background থেকে আসে তাদের অনেকেই এটা নিয়ে দোটানায় ভুগেন।
প্রথমেই আসি Masters কাদের করা উচিত
যারা Technical side এ কাজ করতে করতে Interested, যারা Technical Innovation এ বা Research Based কাজ করে মজা পান তাদের Masters করা উচিত। কারন MBA তে Management, Finance, Marketing তারা উপভোগ করবে না।
আর উপভোগ না করলে যেকোন পড়াই বিভীষিকা হয়ে যায়।
MBA কাদের করা উচিত
অপরদিকে যাদের Ambition চাকরি বা ব্যবসা করা, management e top লেভেলে যাওয়া, কোম্পনীর decision making এ ভুমিকা রাখা তাদের জন্য হল MBA.
আপনি যদি Management, Finance, Marketing উপভোগ করেন, আপনি যেকোন ডিসিপ্লিন থেকে অনার্স করেন না কেন আপনি MBA করতে পারেন।
তবে হ্যাঁ, কেবল MBA করেই যে কোন কোম্পনীতে তর তর করে উপরে উঠে যাবেন এটা ভাবা বোকামি।
MBA থেকে শেখা Lesson যদি আপনি প্রয়োগ করে দেখাতে না পাড়েন তাহলে খুব বেশিদূর আগাতে পারবেন না।
তাই MBA করলেই যে চাকরি আমাকে খুজে নেবে এই ধারনা করে বসে থাকটাও খুব বেশী সমীচীন হবে না।
MBA কোথা থেকে করছেন সেটা অনেক বড় ১টা ফ্যাক্টর ।
১টা ডিগ্রি দরকার তাই যেন তেন জায়গা থেকে ১টা MBA করে ফেললাম এমনটা হলে ক্যারিয়ারে আকাঙ্খিত সাক্সেস নাও পেতে পারেন ।
তবে এ সময় ডিগ্রির সাথে সাথে প্রায়ক্টিক্যাল নলেজ অর্জন করাটাও খুব জরুরী ।
আপনি ভুরি ভুরি মার্কেটিং থিঊরি মুখস্ত করলেন বাট প্রোডাক্ট সেল করতে পারেন না, কোন লাভ এতে হবে না ।
অনেক সময় আবার দেখা যায়, ভুল সাবজেক্ট চয়েজ করে বসে থাকেন অনেকেই । যেমনঃ আপনি ইন্ট্রোভার্ট, কম কথা বলেন ।
আপনি চুজ করে বসে থাকলেন মার্কেটিং যেটাতে ব্যাসিকালি আপনাকে কথাই বলে যেতে হবে ।
সো ১টা সাবজেক্ট চুজ করার আগে আপনি যা পছন্দ করেন সেটিতে সর্বোচ্চ গুরুত্ব দিন ।
দেখবেন কাজ করতে দিগুণ উৎসাহ পাচ্ছেন ।
শেষ কথা হল, যখন ১টা রাস্তা চয়েজ করবেন তখন যেন আর কোন কনফিউশন না থাকে ।
একবারে আট-ঘাঁট বেধে নেমে পড়ুন । ভুলেও পেছনে তাকাবেন না বা উফফফ, ইসসসস এ ধরণের আফসোস করবেন না ।
6 Comments
TaNim Islam May 10, 2016
Thnx for u & good information
Lutfar Colins May 10, 2016
Seser choron gulo khub sundor
হিমুরাজ রিয়াজ May 12, 2016
good
Md Delower Hossain May 12, 2016
really a good information
Omar Faruq Miran May 13, 2016
ei post ta dorkar chilo amar jonno…
ar valo hoy jodi emon ekta article petam….about major selection in BBA according to the current job market demand?
specifically finance and HRM e job demand and easily job pawa jabe ei niye ekta article pele onek upokrito hotam…
lasty, good post….
Samir Sarker May 13, 2016
এমবিএ আর মাস্টার্স এদুটি পার্থক্য তার ক্যারিকুলামে নিদিষ্ট করা আছে আর দুইটির পঠন ও পাঠনগত পার্থক্যই বলে দেয় এদুয়ের পথের দিশায় ভিন্নতা বর্তমান তাই যে রসায়ন নিয়ে পড়ছে সে অবশ্যই মাস্টার্স করে তবে অন্য পথের খুঁজে যাবে সে অবশ্যই বড় চেয়ারের খুঁজে পথ হারাদের মত এমবিএ করতে যাবে না মাষ্টার্স করতে যাবে না ।
Leave a comment