প্রিপারেশন শুরু করার অল্প কিছুদিনের মধ্যে অনেক শিক্ষার্থীরা দ্রুত হতাশ হয়ে পড়েন, নিজেদের ইম্প্রুভমেন্ট নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে ।
বিশেষ করে তারা যখন তাদের কোন ফ্রেন্ড বা অন্য স্টুডেন্টের সাথে নিজেকে কম্পেয়ার করে তখন ফ্রাস্ট্রেশনের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় । এর ১টা কারন হচ্ছে নিজের এবিলিটি সম্পর্কে ওভার এস্টিমেশন করে প্রিপারেশন শুরু করা ।
কিছুদিন আগে আমাকে এক স্টুডেন্ট টেক্সট করলো ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সো ম্যাথে ভালো বাট জাস্ট ইংলিশের জন্য ধরা খাচ্ছি । আমি তাকে বললাম, আপনি ম্যাথে কতটুকু ভালো আই মিন সেলফ এভালিউশন টেস্টে কি রকম মার্কস পেয়েছেন ?
সে বলল ওভাবে কখনও দেখিনি বাট আমার ধারনা ৭০% পেয়ে যাবো অনায়েসে । আমি বললাম, খুব ভালো কথা । কাউন্ডলি যে কোন ১টা টেস্ট পেপারেরেে রিসেন্ট বছর থেকে তিনটা ম্যাথ টেস্ট দিয়ে আমাকে নক করুন ।
২ দিন পর কান্না কান্না টেক্সট, ভাইয়া টেনে-টুনে ৪০% ক্রস করেছে এভারেজে । কই ৭০% আর কই ৪০% ! বুঝেন অবস্থা !
অনেকেই এই প্রবলেমে ভুগেন । সো প্রিপারেশনের আগেই নিজের অবস্থা ভালোভাবে যাচাই করে নিন । ধরে নিচ্ছি, আপনার বেস এখন ৩০% ।
তাহলে আপনার জন্য পরবর্তী ২ মাসে সবচেয়ে ফিসিবল টার্গেট হবে ৬০% মার্কস এচিভ করা এবং এর জন্য আপনাকে অনেক রেগুলারিটি মেইনটেইন করতে হবে, বহু কাঠখড় পোড়াতে হবে ।
টেনেটুনে ৭০% পর্যন্ত হয়ত যেতে পারবেন তবে এর বেশী আগাতে চাইলে আপনাকে সুপার হিউম্যান হতে হবে ।
সো অবশ্যই প্রিপারেশন শুরু করার আগে নিজের অবস্থা বুঝে স্পেসিফিক লক্ষ্য নির্ধারণ করুন । টপিক-ওয়াইজ SWOT এনালাইসিস করে সে অনুযায়ী আগাতে থাকুন ।
আপনার ফ্রেন্ড খুব ভালো করতেছে এটা ভেবে ফ্রাসট্রেটেড হওয়া অর্থহীন । আপনি অবশ্যই আপনার ফ্রেন্ডের লেভেলে যেতে পারবেন তবে এর জন্য নিজেকে যথেষ্ট সময় দিন !
আর খুব দ্রুত ইমপ্রুভমেন্ট আশা করবেন না । অনেকেই কোচিংয়ে ভর্তি হয়ে বা নিজেরা প্রিপারেশন শুরু করার অল্পদিনের মধ্যে হতাশা প্রকাশ করা শুরু করে দেন । ভাই লেখাপড়া কোন রকেট সাইন্স না ।
আপনাকে ধৈর্য্য ধরতে হবে, সময় দিতে হবে । একটা নিয়মতাত্ন্রিক উপায়ে কমপক্ষে এক মাস একই প্রসেসে পড়তে হবে । তাহলেই কেবল উন্নতির মুখ দেখবেন ।
হ্যাপি প্রিপেয়ারিং !
1 Comment
Mehedi Hasan June 06, 2016
শুরুর ভাবনাটা এমনি হচ্ছে। এমন ভাবনা থেকে সরে আসতে হবে। ভাল লাগলো। ধন্যবাদ। 🙂
Leave a comment