প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা রিটেনে কোয়ালিফাই করে ভায়বার ডাক পেয়েছেন তাদের। আর যারা সিলেক্টেড হতে পারলেন না তারা মোটেই আপসেট হবেন না… যে প্রস্তুতিটা নিয়েছেন মনে করবেন সেটা আপনার জন্য একটা সম্পদ হয়ে থাকলো যে সম্পদকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন এবং অবশ্যই পরবর্তীতেও এমবিএম অ্যাডমিসনে অ্যাটেন্ড করবেন এবং ভাল করবেন 🙂
এবার আসি ভায়ভার বিষয়ে। ভায়ভা হবে ২৪ তারিখে; অর্থাৎ হাতে কিছুদিন সময় আছে।
এই সময়টাকে আপনি ভালভাবে কাজে লাগাতে পারেন। যেসব বিষয়ে মাথায় রাখা উচিতঃ
Dress Code:
অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন। জুতা পরিষ্কার রাখবেন। অপরিষ্কার জুতার কারনে ঢোকা মাত্র ভায়বা বোর্ড থেকে বের করে দেয়ার রেকর্ড কিন্তু অনেক। স্যুট/ টাই ম্যান্ডেটরি না। তবে, টাই পরলে ভাল হয়। শার্ট হবে হালকা রঙের আর প্যান্ট কালো বার কোন ডার্ক কালারের। এটাই স্ট্যান্ডার্ড। কাজেই ফর্মাল ড্রেস রেডি রাখুন। আমি রিটেনের রেজাল্টের পর খেয়াল করেছিলাম আমার ফর্মাল প্যান্ট বানাতে হবে!
যেসব প্রশ্নের মূখোমুখি হতে পারেনঃ
১। আপনি যদি বিজনেস ব্যকগ্রাউন্ডের হন, তাহলে আপনার মেজর সাবজেক্টের খুঁটিনাটি টার্মস ভাল করে দেখতে পারেন। ধরুন আপনি যদি অ্যাকাউন্টিং মেজর হয়ে থাকেন তাহলে, “GAAP”, “Fixed Cost”, “Debit/ Credit”, থেকে শুরু করে যাবতীয় টার্মস দেখবেন। একইভাবে অন্য সাবজেক্টগুলোতে মেজর যারা করেছেন তারাও নিজেদের সাবজেক্ট রিলেটেড টার্মস দেখতে পারেন। ননবিজনেস ব্যকগ্রাউন্ডের অ্যাপ্লিক্যান্টরাও সাবজেক্ট সম্পর্কে কিছুটা ধারনা রাখবেন। খুব বেশি দরকার নেই।
২। “নিজের সম্পর্কে বলুন” ;
এটা কিন্তু কিছুটা কমোন প্রশ্ন। আগে থেকে মনে মনে সাজিয়ে রাখুন কীভাবে অ্যান্সারটা বলবেন। প্রয়োজনে google করুন… “How to introduce myself in interview” এই উত্তরটা খুব গুরুত্বপূর্ণ কারন এই প্রশ্নটা সাধারনত শুরুতেই করা হয় আর একটা ভাল ইমপ্রেসন তৈরির ক্ষেত্রে কার্যকর এই উত্তরটা।
৩। Why MBM? Why not MBA?
অনেক পরিচিত প্রশ্ন। ধরে নিন এই প্রশ্ন আপনাকে করা হচ্ছে ভায়বায়। এক্ষেত্রে আপনার উত্তর কি হবে সেটা এখনই চিন্তা করুন। MBA vs MBM.. এই বিষয়টি ভায়বাতে আপনাকে জিজ্ঞসা করা হবে আপনার আত্মবিশ্বাস এবং আপনার Passion দেখার জন্য। এক্ষেত্রে আপনি আপনার উত্তর যেভাবেই দিন না কেন, মূল কথা কিন্তু একটাই, আপনি ব্যাংকে ক্যারিয়ার গড়তে চান আর তাই আপনি MBM করতে চান কারন MBM হচ্ছে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরকে টার্গেট করে ডিজাইন করা একটি Specialized course. ডিজি স্যার, ডিরেক্টর স্যার আপনাকে কনফিউজড করার জন্য বারবার হয়তো বললেন MBA করার কথা কারন MBA করলে আপনার সুযোগ অনেক বেশি… এসব কথায় মোটেই কনফিউজড হবেন না… নিজের অবস্থানে শক্ত থাকবেন। ব্যাংকিং ছাড়া অন্য প্রফেশনে যাওয়ার ইচ্ছে আপনার নেই, এটাই স্পষ্টভাবে ও আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে দেবেন।
৪। Why Banking Sector?
এটাও কমোন প্রশ্ন। উত্তরে আবার বলে বসবেন না যে, ” আমার ছোটবেলা থেকে ব্যাংকার হওয়ার ইচ্ছে!” এরকম উত্তর যে ডাহা মিথ্যা সেটা বুঝার ক্ষমতা কিন্তু বোর্ড মেম্বাররা রাখেন 😛 যদি বিজনেস স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে উত্তর দেয়াটা কঠিন নয়। আপনি চাইলেই বুঝিয়ে বলতে পারেন যে, আপনার ভার্সিটি লাইফে অ্যাকাডেমিক পড়ালেখা করতে গিয়ে ব্যাংকিং সেক্টর সম্পর্কে জানতে পেরেছেন এবং এই সেক্টরকে আপনার prospective এবং Challenging মনে হয়েছে। যাইহোক, উত্তরটা কিন্তু অবশ্যই আপনার নিজের ভাষায় দিতে হবে। আর এই উত্তরটাই যে দিতে এমন কোন কথা নেই। মূল কথা হচ্ছে আপনার আগ্রহ ব্যাংকিং সেক্টরের প্রতি। “ভাল স্যালারী” টাই যে আপনার মূল আগ্রহ নয়, বরং নিজেকে একজন ব্যাংকার হিসেবে দেখাটা একটা প্রেস্টিজিয়াস ব্যপার সেটা বুঝাতে পারাটাই বড় কথা।
৫। সমসাময়িক বিষয় সম্পর্কে ধারনা রাখবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গরভর্নর স্যার, রিজার্ভের অর্থ চুরি, প্রাইভেট ব্যাংক আর পাবলিক ব্যাংকের পার্থক্য… এইসব কমোন ব্যপারগুলো দেখবেন।
৬। or Why EMBM? Why not MBM?
আপনি যদি ফ্রেশার হন, তাহলে আপনাকে এই প্রশ্ন করার সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে আপনি বুঝিয়ে বলবেন যে, আপনি এখন জব না করলেও একটা জব আপনার দরকার এবং আপনার ফাইনান্সিয়াল সাপোর্টের জন্য আপনাকে জব করেই পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে EMBM টা আপনার জন্য পারফেক্ট (Expecting more suggestions from our EMBM brothers and sisters )… আপনাকে হয়তো এমনও বলা হতে পারে যে, EMBM করলে জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারবেন না (যদিও তা সত্যি নয়, EMBM এর ফ্রেশাররা জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারে); সেক্ষেত্রে উত্তরে বলবেন, আপনি জব মার্কেটের জন্য কোয়ালিফাইড হতে চান। জব ফেয়ার নিয়ে আপনি কনসার্ন্ড না, কারন আপনি যদি যোগ্য হন তাহলে ঠিকই ব্যাংকে ভাল জব পাবেন। আপনি বিশ্বাস করেন যে, BIBM আপনার “কোয়ালিটি” এনশিউর করবে।
৭। আপনাকে হয়তো বারবার বলা হবে, “You are not qualified enough “, “You don’t have the ability to study here” এরকম আরও অনেক কিছু। আমাকে ডিরেক্টর স্যার বলেছিলেন, “Your CGPA is 3.37 and it’s not a good one at all. If you are not serious about your academic study then how you will study here??” অথচ 3 এর নীচে সিজিপিএ নিয়েও কিন্তু এখানে অনেকে পড়ালেখা করছে… আপনাকে আপসেট করার জন্য অনেক কিছু বলবেন বোর্ড, আপনি আপসেট হলেনতো হেরে গেলেন।
৮। Why changing track?
ননবিজনেস স্টুডেন্টদের জন্য এই প্রশ্ন ফেস করাটা অনেকটা বাধ্যমূলক। ক্যান ট্রাক চেঞ্জ করতে চান, এই প্রশ্ন করে নাজেহাল করে ফেলার রেকর্ড কম নাই। এই উত্তরটি অবশ্যই মনে মনে সাজিয়ে নিয়ে যাবেন। উত্তরটা বিভিন্ন রকমের হতে পারে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটিই বলবেন। মূল কথা একটাই, ব্যাংকিং সেক্টরের প্রতি আপনার আগ্রহ।
আশা করি প্রাথমিক ধারনা দিতে পেরেছি। এক পোস্টে আর বেশি কিছু লিখতে চাচ্ছি না। আর চাইলে ইন্টারভিউ রিলেটেড কিছু ইউটিউব ভিডিও দেখতে পারেন। আমি ভায়বার আগে ইংরেজি মুভি দেখেছিলাম অনেকগুলো 😛 কোন এক অজানা কারনে ইংরেজি ডায়লগ নির্ভর মুভি দেখার পর আমার ইংরেজি ফ্লুয়েন্সি বেশ বেড়ে যায়! এবং এটা অনেকেরই হয়!
যাইহোক, এই কয়দিন পেপারটা ভাল করে পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন আর ইংরেজিতে কথা বলাটা প্র্যাক্টিস করুন।
ভাল থাকুন। অনেক অনেক শুভ কামনা রইলো।
1 Comment
Mdhafizalasad Akash May 24, 2016
(Y)
Leave a comment